For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮: মুখোমুখি দুই চ্যাম্প! ঘরের মাঠে জিতে 'এলিট' স্তরে উঠতে চায় স্টিভ কপেলের দল

আইএসএল ২০১৮-এর এটিকে বনাম চেন্নাইন এফসি ম্য়াচের প্রিভিউ।
 

  • |
Google Oneindia Bengali News

দুটি দলই দুইবার করে ঘরে তুলেছে আইএসএল ট্রফি। কিন্তু এই মরশুমে এটিকে ও চেন্নাইন দুই দলের অবস্থাই তথৈবচ। ঘরের মাঠে এখনও জয়ের মুখ দেখতে পায়নি এটিকে। অন্যদিকে ৪ ম্যাচের মধ্যে ৩টিতেই হেরে ১০ জনের লিগে আপাতত ৯ নম্বরে আছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

শনিবার কলকাতার যুবভাারতী ক্রীড়াঙ্গনে আইএসএল ২০১৮-১৯-এর ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুটি দল।

এটিকে

এটিকে

স্টিভ কপেলের দল গোল করার অভাবে ভুগছে। দলে এক গুচ্ছ আক্রমণাত্মক ফুটবলার থাকা সত্ত্বেও ৪ ম্যাচে মাত্র ৩ গোল করতে পেরেছে তারা। শেষ ম্যাচে জামশেদপুর এফসির সঙ্গে কোনও মতে ড্র করে ১ পয়েন্ট কেড়েছিল এটিকে। কলকাতার দলটি কিন্তু সেই ম্যাচে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল। কিন্তু গোলে শট নিতে পারেনি সেভাবে। তবে কোচ খুশি হতে পারেন সেই ম্যাচে কিন্তু এটিকে-কে দল হিসেবে বেশ জমাট দেখিয়েছিল।

কী বলছেন স্টিভ কপেল?

কী বলছেন স্টিভ কপেল?

ম্য়াচের আগে সাংবাদিক সম্মেলনে এটিকে কোচ কপেল বলেছেন , 'অনেক দলই এখানে সমমানের। কিন্তু তার মধ্য থেকেই কিছু কিছু দল নিজেদের আরও উপরে নিয়ে গিয়েছে। আমদেরকে সেই অভিজাত স্তরে পৌঁছতে হবে। তার জন্য, আমাদের ঘরের মাঠে জিততে হবে। ভাল দল ঘরের মাঠে জেতে। আমাদের ঘরের মাঠে নিজেদের সমর্থকদের সামনে পয়েন্ট সংগ্রহ করতে হবে।'

চেন্নাইন এফসি

চেন্নাইন এফসি

আগের দিল্লি ম্যাচে চেন্নাইন কোচ গ্রেগরি আক্রমনাত্মক দল নামিয়েছিলেন। তারা একের পর এক সুযোগ তৈরি করেছিল। কিন্তু কাজের কাজটা করতে পারেনি। প্রথম ম্যাচে নেমেই কার্লোস সালোম অন্তত তিনটি সহজ সুযোগ নষ্ট করেন। জেজে এই মরশুমে এখনও গোলহীন। তাঁর বদলি গ্রেগরি নেলসনকে কিন্তু মাঠে যথেষ্ট প্রাণবন্ত লেগেছে। আইবরের রাতের ঘুম কাড়তে পারেন তিনি। সেন্টার ব্যাকে কালডেরন ও সাবিয়া কিন্তু যথেষ্ট ভরসা দিচ্ছেন। অগুস্তো, ওরলান্ডি ও অনিরুধ থাপার মাঝমাঠও যথেষ্ট শক্তিশালী। দুই প্রান্তে থই সিং ও ভানলালসোয়ামাও বিপজ্জনক হয়ে উঠতে পারেন।

কী বলছেন চেন্নাইন কোচ?

কী বলছেন চেন্নাইন কোচ?

এই ম্যাচে অসুস্থতার জন্য চেনানইনের সাইডলাইনে থাকছেন না তাদের প্রধান কোচ জন গ্রেগরি। তাঁর বদলে শুক্রবার দল পরিচালনার ভার রয়েছে সাবির পাশার হাতে। তিনি বলেছেন, 'আমরা মাত্র ৪ ম্যাচ খেলেছি। এখনও অবধি চেন্নাইন এফসির ক্ষমতার সামান্যই দেখা গিয়েছে। দলে কিছু নতুন মুখ এসেছে। তাদের মানিয়ে নিতে কিছুটা সময় লাগছে। টুর্নামেন্ট সবে শুরু হয়েছে। আমার মতে মাঠে আমরা ভালই খেলছি। প্রতিদিনই আমরা উন্নতি করছি। আমরা ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি, তবে মোটের উপর আমরা ভালই খেলছি।'

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

দুই দলের সম্ভাব্য প্রথম এগারো

এটিকে - অরিন্দম, আইবর, গার্সন, জনসন, লাল্লাওমাওয়ামা, প্রণয়, মামৌনি, রানে, লাঞ্জারোতে, স্যান্টোস, বলবন্ত।

চেন্নাইন এফসি - করণজিৎ, ফ্রান্সিসকো, কালডেরন, সাবিয়া, জেরি, অনিরুধ, ওরলান্ডি, নেলসন, অগুস্তো, ভানলালসোয়ামা, জেজে।

দুই দলই এই মরশুমে খারাপ শুরুর পর ছন্দে আসতে চাইছে। এইদিনের খেলায় কারা পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে উন্নত করতে পারে সেটাই দেখার।

English summary
Preview of ISl 2018 match between ATK and Chennaiyin FC.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X