For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাহাড়ে প্রথম আইএসএল সেমিফাইনাল! টগবগে নর্থইস্টের সামনে খেই হারানো বেঙ্গালুরু - জমমাট মোকাবিলা

গুয়াহাটিতে নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি আইএসএল ২০১৮-১৯'এর সেমিফাইনাল ম্যাচের প্রিভিউ।

  • |
Google Oneindia Bengali News

একেবারে শেষ প্রান্তে এসে গিয়েছে আইএসএল ২০১৮-১৯ মরসুম। বৃহস্পতিবার (৭ মার্চ) গুয়াহাটিতে লিগে চতুর্থ হওয়া নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে লিগ শীর্ষে থাকা বেঙ্গালুরু এফসির প্রথম সেমিফাইনালের প্রথম লেগের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই মরসুমের নকআউট পর্ব।

গত চার বছর ধরে টানা ব্যর্থতার পর নর্থইস্ট ইউনাইটেড এফসি এই প্রথমবার আইএসএল-এর প্লেঅফ পর্বে জায়গা করে নিয়েছে। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে তারা আত্মবিশ্বাসের তুঙ্গে। অন্যদিকে গত বছরই প্রথম আইএসএল-এ পা রেখে লিগ পর্বে দুর্দান্ত খেলেও অল্পের জন্য ট্রফি হাতছাড়া হয়েছিল তাদের। এক ভুল দ্বিতীয়বার করতে নারাজ তারা।

নর্থইস্ট ইউনাইটেড এফসি দলের খবর

নর্থইস্ট ইউনাইটেড এফসি দলের খবর

এলকো শাতোরির কোচিং-এ এই বছর একেবারে প্রথম থেকেই দারুণ ছন্দ পেয়েছিল উত্তরপূর্বের আইএসএল ক্লাবটি। প্রতিটি বিভাগেই নেতৃত্ব দেওয়ার মতো লোক রয়েছে। আক্রমণে দারুণ ফর্মে আছেন ওগবেচে, বোর্গেস, মাতো ব্রেগিচ-রা। আবার লিগে সবচেয়ে কম গোলও খেয়েছে তারাই।

চোট পেয়ে মিসলোভ কোমোরোস্কি ছিটকে যাওয়ায় অবশ্য তাদের রক্ষণে বড়সড় শূন্যতা তৈরি হয়েছে। এছাড়া গুরবিন্দর সিং আগের ম্য়াচে লালকার্ড দেখায় প্রথম লেগের ম্য়াচে নেই তিনিও।

বেঙ্গালুরু এফসি দলের খবর

বেঙ্গালুরু এফসি দলের খবর

নতুন কোচ কার্লোস কুয়াদ্রাতের অধীনেও বেঙ্গালুরু একই রকম ধারালো রয়েছে। জানুয়ারি পর্যন্ত লিগে তারা অপরাজিত ছিল। তবে এশিয়া কাপের বিরতির পর কিন্তু তারা ৪টি ম্যাচে পরাজিত হয়েছে। তাতে আত্মবিশ্বাস কিছুটা ধাক্কা খেয়েছে। তবে শেষ পর্যন্ত লিগ শীর্ষেই শেষ করেছে তারা। সুনীল-মিকুর জুটি এখনও আগের মতোই ভয়ঙ্কর।

তবে এরমধ্যেই ক্লাব থেকে বিদায় নিয়েছেন এরিক পারতালু। তাঁর বদলে বেঙ্গালুরু দলে যোগ দিয়েছেন অ্যালেক্স বারেরা। এছাডা় কোনও চোট আঘাত বা কার্ড সমস্যা নেই।

মুখোমুখি সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

মুখোমুখি সাক্ষাত ও সাম্প্রতিক ফর্ম

দুইবারের আইএসএল মিলিয়ে লিগ পর্বে মোট চারবার দুই দল মুখোমুখি হয়েছে। একবারও নর্থইস্ট জিততে পারেনি।

নর্থইস্ট ইউনাইটেড এফসি-র জয় - ০

বেঙ্গালুরু এফসি-র জয় - ৩

অমিমাংসিত - ১

শেষ ৫ ম্যাচের মধ্যে দুই দলই দয় পেয়েছে ১টি করে ম্যাচে। তবে জানুয়ারি পর্যন্ত অপরাজিত বিএফসি শে, ৫ ম্যাচের মধ্যে কিন্তু ৩টি ম্যাচে পরাজিত হয়েছে।

নর্থইস্ট ইউনাইটেড এফসি - ড্র, ড্র, জয়, ড্র, হার

বেঙ্গালুরু এফসি - হার, জয়, হার, হার, ড্র

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

নর্থইস্ট ইউনাইটেড এফসি (৪-২-৩-১): পবন কুমার, কিগান পেরেরা, মাতো গ্রগিচ, জানেইলের রিভাস, রেগান সিং, লালথাথাঙ্গা খওলিং, রোলিন বোর্গেস, ফেডেরিকো গায়েগো, রেদিম লাং, পানাগিওয়তিস ত্রিয়াদিস, বার্থলোমেউ ওগবেচে।

তারকা - রোলিন বোর্গেস, বার্থলোমেউ ওগবেচে

বেঙ্গালুরু এফসি (৪-২-৩-১): গুরুপ্রিত সিং সান্ধু, রাহুল ভেকে, হুয়ানান, অ্যালবার্ট সেরান, নিশু কুমার, হরমনজোৎ খাবরা, দিমাস দেলগাদো, উদান্ত সিং, সিস্কো হার্নান্দেজ, সুনীল ছেত্রি, মিকু।

তারকা - সিস্কো হার্নান্দেজ, সুনীল ছেত্রি, মিকু

কোথায় কখন দেখা যাবে?

কোথায় কখন দেখা যাবে?

নর্থইস্ট ইউনাইটেড এফসি বনাম বেঙ্গালুরু এফসি

আইএসএল প্রথম সেমিফাইনাল, প্রথম লেগ

স্থান: ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম, গুয়াহাটি

তারিখ: ৭ মার্চ, বৃহস্পতিবার

সময়: সন্ধ্যা সাড়ে ৭টা

টিভি: স্টার স্পোর্টস নেটওয়ার্ক

অনলাইন: হটস্টার, জিও টিভি

English summary
The preview of the ISL 2018-19 semi-final match between NorthEast United FC and Bengaluru FC at Guwahati.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X