For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮: শক্তিশালী গোয়াকে রুখে দিল এটিকে, গোলশূন্য ম্যাচেও অভাব নেই নাটকের

আইএসএল ২০১৮-এর ম্যাচে শক্তিশালী এফসি গোয়াকে রুখে দিয়ে গোলশূন্য ড্র করল এটিকে। 

  • |
Google Oneindia Bengali News

আইএসএল-এ বুধবার সন্ধ্যায় জমজমাট ম্যাচে মুখোমুখি হয়েছিল এটিকে ও এফসি গোয়া। ঘরের মাঠে দৃঢ়প্রতিজ্ঞ রক্ষণ দিয়ে গোয়ার স্বাভাবিক আক্রমণাত্বক খেলার ছন্দটা নষ্ট করে দিয়েছিলেন স্টিভ কপেল। ফলে কলকাতার মাঠে গোলশূন্য ড্র করেই সন্তুষ্ট থাকতে হলে এই মরসুমের অন্যতম শক্তিশালী দলকে।

গোটা ম্যাচে এফসি গোয়ার প্রাধান্যই বেশি থাকলেও প্রতিপক্ষ বক্সে কিন্তু এদিন বেশি সক্রিয় ছিল এটিকেই। কিন্তু, শেষ কাজটি করে উঠতে পারেননি তারা। তবে দ্বিতীয়ার্ধে এফসি গোয়ার একটি বিতর্কিত পেনাল্টির আবেদন বাতিল করেন রেফারি।

রামগোপাল বর্মা

রামগোপাল বর্মা

চিত্রপরিচালক রামগোপাল বর্মা এই ঘটনায় তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। রামগোপালের কথায়, "প্রাপ্তবয়স্কদের আনন্দউপভোগ করার অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে"

প্রথমবার হিতেশ

এদিন বলবন্ত সিং ও কোমল থাতালকে প্রথম একাদশের বাইরে রাখেন কপেল। মরসুমে প্রথমবার প্রথম এগারোয় সুযোগ পান হীতেশ শর্মা।

অপরদিকে এদিন আগের কার্ড সমস্যায় এফসি গোয়ার দলে ছিলেন না মহম্মদ আলি ও হুগো বউমউস। তাঁদের বদলে লোবোরা এদিন মাঠে নামান চিংলেনসানা সিং ও এডু বেদিয়াকে।

মোলিক অধিকার হরণ

মোলিক অধিকার হরণ

রামগোপালের কথায়, "পর্নোগ্রাফিক সাইট নিষিদ্ধ করে প্রাপ্তবয়স্কদের মৌলিক অধিকার হরণ করা তালিবান এবং আইএসআইএসকে স্বাধীনতা দেওয়ারই সামিল।"

আক্রমণ বেশি গোয়ার, কার্যকরী এটিকে

আক্রমণ বেশি গোয়ার, কার্যকরী এটিকে

ম্যাচের শুরু থেকেই বলের দখল বেশি রাখার দিকে মন দিয়েছিল গোয়া। শুরুতেই শেরিটন ফার্নান্ডেজ ও মৌর্তাদা ফল আক্রমণ শানান এটিকের হগোলে। কিন্তু শেরিটনের শট লাগে গোলের পাশের নেটে, আর ফলের হেড যায় তিন কাঠির বাইরে। তবে ম্যাচের ৩০ মিনিটের মাথাতেই গোয়ার রক্ষণে পর পর দুটি কার্যকরী আক্রমণে গোয়ার রক্ষণে কাঁপন ধরিয়ে দিয়েছিলেন এভার্টন স্যান্টোস। মহম্মদ নওয়াজ সজাগ থাকায় সে বিপদ হয়নি গোয়ার।

সরকার বিপথে যাচ্ছে

সরকার বিপথে যাচ্ছে

একের পর এক টুইটে পর্ন সাইট নিষিদ্ধ করার তীব্র সমালোচনা করতে থাকেন রামগোপাল শর্মা। বলেন, "পর্ন ছবির যে পরিমাণ দর্শক রয়েছে তাদের বিচার করলে, পর্ন সাইট নিষিদ্ধ করে নিজের পায়েই কুড়ুল মারল সরকার, আগামী নির্বাচনে নিজেদের অস্তিত্ব সংকটে ফেলে দিল শাসকদল। বিষয়বস্তুর অদলবদল আনার জন্য সরকারের পথ খোঁজা উচিত, নাকি ভুল পথে গিয়ে পর্ন সাইটই বন্ধ করে দেওয়া উচিত।"

রক্তাক্ত প্রণয় ও হলুদ কার্ড

এটিকে ও এফসি গোয়ার ম্যাচ একেবারে ঝামেলাহীন হওয়ার কথা নয়, হয়ওনি। ৩২ মিনিটের মাথায় এডু বেদিয়াকে হাই বুট চ্যালেঞ্জের জন্য হলুদ কার্ড দেখানো হয় প্রণয় হালদারকে। আগে চোট পেয়ে প্রণয়ের নাক দিয়ে রক্তপাতও হয়েথছিল। এরমধ্যেই পেনার সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন আন্দ্রে বাইকিও। পেনা ও বাইকিকেও হলুদ কার্ড দেখিয়ে সতর্ক করেন রেফারি। তবে গোটা ম্যাচেই এদিন দারুণ খেলেন প্রণয়। কিন্তু চতুর্থ হলুদ কার্ড দেখায় পরের ম্যাচে খেলতে পারবেন না তিনি।

