For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা উদ্বেগের মাঝে স্প্যানিশ কোচ নিয়োগ এফসি গোয়ার

করোনা উদ্বেগের মাঝে স্প্যানিশ কোচ নিয়োগ এফসি গোয়ার

  • |
Google Oneindia Bengali News

করোনা উদ্বেগে ভারতীয় ফুটবলে এখন তালা ঝুলেছে। মাঠের দরজা বন্ধ। খেলার জগতে স্তব্ধতা। ক্রিকেট থেকে ফুটবল, দেশের সর্বত্র সমস্ত প্রতিযোগিতা বন্ধ রয়েছে। এই পরিস্থিতিতে ঘর গুছিয়ে নিল এফসি গোয়া। আইএসএলের দলটি এদিন নতুন কোচ নিয়োগের কথা সরকারিভাবে ঘোষণা করল।

কাকে কোচ করল এফসি গোয়া

৩৯ বছর বয়সী স্প্যানিশ কোচ হুয়ান ফার্নান্দোকে নিয়োগ করল গোয়া। ২০২০-২১ আইএসএল মরসুমের জন্য হুয়ানের হাতে দলের দায়িত্বে দেওয়া হল। এদিন এফসি গোয়া তাদের সোশ্যাল মিডিয়ায় নতুন কোচ হুয়ানকে স্বাগত জানিয়েছে।২০১৯-২০ মরসুমের শেষের দিকে এফসি গোয়া সেরজিও লোবেরাকে কোচের পদ থেকে ছেড়ে দেয়। লোবেরার জায়গায় ক্লিফোর্ড মিরান্ডাকে অস্থায়ী পদে নিয়োগ করা হয়েছিল।

কত আবেদন থেকে স্প্যানিশ কোচকে বেছে নেওয়া হয়েছে

এরপর স্থায়ী কোচের জন্য এফসি গোয়া নতুন অনুসন্ধান শুরু করে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে একশোটির বেশি আবেদন থেকে বাছাই করে হুয়ান ফার্নান্দো আসন্ন মরসুমের জন্য কোচ করা হয়েছে।

কারা কোচের পদের জন্যে আবেদন করেছিলেন

প্রসঙ্গত নতুন কোচের খোঁজ করতে গিয়ে আইএসএল দল এফসিগোয়া কর্তাদের মাথা ঘুরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। ব্রাজিলের বিশ্বকাপজয়ী অধিনায়ক কার্লোস দুঙ্গা আইএসএলের গোয়া ফ্র্যাঞ্চাইজির কোচ হওয়ার জন্য আবেদন করেছিলেন। দুঙ্গার পাশাপাশি গোয়ার কোচ হওয়ার জন্য তালিকায় রয়েছেন গাস হিডিঙ্ক, গোরান এরিকসনের মতো হেভিওয়েট নামও ছিল।

একনজরে স্প্যানিশ কোচের বায়োডাটা

হুয়ান এর আগে এস্প্যানিয়োল ও বার্সেলোনা বি দলের হয়ে কোচিং করিয়েছেন।

English summary
ISL Side FC Goa Appoints Spanish Juan Ferrando as New Head Coach
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X