For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএল জিতে দেশে ফিরে কোয়ারেন্টাইন এটিকে কোচ হাবাস

আইএসএল জিতে দেশে ফিরে কোয়ারেন্টাইন এটিকে কোচ হাবাস

  • |
Google Oneindia Bengali News

এটিকেকে আইএসএল চ্যাম্পিয়ন করে দেশে ফিরে কোয়রেন্টাইনে কোচ অ্যান্তোনিও হাবাস। শনিবার এটিকেকে আইএসএল মঞ্চে ভারতসেরা করেন হাবাস। এই নিয়ে নিজের কোচিং কেরিয়ারে দ্বিতীয় বার ও এটিকেকে চ্যাম্পিয়ন করলেন স্প্যানিশ কোচ। সব মিলিয়ে এটিকে টুর্নামেন্টের ইতিহাসে তৃতীয়বারের জন্য চ্যাম্পিয়ন হয়েছে। এটিকেকে চ্যাম্পিয়ন করে এরপর স্পেন ফিরে গিয়েছেন হাবাস।

করোনার গ্রাসে ইউরোপ

করোনার গ্রাসে ইউরোপ

করোনার করাল গ্রাসে পৃথিবীর এখন ভয়াল দশা। ইউরোপের একাধিক দেশে এখন করোনা থাবা বসিয়েছে। চিনের পর ইউরোপ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ। ইউরোপকেই এখন করোনার এপিসেন্টার বলা হচ্ছে। চিনে এখনও পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮০ হাজার ছাড়িয়েছে। সেখানে ইতালিতে সংখ্যা ৩১, ৫০০ ছাড়িয়েছে। অন্যদিকে স্পেনে সংখ্যা ১১ হাজার ও জার্মানিতে ৯ হাজার ছাড়িয়েছে।

কোয়ারেন্টাইন হাবাস

কোয়ারেন্টাইন হাবাস

এই পরিস্থিতিতে বিদেশ থেকে আগত দেশবাসীকে ১৪ দিনের কোয়রেন্টাইনে রাখা হচ্ছে। সেকারণেই এটিকে কোচ হাবাস স্পেন ফিরতে তাঁকেও আবশ্যিক কোয়ারেন্টাইন পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হবে।

স্পেন প্রেসিডেন্ট কী ঘোষণা করেছে

স্পেন প্রেসিডেন্ট কী ঘোষণা করেছে

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ১৫ দিনের জন্য স্পেনকে লকডাউন ঘোষণা করেছে সেদেশের প্রেসিডেন্ট পেড্রো স্যাঞ্চেজ। সেই সঙ্গে পুরো দেশকে আবশ্যিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৪ মার্চ থেকে এই নির্দেশিকা জারী হয়েছে।

দেশে ফিরে হাবাস কী বললেন

দেশে ফিরে হাবাস কী বললেন

দেশে ফিরে এই মুহূর্তে ১৫ দিনের জন্য় কোয়ারেন্টাইনে হাবাস। তিনি জানান স্পেনের মাদ্রিদে এখন খুবই খারাপ পরিস্থিতি। মাদ্রিদ পুরো স্তব্ধ। বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করা হচ্ছে। নাগরিকরা ঘরে বন্দিদশা কাটাচ্ছেন। খুব বেশি প্রয়োজন না পরলে কেউ বেরোচ্ছেন না।

English summary
ISL Winning atk's Coach Antonio Habas undergoes mandatary quarentine in spain for CoronaVirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X