For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯, এইবারেও পাহাড় জয়ে ব্যর্থ এফসি গোয়া, জঘন্য রেফারিং সত্ত্বেও জমজমাট ম্যাচ


 ইন্ডিয়ান সুপার লিগের ২০১৮-১৯ মরসুমের নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম এফসি গোয়া ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে।

Google Oneindia Bengali News

পাহাড় জয় হল না এফসি গোয়ার। সোমবার গুয়াহাটির ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়ামে ইন্ডিয়ান সুপার লিগ (আইএসএল) ২০১৮-১৯ মরসুমের প্রথম রাউন্ডে নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়া ম্যাচে মোট ৪টি গোল হল। কিন্তু খেলার ফল থাকল অমীমাংসিত।

আইএসএল ২০১৮-১৯, এইবারেও পাহাড় জয়ে ব্যর্থ এফসি গোয়া

ম্যাচের ৮ মিনিটের মাথাতেই ফেডেরিকো গায়োগো গোল করে এগিয়ে দিয়েছিলেন হাইল্য়ান্ডারদের। কিন্তু গোয়ার পক্ষে জবাব দেন সেই কোরোমিনাস। ১৪ ও ৩৮ মিনিটে দু-দুটি গোল করে তিনি গোয়াকে বিরতির আগেই এগিয়ে দিয়েছিলেন। কিন্তু নর্থ ইস্টের নাইজেরিয় স্ট্রাইকার বার্থোলোমিউ ওগবেচে ম্যাচের ৫৩ মিনিটে তাঁর জন্মদিনের উপহার তুলে নেন। ফলে দ্বিতীয় ম্যাচেই দুই দলের মধ্যে পয়েন্ট ভাগাভাগি হল এবারের আইএসএল-এ।

এদিন ওগবেচেই ছিলেন নর্থইস্টের আক্রমণভাগে। গায়েগো ছিলেন প্লেমেকারের ভূমিকায়। এলকো শাতোরি প্রথম ম্যাচে দল নামিয়েছিলেন ৪-২-৩-১ ছকে। গত মরসুমে খেলা নর্থইস্ট ইউনাইটেডের মাত্র তিনজন খেলোয়াড় এদিনের প্রথম একাদশে ছিলেন।

এদিন এফসি গোয়ার হয়ে আইএসএল-এ অভিষেক হয় ভারতের প্রাক্তন অনুর্ধ ১৭ গোলরক্ষক মহম্মদ নওয়াজের। কাট্টিমনিকে এদিন খেলাননি গোয়ার কোচ। নেমেছিলেন লেনি রড্রিগেজ ও জ্যাকচাঁদ সিং-ও।

১৮ বছরের নওয়াজের অভিষেকটা কিন্তু সুখের হল না। নর্থ ইস্টকে তাদের প্রথম গোলটি উপহার দেন এই তরুণ গোলরক্ষক। তবে খারাপ হয়েছে এদিনের রেফারিং-ও। ওগবেচে অফসাইডে থাকা সত্ত্বেও রেফারি আর ভেঙ্কটেশ বাঁশি বাজাননি।

এই সময় গোল আটকাতে নওয়াজ বক্স থেকে বেরিয়ে এসে হাত দিয়ে বল ধরেন। ফলে রেফারি ফ্রিকিক দেন নর্থইস্টকে। আশ্চর্যের বিষয় হল নওয়াজকে কিন্তু এরজন্য লাল কার্ড দেখানো হয়নি। গায়েগো সময় নষ্ট না করে দ্রুত ফ্রিকিক নেন। তাঁর লব জড়িয়ে যায় গোলে।

তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নর্থইস্ট। আহমেদ জৌহৌহ ও কোরোমিনাস নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করতে করতে উঠে এসেছিলেন। তারপর কোরোমিনাস পাস দেন জ্যাকিচাঁদকে। তাঁর দ্বিতীয় পোস্টে ভাসানো বল শরীর দিয়ে গোলে নামান কোরোমিনাস। টিভি রিপ্লেতে অবশ্য দেখা গিয়েছে বল তাঁর হাতেও লেগেছিল।

হাফটাইমের কিছু আগেই তাঁর দ্বিতীয় গোলটি করে যান এফসি গোয়ার গোল মেশিন। হুগো বউমউসের পাস ধরে চমৎকার ডামি রানে কোরোমিনাস তিনজন নর্থইস্ট ডিফেন্ডারকে ধোকা দিয়ে ফাঁকা জায়গা বের করেন। তাঁর জমি ঘেসা বল কোনাকুনি শট গোলে জড়িয়ে যায়।

দ্বিতীয়ার্ধে অনেক সঙ্ঘবদ্ধ ছিল নর্থইস্ট। মাঝে মাঝেই তারা হানা দিয়েছে গোয়ার বক্সে। তার ফসলও পায় তারা। অনেক নেমে এসে বলের দখল নিয়েছিলেন ওগবেচে। তাঁর থেকে বল পান রাওলিন বোর্গেস। তিনি বাঁদিকে কিডান পেরেরাকে লক্ষ্য করে বল বাড়ান।

পেরেরার ভাসানো ক্রশ থেকে বক্সের মধ্য থেকে হেড করে বল মাটিতে ড্রপ খাইয়ে গোলে জড়িয়ে দেন নাইজেরিয়ান ওগবেচে। প্রথম ম্যাচ থেকেই তিনি তাঁর কাজ শুরু করে দিলেন।

ম্যাচ শেষ হওয়ার ২০ মিনিট আগে বক্সের মধ্যে গোয়ার বউমউসের পা নর্থইস্টের লিউডো স্টাড দিয়ে মাড়িয়ে দেওয়া সত্ত্বেও পেনাল্টি দেননি রেফারি।

এরপর নর্থইস্টের গোলকিপার রেহনেশও মওয়াজের মতোই একই ভুল করে বসেন। ফলে বক্সের বাইরে থেকে একই জায়গা থেকে ফ্রিকিক পেয়েছিল এফসি গোয়া। কিন্তু গোল করতে পারেননি কোরোনিমাস।

গোয়া এর পরের ম্যাচে ঘরের মাঠে চেন্নাইনের মুখোমুখি হবে এফসি গোয়া। অপরদিকে কলকাতায় এটিকে মুখোমুখি হবে নর্থইস্ট ইউনাইটেড এফসি।

English summary
In the 2018-19 season of Indian Super League, NorthEast United FC vs FC Goa match has been drawn by the result 2-2. 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X