For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮-১৯, এই মরসুমে নতুন সই করা সেরা দশ বিদেশী ফুটবলার কারা, জেনে নিন

জেনে নিন আইএসএল ২০১৮-১৯ মরসুমে নতুন সই করা সেরা ১০ বিদেশী সম্পর্কে। 

  • |
Google Oneindia Bengali News

আইএসএল-এর প্রথম তিন বছরে বিশ্বের বিভিন্ন লিগে খেলা নামি দামি অনেক ফুটবলারই এসেছিলেন খেলতে। দেখা গিয়েছিল দেল পিয়েরো, আনেলকা, রবার্তো কার্লোসদের একসময়ের বিশ্বতারকাদের। কিন্তু তাঁরা আসতেন অনেকটাই ছুটি কাটানোর মেজাজে। বলা যেতে পারে ইন্ডিয়ান সুপার লিগ তাঁদের কাছে ছিল অনেকটাই ছুটির ফাঁকে খেপ খেলার মতো।

কিন্তু, গত মরসুমেই লিগের দৈর্ঘ্য ৩ মাস থেকে বেড়ে ৫ মাসের হওয়াতে এই 'ছুটি কাটানো' বিদেশী ফুটবলার-কোচদের হাত থেকে মুক্ত হয়েছে আইএসএল। বস্তুত প্রথম কয়েক বছরে লিগের আকর্ষণ বাড়ানোর জন্য ও প্রচারের কারণে এঁদের প্রয়োজন ছিল, কিন্তু ফুটবলের উন্নয়নে এঁদের উপস্থিতি কাজে আসেনি। তাই গত মরসুম থেকেই লিগের বিভিন্ন দলে দেখা যাচ্ছে সিরিয়াস ফুটবলারদের ভিড়। আইএসএল এখন আর বিনোদনের ফুটবল নয়, ফুটবলের বিনোদন।

শনিবার শুরু হয়েছে নয়া আইএসএল মরসুম। দেখে নেওয়া যাক এবার লিগে খেলা সেরা ১০ বিদেশী ফুটবলারদের।

পুলিশকর্মী থুন

পুলিশকর্মী থুন

নদিয়ায় পুলিশকর্মীকে কুপিয়ে খুন। নদির কৃষ্ণনগররে পালপাড়ায় একটি বাড়িতে সশস্ত্র দুষ্কৃতীরা ডাকাতি করতে ঢোকে। পুলিশ বাধা দিতে গেলে ধারালো অস্ত্র দিয়ে পুলিশকর্মীকে কোপানো হয়। গুরুতর জখম অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।

টিম কাহিল

টিম কাহিল

কোনও ভূমিকা প্রয়োজন নেই। সকারু অর্থাত অস্ট্রেলিয় ফুটবলের কিংবদন্তী তিনি। বয়স ৩৮ পার হলেও খেলেছেন এই বছরের বিশ্বকাপেও। জাতীয় দল থেকে অবসরের পর তিনি এসেছেন আইএসএল-এ তাঁর ছাপ রাখতে। জামশেদপুর এফসি-তে সই করেছেন তিনি। খাতায় কলমে তিনি এবারের আইএসএলের সেরা ফুটবলারদের অন্যতম। আর তাঁর অভিজ্ঞতার জুড়ি প্রায় নেই বললেই চলে। কাজেই মাঠের ভিতরে ও বাইরে তিনি এইবছর জামশেদরপুরের দলটিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন।

লাইনচ্যূত

লাইনচ্যূত

গতকাল রাত ৮ টা ৪০ মিনিটে ছিপাদোহারের কাছে লাইনচ্যুত পালামৌ এক্সপ্রেস। হতাহতের কোনও খবর নেই। কিছুক্ষণের জন্য ওই লাইনে রেল পরিষেবা ব্যহত হলেও, আজ সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক।

পাওলো মাশাদো

পাওলো মাশাদো

হোসে মোরিনহো পোর্তোর কোচ থাকাকালীন মাশাদোর বেশিরভাগ সময়ই কাটতো রিজার্ভ বেঞ্চে। কিন্তু মোরিনহো চেলসিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি প্রথম দলে নিয়মিত সুযোগ পেতে শুরু করেন। এই মিডফিল্ডারের পর্তুগাল, ফ্রান্স, গ্রীস এবং ক্রোয়েশিয়ার প্রথম সারির লিগে খেলার অভিজ্ঞতা আছে। ২০০৩ সালের অনুর্ধ ১৭ ইউরোপীয় চ্যাম্পিয়ন পর্তুগাল দলের সদস্যও ছইলেন। এবার তিনি সামলাবেন মুম্বই সিটি এফসির সেন্টার মিডফিল্ড।