যানচলাচল বন্ধ করুন

যানচলাচল বন্ধ করুন

রামগোপাল বর্মার কথায়, "যাদের পর্ন সাইট দেখা উচিত না তাদের জন্য গোটা পর্নসাইটই নিষিদ্ধ করে দেওয়া অনেকটা পথদুর্ঘটনার কারণে যানচলাচল বন্ধ করে দেওয়ার মতো।"

মানবীর ও পেনাল্টির আবেদন

সাফ কাপে ভারতের অনুর্ধ্ব-২৩ দলের অধিনায়ক ছিলেন মানবীর সিং। জাতীয় দলের জার্সিতে বেশ কয়েকটি গোলও রয়েছে তাঁর। এদিন আক্রমণে কোরোমিনাসকে সাহায্যের জন্য দ্বিতীয়ার্ধে জ্যাকিচাঁদকে তুলে তাঁকে নামান লোবেরা। মহামেডান স্পোর্টিং-এ খেলে যাওয়া স্ট্রাইকারটি কিন্তু এদিন কলকাতার মাঠে বেশ ভাল খেলেন। তাঁরই একটি শট সরাসরি বাইকির হাতে লাগলে, পেনাল্টির আবেদন তুলেছিল গোয়া। কিন্তু রেফারি রাহুল গুপ্তা হ্যান্ডবলটি 'অনিচ্ছাকৃত' বলে পেনাল্টি দেননি। আরও দুবার অরিন্দমকে আটকাতে হয় মানবীরের শট।

গায়ক বিশাল দদলানি

গায়ক বিশাল দদলানি

বলিউডের জনপ্রিয় গায়ক ও সঙ্গীত পরিচালক বিশাল দদলানির কথায়, "এই সিদ্ধান্তে আমি খুব একটা বিস্মিত নই। হাস্যকর ভাবে, এই সিদ্ধান্ত সেই দলের থেকে এসেছে যে দলের সাংসদ সাংসদে পর্নোগ্রাফি দেখতে গিয়ে ধরা পড়েছিলেন।"

নির্বিষ 'কোরো'

গোয়ার গোলমেশিন কোরোমিনাসকে এদিন কিন্তু একেবারে নির্বিষ করে রেখেছিল জন জনসনের নেতৃত্বাধীন এটিকে রক্ষণ। গোটা ম্যচেই সামান্য ফাঁকা জায়গাও পাননি এই ভয়ঙ্কর স্ট্রাইকার। ম্যাচে প্রথমবার এটিকে বক্সে তিনি ভিতি ধরিয়েছিলেন নির্ধারিত সময়ের একেবারে শেষে। সেই সময়ে কয়েক মিনিট ছাড়া বাকি ম্যাচে এদিন তাঁকে খুঁজেই পাওয়া যায়নি।

উদয় চোপড়া

উদয় চোপড়া

এই ঘটনায় নিজের মতামত জানাতে গিয়ে উদয় চোপড়া বলেন, "তাহলে ভারত পর্নোগ্রাফি নিষিদ্ধ করল। আমি ভাবছি এই সিদ্ধান্ত কি যৌন হিংসার ঘটনা কমাতে পারবে নাকি বাড়াবে?"

সুপ্রিম কোর্টের প্রশ্ন

সুপ্রিম কোর্টের প্রশ্ন

শিশু পর্নোগ্রাফি ওয়েবসাইট বন্ধ করার ক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের গরিমষি নিয়ে যা মামলা উঠেছে তা নিয়ে সুষ্পষ্ট দৃষ্টিভঙ্গি না জানালেও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। কোনও প্রাপ্তবয়স্ক ব্যক্তি যদি বাড়ির চার দেওয়ালের মধ্যে বসে কোনও পর্নোগ্রাফি সাইট ব্রাউস করে তাহলে কি তিনি অপরাধ করছেন?

সরকারের মাথাব্যাথা

সরকারের মাথাব্যাথা

এদিকে গতবছর আগস্টে সরকার জানিয়েছিলমহা ফ্যাসাদে পড়েছে সরকার। ব্লক করে করেও আটকানো যাচ্ছে না পর্নো সাইটের বাড়বাড়ন্ত। সরকারের কথায়, "পর্নো ওয়েবসাইটগুলিকে আটকাতে রীতিমতো বেগ পেতে হচ্ছে তাদের। বর্তমানে প্রায় ৪ কোটি অশ্লীল বিষয়বস্তু সম্বন্ধীয় ওয়েবসাইট রয়েছে। একটাকে ব্লক করলে নতুন আর একটা গজিয়ে যাচ্ছে।"

এবার তাহলে কীভাবে এই সমস্যার সমাধান করবে সরকার প্রশ্ন এখন সেটাই।

কলকাতা থেকে ১ পয়েন্ট নিয়ে ৯ ম্যাচে গোয়ার পয়েন্ট হল ১৭। তারা ফের উঠে এল লিগ টেবিলের দুই নম্বরে। আর সমসংখ্যক ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে এটিকে রইল ছয় নম্বরে। এরপর কলকাতার দলটি রবিবার চেন্নাইয়ের মাঠে মুখোমুখি হবে চেন্নাইন এফসির।

English summary

 ATK has held dominant FC Goa to a goalless draw in ISL 2018-19 match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X