For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোয়েস ইস্টবেঙ্গলকে কেন আইনি চিঠি ধরালেন স্প্যানিশ ফুটবলার

কোয়েস ইস্টবেঙ্গলকে কেন আইনি চিঠি ধরালেন স্প্যানিশ ফুটবলার

  • |
Google Oneindia Bengali News

লাল-হলুদের অন্দরমহলে গুমোট আবহাওয়া! এবার কোয়েস ইস্টবেঙ্গলকে আইনী চিঠি ধরালেন স্প্যানিশ ফুটবলার।

দলবদল থেকে বকেয়া বেতন, শিরোনামে ইস্টবেঙ্গল

দলবদল থেকে বকেয়া বেতন, শিরোনামে ইস্টবেঙ্গল

করোনা লকডাউনের মাঝে ভারতীয় ফুটবলারদের সই করিয়ে আসন্ন মরসুমের জন্য ভালো দল গড়ার কারণে ইস্টবেঙ্গল যেমন একদিকে খবরের শিরোনামে। ঠিক তেমনিই ফুটবলারদের বকেয়া বেতন আটকে থাকার কারণে বারবার ময়দানি খবরের শীর্ষস্থানে উঠে আসছে ইস্টবেঙ্গল।

বকেয়া বেতন নিয়ে ফুটবলারদের দেওয়া কোয়েসের চিঠি

বকেয়া বেতন নিয়ে ফুটবলারদের দেওয়া কোয়েসের চিঠি

বকেয়া বেতন নিয়ে কিছুদিন আগে ইস্টবেঙ্গল ফুটবলাররা অভিযোগ জানিয়েছিলেন। যারপর চিঠি পাঠিয়ে একমাসের বেতন কাটা ও চুক্তি ছিন্ন করা মেনে নিলে এপ্রিলের বেতন মিটিয়ে দেওয়া হবে বলে জানানো হয়।

কোয়েসের বক্তব্য

কোয়েসের বক্তব্য

কোয়েসের পক্ষ থেকে জানানো হয়েছে, চুক্তি অনুযায়ী প্রাকৃতিক বিপর্যয় হলে এক মাসের বেতন কাটার কথা লেখা রয়েছে। সেই নিয়মে করোনা ধাক্কায় সময় এক মাসের বেতন কাটা হচ্ছে। সেই কারণেই ফুটবলার-কোচ সবারই মে মাসের বেতন কাটা হচ্ছে।

কোয়েসের চুক্তিপত্রে সই করে দেন বেশিরভাগ ফুটবলার

কোয়েসের চুক্তিপত্রে সই করে দেন বেশিরভাগ ফুটবলার

লাল-হলুদ জার্সির বেশিরভাগ ফুটবলার পরিস্থিতি বুঝে কোয়েসের পাঠানো শর্ত মেনে চুক্তিপত্রে সই করে এপ্রিল মাসের বেতন তুলে নেন।

কোচ মারিও সিদ্ধান্ত

কোচ মারিও সিদ্ধান্ত

শেষ পর্যন্ত কোয়েসের শর্ত মেনে এক মাসের বেতন ছেড়ে দিয়ে ইস্টবেঙ্গলের কোচ মারিও এপ্রিলের বেতন সংগ্রহ করেছেন।

কোলাডোর সঙ্গে কোয়েসের দু'বছরের চুক্তি

কোলাডোর সঙ্গে কোয়েসের দু'বছরের চুক্তি

ডিকা, কোলাডো, জনি অ্যাকোস্তা ও আরও কয়েকজন ফুটবলার অবশ্য চুক্তিপত্রে সই করেননি। কোলাডো-ডিকার মতো ফুটবলারদের সঙ্গে কোয়েস ইস্টবেঙ্গল এফসির দুবছরের চুক্তি রয়েছে। সেকারণে কোলাডো ডিকারা এখন চুক্তি ছিন্ন করার শর্তে সই করতে নারাজ।

ক্ষতিপূরণ দাবিতে চিঠি দিল কোলাডো

ক্ষতিপূরণ দাবিতে চিঠি দিল কোলাডো

পরের মরসুমে কোয়েস ইস্টবেঙ্গলে খেলার চুক্তি রয়েছে কোলাডোর। তা সত্ত্বেও তাঁকে ছেড়ে দেওয়া হলে ক্ষতিপূরণ দিতে হবে এই শর্তে ক্লাবকে আইনি চিঠি দিয়েছেন কোলাডো।

লকডাউনের পর ক্রিকেটে ফিরলে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন এমএস ধোনিলকডাউনের পর ক্রিকেটে ফিরলে কোন কোন রেকর্ডের মালিক হতে পারেন এমএস ধোনি

English summary
jaime santos colado give legal notice quess east bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X