মুম্বই বিষমদ

মুম্বই বিষমদ

মুম্বই বিষমদ কাণ্ডে মূল অভিযুক্তকে দিল্লি থেকে মুম্বই নিয়ে যাওয়া হচ্ছে।

বার্থালোমিউ ওগবেচে

বার্থালোমিউ ওগবেচে

তিনি সই করেছেন নর্থইস্ট ইউনাইটেড এফসি-তে। বিভিন্ন লিগে খেলোর দৌলতে তাঁর অভিজ্ঞতার ভান্ডার বিশাল। এবার ভারতের লিগে খেলার জন্য উদগ্রীব এই নাইজেরিয় ফরোয়ার্ড। নর্থইস্ট ইউনাইটেডের হয়ে গোল করার মূল দায়িত্ব এবার তাঁরই কাঁধে।

বৃষ্টির আশায়

বৃষ্টির আশায়

বৃষ্টির আশায় কানপুরের গ্রামে বিশেষ বন্দনা।

আন্দ্রিয়া কালুজেরোভিচ

আন্দ্রিয়া কালুজেরোভিচ

এই বছর সার্বিয়ান ফুটবলার আন্দ্রিয়া কালুজেরোভিচকে সই করিয়ে তাদের ফরোয়ার্ড লাইনকে মজবুত করেছে দিল্লি ডায়নামোস এফসি। গত মরসুমেও এই সেন্ট্রার ফরোয়ার্ড সার্বিয়ার সুপারলিগের দলের প্রতিনিধি ছিলেন। ফুটবল জীবনের মধ্যগগনে তিনি জাতীয় দলেও খেলতেন।

অপমানে স্বেচ্ছাবসর

অপমানে স্বেচ্ছাবসর

এসএসকেএম অধিকর্তা ডাঃ প্রদীপ মিত্রকে সাগরদত্ত হাসপাতালে বদলির সিদ্ধান্ত রাজ্য সরকারের। কিন্তু কেন আচমকা বদলি তা নিয়ে শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনায় অপমানিত বোধ করে স্বেচ্ছাবসরের আবেদন জানিয়েছেন প্রাক্তন এসএসকেএম অধিকর্তা। মুখ্যমন্ত্রীর সম্মতিতেই পুরো বিষয়টি হয়েছে বলে দাবি প্রদীপবাবুর।

এদিকে আজ সকালে দায়িত্ব হস্তান্তর হওয়ার আগেই প্রদীপ মিত্রর জায়গায় কাজে যোগ দেন মঞ্জু বন্দ্যোপাধ্যায়।
জোনাথন ভিলা

জোনাথন ভিলা

কেরিয়ারের বেশিরভাগ সময়টা স্প্যানিশ লিগেই খেলেছেন জোনাথন ভিলা। আইএসএল-এ বরাবর স্প্যানিশ ফুটবলার ও ম্যানেজারদের ভিড় বেশি। কাজেই সেল্টা ভিগোর এই প্রাক্তন ফুটবলারের পক্ষে এই লিগে মানিয়ে নেওয়াটা সহজই হবে। এই বছর এফসি পুনে সিটির প্রধান প্লেমেকারের ভূমিকা তিনিই নেবেন আশা করা হচ্ছে।

ভারত-বাংলাদেশ

ভারত-বাংলাদেশ

বাংলাদেশের বিরুদ্ধে শেষ একদিনের ম্যাচে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেটে ৩১৭ রান তুলল ধোনির ভারত।

মাতেজ পপ্লাতনিক

মাতেজ পপ্লাতনিক

এই বছর কেরল ব্লাস্টার্স এফসি থেকে বিদায় নিয়েছেন দিমিতার বারবাতোভ। তাঁর অভাব পূরণ করতে কোচির ফ্র্যাঞ্চাইজিটি নিয়ে এসেছে স্লোভানিয়ার স্ট্রাইকার মাতেজ পপ্লাতনিককে। ২৬ বছর বয়সী ফরোয়ার্ড গত মরসুমে স্লোভানিয়ার ক্লাব এন কে ত্রিগ্লাভ ক্রাঞ্জ দলের হয়ে ৬৮ ম্যাচে ৪৬ গোল করেছিলেন। আইএসএল-এ শুরু করেছেন সেখান থেকেই। এবারের আইএসএল-এ স্কোরশিটে প্রথম নাম উঠেছে তাঁরই।

