For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯, আজ নামছে বেঙ্গালুরু এফসি, জেনে নিন এই মরসুমে কেমন দল হল তাদের

জেনে নিন আইএসএল ২০১৮-১৯ মরসুমে, বেঙ্গালুরু এফসি-র কোচ, নতুন সাইনিং, উল্লেখযোগ্য সাইনিং এবং শক্তি ও দুর্বলতা সঙ্গে সম্পূর্ণ স্কোয়াড সম্পর্কে।

  • |
Google Oneindia Bengali News

শনিবার থেকে শুরু হয়ে গিয়েছে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল)-এর পঞ্চম মরসুম। প্রথম ম্যাচে কেরল ব্লাস্টার্সের কাছে ঘরের মাঠে ২-০ গোলে হেরেছে এটিকে। রবিবার বেঙ্গালুরুতে গত মরসুমের ফাইনালের রিপিট টেলিকাস্ট। আইএসএল চ্যাম্পিয়ন চেন্নাইয়ান এফসির মুখোমুখি হচ্ছে বেঙ্গালুরু এফসি।

তার আগে জেনে নেওয়া যাক বেঙ্গালুরু এফসির এবারের দলের শক্তি-দুর্বলতা। দেখে নেওয়া যাক কোন কোন নতুন ফুটবলার নিল গতবারের রানার্সআপরা।

শরগুন মেহতা

শরগুন মেহতা

টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় মুখ শরগুন। বালিকা বধূ ধারাবাহিকে গঙ্গার ভূমিকায় দেখা গিয়েছে শরগুনকে। এছাড়াও রিয়্যালিটি শো সঞ্চালনা করতেও দেখা গিয়েছে তাঁকে।

কোচ

কোচ

অ্যালবার্ট রোকা চুক্তির মেয়াদ বৃদ্ধি করতে না চাওয়ায়, তাঁর সহকারি হিসেবে কাজ করা স্পেনীয় কার্লোস কুয়াদ্রাতকে এবার প্রধান কোচ হিসেবে নিয়োগ করেছে বেঙ্গালুরুর এফসি। এই প্রথম কোনও ক্লাবের প্রধান কোচ হিসাবে কাজ করছেন কুয়াদ্রাত। প্রাক-মরসুমের ম্যাচে এবং এএফসি কাপে দেখা গিয়েছে তিনি রোকার কৌশলগুলিরই সামান্য হেরফের ঘটিয়েছেন। তিনি ৪-৪-২ ছকে খেলাচ্ছেন দলকে। সামনে জোড়া ফলা হিসেবে রেখেছেন আমি সুনীল ছেত্রী এবং মিকুকে।

ফয়সল খান

ফয়সল খান

মহারানা প্রতাপ বলেই পরিচিত ফয়সল। তবে এর বাইরেও ফয়সলের আরও একটি পরিচয় আছে, তিনি ডান্স ইন্ডিয়া ডান্স লিটল মাস্টারের চ্যাম্পিয়ন ছিলেন। অতএব ফয়সলের নাচের প্রতিভা নিয়ে কোনও দ্বিমত নেই।

নতুন সাইনিং

নতুন সাইনিং

ভারতীয়: সরাম পইরেই, রিনো অ্যান্টো, আশির আখতার, গুরুসিমরাত গিল, সাইরুত কিমা, কেয়ান লুইস

বিদেশী: অ্যালবার্ট সেরান, সিসকো এর্নান্দেজ, চেঞ্চো গিয়েল্তশেন

সানায়া ইরানি

সানায়া ইরানি

মিলে যব হাম তুম ধারাবাহিকের গুঞ্জন হলেন সানায়া ইরানি। টেলিভিশনের পাশাপাশি ফনাহ ছবির মতো একাধিক ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেছেন সানায়া।

উল্লেখযোগ্য সাইনিং

উল্লেখযোগ্য সাইনিং

বেঙ্গালুরু এই মরসুমে নতুন তিন বিদেশীকে সই করিয়েছে। তাদের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য স্প্যানিশ মিডফিল্ডার এর্নান্দেজ এবং ভুটানের উইঙ্গার চেঞ্চো গিয়েল্তশেন। এডু গার্সিয়ার অভাব এর্নান্দেজ পূরণ করবেন অশা করেই তাঁকে নেওয়া হয়েছে। চেঞ্চো গত বছর খেলেছিলেন আই-লিগে। সেখানে তিনি সেরা বিদেশী খেলোয়াড় হয়েছিলেন। মিনার্ভা পাঞ্জাবের লিগ জয়ে প্রধান ভূমিকা ছিল তাঁরই।

ভারতীয় খেলোয়াড়দের মধ্যে উল্লেখযোগ্য কেয়ান লুইস। তাঁর আগমনে তাদের আক্রমণের গভীরতা বেড়েছে। তবে এই বছর কিন্তু বেঙ্গালুরু তাদের রিজার্ভ দল থেকে বেশ কয়েকজন তরুণ খেলোয়াড়দের প্রথম দলে তুলে এনেছে।

আশিস চৌধুরি

আশিস চৌধুরি

খতরো কে খিলাড়ি ৬- জিতে এবার ঝলক দিখলা যা জয়ের লক্ষ্যে বলিউডের এই দ্বিতীয় সারির অভিনেতা আশিস।

