For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-য় কাদের ভাগ্যে জুটল কোন পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

চেন্নাইয়ান এফসি ৩-২ গোলে বেঙ্গালুরু সিটিকে হারিয়ে ২০১৭-১৮ আইএসএলের চ্যাম্পিয়ন হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক এবছর কে বা কারা কোন পুরস্কার ঘরে তুলল।

  • |
Google Oneindia Bengali News

চেন্নাইয়ান এফসি ৩-২ গোলে বেঙ্গালুরু সিটিকে হারিয়ে ২০১৭-১৮ আইএসএলের চ্যাম্পিয়ন হয়েছে। মেইলসনের দুই গোল ও রাফায়েল অগাস্তোর একটি গোলে চেন্নাই দুবার আইএসএল ট্রফি ঘরে তুলেছে। এদিকে বেঙ্গালুরুর হয়ে সুনীল ছেত্রী ও ফেদর একটি করে গোল করলেও তা দলকে জয় এনে দিতে পারেনি। এর আগে আটলেটিকো দে কলকাতা ২বার আইএসএল ট্রফি ঘরে তুলেছে। সেই স্তরে উঠে এল চেন্নাইয়ান এফসি-ও। একনজরে দেখে নেওয়া যাক এবছর কে বা কারা কোন পুরস্কার ঘরে তুলল।

আইএসএল ২০১৮-য় কাদের ভাগ্যে জুটল কোন পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

গোল্ডেন বুট অ্যাওয়ার্ড

ফেরান কোরোমিনাস এই মরশুমে ১৮ ম্যাচে ১৮টি গোল করেছেন। ফলে এবারের গোল্ডেন বুট তাঁরই প্রাপ্য। বেঙ্গালুরুর দুই ফুটবলার মিকু ও সুনীল ছেত্রী যথাক্রমে ১৫টি ও ১৪টি করে গোল করেছেন।

আইএসএল ২০১৮-য় কাদের ভাগ্যে জুটল কোন পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

সেরা মাঠ

দিল্লি ডায়নামোসের এবারের মরশুম একেবারেই ভালো যায়নি। পয়েন্ট টেবলে আট নম্বরে শেষ করেছে দিল্লি। তবে দিল্লির জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবুজ মাঠ সেরা বলে বিবেচিত হয়েছে। এই মাঠে গোলও হয়েছে অনেক।

ফিটেস্ট প্লেয়ার

৩৬ বছর বয়সী আর্জেন্তিনীয় খেলোয়াড় ইনিগো কালদেরন এই আইএসএলে চেন্নাইয়ান এফসি-র হয়ে খেলে সবচেয়ে ফিটেস্ট খেলোয়াড় হয়েছেন। এই মরশুমে অসাধারণ খেলেছেন ইনিগো।

আইএসএল ২০১৮-য় কাদের ভাগ্যে জুটল কোন পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

গোল্ডেন গ্লাভ অ্যাওয়ার্ড

জামশেদপুর এফসি-র গোলকিপার সুব্রত পাল ১৮টি খেলার মধ্যে ৭টি ক্লিন শিট করেছেন। বয়স একটা সংখ্যা মাত্র, এই ভাবনাকে ফের সঠিক বলে প্রমাণ করলেন সুব্রত।

এমার্জিং প্লেয়ার

কেরল ব্লাস্টার্সের খেলোয়াড় লালরুয়াথহারা ডিফেন্ডার হিসাবে এবারের আইএসএলে নাম করেছেন। কেরলের রক্ষণকে এই মরশুমে অসাধারণ দক্ষতার সঙ্গে সামলেছেন তিনি।

আইএসএল ২০১৮-য় কাদের ভাগ্যে জুটল কোন পুরস্কার, দেখে নিন সম্পূর্ণ তালিকা

হিরো অব দ্য লিগ

সাম্প্রতিক সময়ে ভারতীয় ফুটবলের সবচেয়ে জনপ্রিয় ও সফল ফুটবলার সুনীল ছেত্রী এবারের আইএসএলে হিরো অব দ্য লিগের সম্মান পেয়েছেন। আইএসএলের প্রতিটি মরশুমেই তিনি দারুণ খেলেছেন।

English summary
ISL 2017-18 Best players, Emerging Player of the tournament, See the full list
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X