For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হর্হে সাম্পাওলিকে ছেঁটে ফেলল আর্জেন্তিনা

হর্হে সাম্পাওলির চুক্তি বাতিল করল আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশন।

Google Oneindia Bengali News

বিশ্বকাপ থেকে বিদায়ের পরই প্রশ্ন উঠে গিয়েছিল আর্জেন্তিনার কোচ হর্হে সাম্পাওলির স্ট্র্যাটেজি এবং ফুটবল বোধ নিয়ে। সংশয় তৈরি হয়েছিল আর্জেন্তিনার জাতীয় দলে তাঁর কোচিং কেরিয়ারের ভবিষ্যত নিয়েও। শোনা যাচ্ছে আর হয়তো লিওনেল মেসিদের হেড কোচের ভূমিকায় দেখা যাবে না সাম্পাওলিকে। অবশেষে যে সন্দেহটা করা হচ্ছিল, সেটাই পেল বাস্তব রূপ। আর্জেন্তিনার কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হল হর্হে সাম্পাওলিকে।

হর্হে সাম্পাওলিকে ছেঁটে ফেলল আর্জেন্তিনা

বিশ্বকাপে লিওনেল মেসির দলের ভরাডুবির কারণেই সরিয়ে দেওয়া হল কোপা আমেরিকা জয়ী এই কোচকে। যদিও এএফএ-এর পক্ষ থেকে জানানো হয়েছে সাম্পাওলিকে সরিয়ে দেওয়া হয়নি, আর্জেন্তাইন ফুটবলের নিয়ামক সংস্থার সঙ্গে আলোচণা করে তিনি নিজেই সরে দাঁড়িয়েছে। কিন্তু বিষয়টা একেবারেই এতটা সহজ নয়।

শোনা যাচ্ছিল ২০১৯ কোপা আমেরিকা পর্যন্ত সাম্পাওলিকে রাখার বিষয়ে প্রথমে সিদ্ধান্ত নেওয়া হলেও, পরে এএফএ-এর সিনিয়ার কিছু আধিকারিকের নির্দেশেই সরানো হল সাম্পাওলিকে। ২০২২ পর্যন্ত এএফএ-এর সঙ্গে চুক্তি ছিল হর্হের। সাম্পাওলিকে চুক্তির আগেই ছেঁটে ফেলার জন্য ১৪ মিলিয়ান ডলার ক্ষতিপূরণ দিতে হবে আর্জেন্তাইন ফুটবল অ্যাসোসিয়েশনকে।

২০১৭ সালের মে মাসে আর্জেন্তিনার দায়িত্ব নেন চিলিকে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন করা কোচ হর্হে সাম্পাওলি। দায়িত্ব নেওয়ার পর আর্জেন্তিনার কোচ হিসেবে ১৪টি ম্যাচে সাইডলাইনের ধারে দাঁড়িয়েছেন সাম্পাওলি। ১৪টি ম্যাচের মধ্যে মাত্র সাতটি জয় পেয়েছে আর্জেন্তিনা। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে তাঁর কোচিংয়ে প্রি কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছয় আর্জেন্তিনা। ২০১৮ বিশ্বকাপে মোট চারটি ম্যাচ খেলে আর্জেন্তিনা। যার মধ্যে একটিতে জয়, দু'টিতে হার এবং একটি ম্যাচ ড্র করে আর্জেন্তিনা।

হর্হে সাম্পাওলির পরিবর্তে আর্জেন্তিনার কোচের হটসিটে বসার লড়াইয়ে উঠে আসছে তিনটি নাম। রাশিয়া বিশ্বকাপে কলম্বিয়ার দায়িত্বে থাকা হোসে পোকারম্যান এবং পেরুর দায়িত্বে থাকা রিকার্ডো গেরেকার নামই বেশি করে উঠে আসছে। এছাড়াও লড়াইয়ে রয়েছে হর্হে আলমিরোন এবং মাতিয়াস আলমিডার নাম।

English summary
Argentine Football Association terminate Jorge Sampaoli’s contract. AFA have to pay Compensation for this.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X