For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালিতে ফ্যানেদের বড় উপহার দিল এটিকে, জেনে নিন কলকাতার দল ম্যাচ জিতল কত গোলে

দিওয়ালিতে ফ্যানেদের বড় উপহার দিল এটিকে। শুক্রবার আইএলএস ২০১৯-এ দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে তারা হারাল ৫-০ গোলের ব্যবধানে। এই জয়ের ফলে লিগ টেবিলে এটিকে এখন শীর্ষস্থানে পৌঁছল।

  • |
Google Oneindia Bengali News

দিওয়ালিতে ফ্যানেদের বড় উপহার দিল এটিকে। শুক্রবার আইএলএস ২০১৯-এ দ্বিতীয় ম্যাচে হায়দরাবাদকে তারা হারাল ৫-০ গোলের ব্যবধানে। এই জয়ের ফলে লিগ টেবিলে এটিকে এখন শীর্ষস্থানে পৌঁছল। ২ ম্যাচ শেষে কলকাতার ফ্র্যাঞ্চাইজির দলের পয়েন্ট ৩। গোলপার্থক্যে গোয়ার থেকে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের মগডালে এটিকে।

যুবভারতীতে এটিকের গোল ঝড়

শুরুর মরসুমগুলিতে দাগ কাটতে পারলেও পরের কয়েক মরসুমে ফিকে লেগেছে এটিকেকে। দীর্ঘ কয়েক মরসুমের পর ফরে একবার টুর্নামেন্টের শুরু থেকেই লাল-সাদা আর্মিকে জ্বলে উঠতে দেখা গেল। শুক্রবার যুবভারতীতে এটিকের গোলঝড়। নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজিকে ৫ গোল দিল হাবাসের পাল্টে যাওয়া এটিকে। যুবভারতীতে দলের হয়ে জোড়া গোল করেন অস্ট্রেলিয়ান ডেভিড উইলিয়ামস (২৫ ও ৪৪ মি) এবং এডু গার্সিয়া( ৮৮ ও ৯৪মি)। অন্য একটি গোল রয় কৃষ্ণের (২৭ মি)। ডেভিড-কৃষ্ণ জুটির কাছেই হেরে বসে নিজামের শহরের ফ্র্যাঞ্চাইজি।

হায়দরাবাদকে নিয়ে ছিনিমিনি খেলল এটিকে

ম্যাচের প্রথমার্ধের ২৫ মিনিটে জাভি হার্নান্ডেজের পাস ধরে নিখুত শটে এটিকেকে এগিয়ে দিয়েছিলেন ডেভিড উইলিয়ামস। এর মিনিট দুয়েকের মধ্যেই দ্বিতীয় গোল। এবার ডেভিড উইলিয়ামসের পাস থেকে ডিফেন্ডারকে কাটিয়ে জোরালো শটে ২-০ করে যান কৃষ্ণ। প্রথমার্ধের তৃতীয় গোলটি ৪৪ মিনিটে। জয়েশ রানের পাশ ধরে ম্যাচে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোল করে যান। দ্বিতীয়ার্ধে এরপর ছয় মিনিটের ব্যবধানে শেষ দুটি গোল এডু গার্সিয়ায়।

একনজরে এটিকে'র পয়েন্ট

প্রথম ম্যাচে কেরালা ব্লাষ্টার্সের কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে বড় জয়। দুই ম্যাচ শেষে সংগ্রহ ৩ পয়েন্ট। সব মিলিয়ে ২টি গোল হজম ও ৬টি গোল দিয়েছে এটিকে। গোল পার্থক্যে ৪ পয়েন্টের পার্থক্য এটিকের।

English summary
Isl: atk beat hyderbad by 5-0 goals in isl 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X