For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল ২০১৮, এটিকের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ, সাসপেন্ড এই গোলকিপার

বুধবার, এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটি আইএসএল-এর ক্লাব, নর্থইস্ট ইউনাইটেড এফসি-র গোলরক্ষক টিপি রেইনেশকে অন্তর্বর্তীকালের জন্য সাসপেন্ড করেছে। 

  • |
Google Oneindia Bengali News

বুধবার সর্বভারতীয় ফুটবলের শৃঙ্খলারক্ষা কমিটি আইএসএল-এর ক্লাব নর্থইস্ট ইউনাইটেড এফসির গোলকিপার টি পি রেহনেশকে অন্তর্বর্তীকালের জন্য সাসপেন্ড করল। তাঁর বিুরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের তদন্ত চলছে। সেই তদন্তের কাজ শেষ না হওয়া অবধি তিনি আইএসএল-এ খেলতে পারবেন না।

এটিকের বিরুদ্ধে হিংসাত্মক আচরণ, সাসপেন্ড গোলকিপার

বুধবারি আইএসএল তার প্রথম আন্তর্জাতিক বিরতি কাটিয়ে খেলায় ফিরছে। পরেরদিন অর্থাত বৃহস্পতিবারই লিগে নর্থইস্ট ইউনাইটেড অ্যাওয়ে ম্যাচ খেলবে চ্যাম্পিয়ন চেন্নাইন এফসির সঙ্গে। কিন্তু এই সাসপেনশনের দরুণ সেই ম্যাচে খেলা হবে না রেহনেশের।

জানা গিয়েছে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে এটিকের বিরুদ্ধে ম্য়াচে তাঁর বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ উঠেছে। ৪ অক্টোবরের সেই ম্যাচে তিনি এটিকের খেলোয়াড় গার্সন ভিয়েরার প্রতি হিংসাত্মক আচরণ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এআইএফএফ-এর পক্ষ থেকে জানানো হয়েছে ওই ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত করা হচ্ছে, তদন্ত শেষ না হওয়া অবধি রেহনেশ সাসপেনশনে থাকবেন।

English summary
AIFF Disciplinary Committee on Wednesday has put ISL club, NorthEast United FC goalkeeper TP Rehenesh under interim suspension.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X