জঙ্গি নিশানায় রিজিজু

জঙ্গি নিশানায় রিজিজু

বিরুদ্ধ মন্তব্য করে এবার এনএসসিএন জঙ্গিদের প্রধান নিশানা হলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। সম্প্রতি জঙ্গিরা মণিপুরের সেনা কনভয়ে হামলা চালিয়ে ২০ জন জওয়ানকে হত্যা করে। তা নিয়ে কড়া অবস্থানের কথা জানান রিজিজু। আর তার ফলেই তাঁকে টার্গেট করা হয়েছে।

মারিও আর্কেস

মারিও আর্কেস

এই স্প্যানিশ ফুটবলার ফুটবলের পাঠ নিয়েছিলেন ভিয়ারিয়ালে। যুব দল থেকে সিনিয়র দলেও খেলেছেন। এছাড়া ছিলেন এলচে এবং স্পোটিং গিহনের রিজার্ভ টিমেও। ২৬ বছর বয়সী এই মিডফইল্ডার এইবার জামশেদপুর এফসির মিডফিল্ডের নেতৃত্বে।

বিতর্কিত স্মৃতি

বিতর্কিত স্মৃতি

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে নিয়ে এবার বিতর্কে বিজেপি সরকার। স্মৃতির দেওয়া শিক্ষাগত যোগ্যতার প্রমাণে গরমিল রয়েছে এই নিয়ে আদালতে মামলা হয়েছে। আদালত এবার সেই মামলা গ্রহণ করল।

মিগেল পালাঙ্কা

মিগেল পালাঙ্কা

মানুয়েল লাঞ্জারোতের বদলে তাঁকে দলে নিয়েছে এফসি গোয়া। কাজেই তাঁর দায়িত্বটা অনেক বড়। তবে এই স্প্যানিশ কেরিয়ারের এক পর্যায়ে রিয়াল মাদ্রিদ দলেও খেলেছেন। গোয়া দলের ফেরান কোরোমিনাসের প্রেরণাতেও তিনি ভারতে খেলতে এসেছেন। কোরোমিনাসের সঙ্গে এর আগে স্প্যানিশ লিগে এসপানিওল ও এলচে ক্লাবে খেলেছেন পালাঙ্কা। কাজেই আইএসএল-এ এবার এই দুজনের এক মারাত্মক সমন্বয় দেখা যেতে পারে।

আদালতে হাজিরার নির্দেশ অনুব্রতকে

আদালতে হাজিরার নির্দেশ অনুব্রতকে

পুলিশকে বোমা মারার হুমকির ঘটনায় বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে সিউড়ি জেলা আদালতে আগামী ৭ জুলাই সশরীরে হাজিরার নির্দেশ দেওয়া হল। প্রায় দু'বছর পর এদিন আদালতে জমা পড়ে অনুব্রত মণ্ডলের কণ্ঠস্বরের নমুনা পরীক্ষার রিপোর্ট।

আন্দ্রেয়া ওরলান্দি

আন্দ্রেয়া ওরলান্দি

স্প্যানিশ এই ফুটবলারটি অপরিসীম অভিজ্ঞত সম্পন্ন। খেলেছেন স্পেন, ইংল্যান্ড, সাইপ্রাস ও ইতালিতে। এবার তিনি খেলবেন চেন্নাইয়ান এফসির হয়ে। মিডফিল্ডের এই ফুটবলারটি সেট পিস বিশেষজ্ঞ। তার উপর বাঁপায়ের এই ফুটবলারটি ভাল প্লেমেকারও।

পরিষদীয় সচিব আইন

পরিষদীয় সচিব আইন

পরিষদীয় সচিব আইন নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেল রাজ্য সরকার।

সিসকো এর্নান্দেজ

সিসকো এর্নান্দেজ

বেঙ্গালুরু এফসির মিডফিল্ডে সৃষ্টিশীলতার অভাব থছিল না। তা আরও বাড়াতে এসে গিয়েছেন স্প্যানিশ ক্লাব মায়োর্কার প্রাক্তন খেলোয়াড় সিসকো। বেঙ্গালুরুর এএফসি কাপের কেলাগুলিতে তাঁকে উইঙ্গারের পজিশনে কার্যকরী ভূমিকায় দেখা গিয়েছে। এবার তিনি নিশ্চিতভাবেই বেঙ্গালুরুর পক্ষে এক্স ফ্যাক্টর হয়ে উঠতে পারেন।

রাজনাথ সিং

রাজনাথ সিং

ললিত মোদী বিতর্কে পদত্যাগের কোনও সম্ভাবনা নেই বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ বা রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজের, জানালেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

English summary
Here are the Top 10 new foreign signings of ISL 2018-19.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X