For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্রাজিলের জঙ্গিদের দিয়েই রিও অলিম্পিকে হামলা চালানোর ফন্দি আইএসের

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

রিও দি জানেইরো, ১৯ জুলাই : আর কিছুদিনের মধ্যেই 'ফুটবলের দেশ' ব্রাজিলে বসতে চলেছে অলিম্পিকের আসর। অলিম্পিক এমন একটি প্রতিযোগিতা যেখানে বিশ্বের সবচেয়ে বেশি দেশ অংশগ্রহণ করে। আর সেজন্য একে পৃথিবীর সবচেয়ে বড় ইভেন্টও বলা হয়। [এইভাবে হত্যালীলার ধরন বদলেছে আইএসআইএস]

এহেন অলিম্পিককেই নিশানা করেছে আইএস জঙ্গিরা। বেশকিছুদিন আগে এই খবর ব্রাজিলের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল। তবে তখন আইএসের তরফে কোনও সাড়া দেওয়া হয়নি। অলিম্পিক শুরুর কিছুদিন আগে এবার সেই আশঙ্কাকে সত্য করে ব্রাজিলের জেহাদি সংগঠন জানিয়েছে, আইএসের সঙ্গে হাত মিলিয়ে রিও অলিম্পিকে নাশকতা তৈরির চেষ্টা করা হবে। [নতুন ভিডিওতে বাংলাদেশে হামলার হুমকি দেওয়া তিন যুবকের পরিচয় কী?]

ব্রাজিলের জঙ্গিদের দিয়েই রিও অলিম্পিকে হামলার ফন্দি আইএসের

জেহাদিদের নয়া টেলিগ্রাম চ্যানেল 'আনসার আল-খলিফাহ ব্রাজিল' এর তরফে জানানো হয়েছে, তারা আইএসের ব্রাজিল শাখা। আইএস প্রধান আবু বকর আল-বাগদাদি তাদের নেতা। তাদের বক্তব্য, যদি ফ্রান্সের মতো দেশে হামলা আটকানো না যায়, তাহলে ব্রাজিলে কোনওমতেই হামলা আটকানো যাবে না। [আইএস প্রধান আল-বাগদাদি সম্পর্কে জেনে নিন একঝলকে]

গোয়েন্দারা জানিয়েছেন, আইএসের তরফে শুধু আরবি ভাষাতেই নয়, ইংরেজি, পর্তুগিজ, ফরাসি, জার্মান, রাশিয়ান ও অন্যান্যা নানা ভাষায় প্রচার করা হচ্ছে। এলাকা ধরে ধরে আইএস জঙ্গি ও প্রচারকদের নির্দিষ্ট করে আইএসের ভাবধারা প্রচার করানো হচ্ছে। [মুম্বই বিস্ফোরণে ফাঁসিপ্রাপ্ত উচ্চ শিক্ষিত ইয়াকুব মেমনের অপরাধী হয়ে ওঠার কাহিনি]

ব্রাজিলে অলিম্পিক উপলক্ষে কয়েকলক্ষ মানুষ সারা বিশ্বের নানা দেশ থেকে আসবেন। এক বার্তায় আইএস জঙ্গিরা জানিয়েছে, তারা অপেক্ষা করছে বেশি লোক হওয়ার জন্য। তারপরই হামলা চালানো হবে।

English summary
ISIS Supporters in Brazil prepares for carrying attack in Rio Olympics
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X