শক্তি এবং দুর্বলতা

শক্তি এবং দুর্বলতা

এই বছরের লিগের অন্যতম সেরা আক্রমণ বিভাগ রয়েছে বেঙ্গালুরুর হাতে। মিকু-সুনীল ছেত্রির সঙ্গে রয়েছেন উদান্ত সিং। তাদের ব্যাকআপ হিসেবে আছেন চেঞ্চো, হাওকিপ ও কেয়ান লুইস - এককথায় দুর্দান্ত আক্রমণ বিভাগ তাদের।

মাথাটা অত্যন্ত শক্তিশালি হলেও বেঙ্গলুরুর গোলরক্ষক বিভাগ একেবারেই নড়বড়ে। প্রথম গোলরক্ষক হিসেবে রয়েছেন গুরপ্রীত সিং সান্ধু। কিন্তু তাঁর যথাযথ কোনও বদলি নেই। এই মরসুমে দল সই করিয়েছে সরাম পুইরেই এবং আদিত্য পাত্রকে। গত মরসুমের প্রথমার্ধে মোহন বাগানের তৃতীয় গোলরক্ষক ছিলেন এই পুইরেই। আর আদিত্য পাত্র তরুণ গোলরক্ষক। তাঁর আইএসএল তো দূরের কথা আই-লিগও খেলার অভিজ্ঞতা নেই।

তাদের দলে সমস্যা রয়েছে লেফ্ট-ব্যাক পজিশন নিয়েও। নিশু কুমার এখনও এই ভূমিকায় থিতু হতে পারেননি। তাঁর কোনও বদলিও নেই। মিডফিল্ডেও হরমনজোৎ খাবরা ছাড়া কোনও অভিজ্ঞ ভারতীয় খেলোয়াড় নেই। হরমনজোৎকেও বেঙ্গালুরু খেলায় রাইট ব্যাক পজিশনে।

দীপিকা সামসন

দীপিকা সামসন

দীপিকা বলে হয়তো তাঁকে খুব কম লোকই চেনেন তিনি মূলত সিমর নামেই পরিচিত। সশুরাল সিমর কা ধারাবাহিকে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন এই টেলিভিশন অভিনেত্রী।

সম্পূর্ণ স্কোয়াড

সম্পূর্ণ স্কোয়াড

গোলরক্ষক: গুরপ্রীত সিং সান্ধু, সোরাম পইরেই অঙ্গনবা, আদিত্য পাত্র (অনুর্থ ২১)

ডিফেন্ডার: রাহুল ভেকে, অ্যালবার্ট সেরান, সাইরুয়াত কিমা, হুয়ানান গঞ্জালেস, হরমনজোৎ সিং খাবরা, রিনো অ্যান্টো, নিশু কুমার, আশির আখতার, গুরসিমরাত সিং গিল

মিডফিল্ডার: এরিক পারতালু, কিয়ান ফ্রান্সিস লুইস, দিমাস দেলগাদো, বিদ্যানন্দ সিং, বোইথাং হাওকিপ, ফ্রান্সিসকো 'সিসকো' হার্নান্দেজ, অজয় ছেত্রি (অনুর্ধ ২১), আলতামাশ সঈদ

ফরোয়ার্ড: নিকোলাস লাদিসলাও ফেদোর 'মিকু', সুনিল ছেত্রি, থংখোসিয়েম হাওকিপ, উদান্ত সিং, চেঞ্চো গিয়েল্তশেন

সমিতা শেঠি

সমিতা শেঠি

শারারা শারার গানটিতে শমিতার লাস্যময়ী নাচ মনে আছে নিশ্চই। শাহরুখ খান, অমিতাভ বচ্চন অভিনীচ মহেব্বতে ছবিতে উদয় চোপড়ার বিপরীতে অভিনয় দিয়ে বলিউডে আসা। ঝলক দিখলা যা-য় নতুন করে সমিতাকে আবিষ্কার করার অপেক্ষায় রইলাম আমরা।

ভিভিয়ান দিসেনা

ভিভিয়ান দিসেনা

মধুবালা- এক ইশক এক জুনুন ধারাবাহিকে সুপারস্টার আরকে-র চরিত্রে অভিনয় করার সবার মন জয় করে নিয়েছেন ভিভিয়ান। এবার নাচ দিয়ে মন জয় করার পালা।

কবিতা কৌশিক

কবিতা কৌশিক

এফআইআর ধারাবাহিকে চন্দ্রমুখী চৌটালার ভূমিকায় অভিনয় করে নিজের অভিনয় দক্ষতা তো প্রমাণ করে দিয়েছেন কবিতা। এবারে নাচের দক্ষতা প্রমাণের পালা।

রাধিকা মদন

রাধিকা মদন

কালার্স চ্যানেলের ইশানি এবার ঝলক দিখলা যা তেও।

পার্থ সনথন

পার্থ সনথন

যুব সমাজের হার্টথ্রব মানিক এবার ঝলকের মঞ্চে আসছেন। মানিকের মহিলা ভক্তেরা তো আহ্লাদে আটখানা।

English summary
Here is the Coach, New signings, Notable signings and Strength & Weakness with Complete Squad of Bengaluru FC for ISL 2018-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X