For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল-এ আজ জামশেদপুরের মুখোমুখি ওড়িশা, দেখে নিন পাল্লা ভারী কোন দলের

ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় দিনে আজ বল গড়াবে জামশেদপুরে। আইএসএল-এর নবাগত ওড়িশা আজ প্রথমবার মাঠে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে চাইবে দুই দলই।

Google Oneindia Bengali News

ইন্ডিয়ান সুপার লিগের তৃতীয় দিনে আজ বল গড়াবে জামশেদপুরে। আইএসএল-এর নবাগত ওড়িশা আজ প্রথমবার মাঠে নামবে জামশেদপুরের বিরুদ্ধে। আজকের ম্যাচ জিতে টুর্নামেন্ট শুরু করতে চাইবে দুই দলই।

আইএসএল-এ আজ জামশেদপুরের মুখোমুখি ওড়িশা, দেখে নিন পাল্লা ভারী কোন দলের

নিজেদের ঘরের মাঠে একটু হলেও এগিয়ে থাকবে জামশেদপুর। আগের মরশুমের অধিকাংশ ফুটবলারকে রেখএই এই বছরের দল গড়েছে তারা। সুব্রত পাল, তিরি, মেমো, বিকাশ জাইরু ও ফারুক চৌধুরীদের মধ্যকার বোঝাপড়া আজ কাজে আসবে জামশেদপুরের। এছাড়া দলে ভারতীয় তারকেদের মধ্যে রয়েছেন জয়নার লরেঙ্কো, নরেন্দ্র গোহলোট, সিকে বিনীত, আইজ্যাক ভানমালসামা ও জিতেন্দ্র সিং। বিদেশিদের মধ্য়ে রয়েছেন লা লিগায় ১৪৭টি ম্যাচ খেলা ফ্র্যানসিস্কো মদিনা লুনা পিতি।

প্রাকমরশুম অনুশীলন ম্যাচে রিয়াল কাশ্মীরের বিরুদ্ধে ৩-৩ গোলে ড্র করেছিল দল। সেই ম্যাচ না জিতলেও পিতি, সার্জিও কাস্টেল ও অ্যাকোস্টা জালে বল জড়ানোয় জামশেদপুরের কাছে এটা ভালো খবর। কাশমীর ম্যাচের পর নেরোকার সঙ্গে আরও একটি ম্যাচ খেলে জামশেদপুর। সেই ম্যাচে কাস্টেলের পেনাল্টা থেকে কার গোলে নেরোকার হারায় তারা। শেষ প্রাকমরশুম ম্যাচে গোকুলামকে হারায় তারা। সেই ম্যাচেও কাস্টেলের নামের পাশে একটি গোল লেখা হয়। পাশপাশি গোল করেন বিকাশ জাইরুও।

এদিকে বেশি খরচের ধাক্কা না সামলাতে পারায় দিল্লী ডাইনামোজ তাদের স্থান পরিবর্তন করে ওড়িশার ফ্র্যাঞ্চাইজি গ্রহণ করে। আগের বার দিল্লীর হয়ে খেলা ফ্র্যানসিস্কো ডরনসরো, বিনীত রাই, নারায়ণ দাস, রোমিয়ো ফার্ডান্ডেজরা এবার খেলবেন ওড়িশার হয়ে। নতুন বিদেশি হিসাবে দলে যোগ দেবেন আরিদানে স্যান্টানা। ভারতীয়দের মধ্যে দলের সঙ্গে নতুন যোগ দিতে চলেছেন গৌরব বোরা, দেরি মাওইমিংথাংমা।

প্রাকমরশুমে ওড়িশা এফসি স্পেনে নিজেদের প্রস্তুত করে। সেখানে স্পেনের চতুর্থ স্তরের দল এফসি অ্যাস্কোর সঙ্গে তারা ৩-০ গোলে জেতে। ভারতে ফিরে অ্যারোজ-এর বিরুদ্ধে একটি ম্যাচ খেলে তারা। ভারতীয় তরুণদের বিরুদ্ধে তারা ১-০ ব্যবধানে জেতে।

ওড়িশা দল নতুন হলেও খেলোয়াড়রা একে অপরের সঙ্গে খেলে অভ্যস্ত। সেই ক্ষেত্রে মাঠে খুব একটা অশুবিধা হওয়ার কথা না। তবে নতুন মোড়কে দল কী ভাবে খেলে সেটাই এবার দেখার।

English summary
ISL 2019 match preview, Jamshedpur FC to host Odisha in today's match
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X