For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি নয়, আর্জেন্তিনা দলের নিয়ন্ত্রণ রয়েছে সাম্পাওলির হাতেই

নাইজেরিয়াকে মাস্ট উইন ম্যাচে হারানোর পরই গুজব রটে যায় আর্জেন্তিনার যে দল নাইজেরিয়ার বিরুদ্ধে খেলছে তা আসলে মেসি ঠিক করেছেন। এবং ইগুয়েনের পরিবর্তে আগুয়েরোকে নামানোর নির্দেশও ছিল মেসিরই।

Google Oneindia Bengali News

প্রথম ম্যাচে আইল্যান্ডের সঙ্গে ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে যাওয়ায় ২০১৮ বিশ্বকাপে পরের রাউন্ডে যাওয়ার বিষয়টা কঠিন করে ফেলেছিল আর্জেন্তিনা।

মেসি নয়, আর্জেন্তিনা দলের নিয়ন্ত্রণ রয়েছে সাম্পাওলির হাতেই

নাইজেরিয়ার বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচটা হয়ে গিয়েছিল তাদের কাছে মাস্ট উইন। মেসি এবং রোহোর অসাধারণ গোলে সেই ম্যাচে জিতে অবশেষে বিশ্বকাপের পরের রাউন্ডের যোগ্যতা অর্জন করে আর্জেন্তিনা। কিন্তু এই ম্যাচের পরেই একটি ভিডিও প্রকাশ পায় যাতে দেখা যাচ্ছে সাম্পাওলি আলোচণা করছেন মেসির মেসির সঙ্গে।

সেই ভিডিওয়ের ব্যাখ্যা করে অধিকাংশ সাংবাদিক এবং আর্জেন্তাইন সমর্থকই বলতে থাকেন ইগুয়েনের পরিবর্তে কুন আগুয়েরোকে আনার বিষয়ে না মেসির সঙ্গে আলোচণা করছিলেন তিনি। যদি এই রকমই হত, তাহলে সত্যিই বিষয়টা তাৎপর্যপূর্ণ হত। কিন্তু এর নেপথ্যে আসল কারণটা প্রকাশ করল স্পেনের একটি ক্রীড় পত্রিকা 'স্পোর্টস।'

সেখানে বলা হয়, দলে তিনি পরিবর্তন আনতে চলেছেন এটাই নাকি মেসিকে জানাচ্ছিলেন সাম্পাওলি। সেই সময়ে আর্জেন্তিনার আক্রমণ ভাগে মেসির সঙ্গী ছিল ইগুয়েন। সাম্পাওলি মেসিকে এটাই বলার চেষ্টা করছিলেন যে আরও একটু ভেতর থেকে তিনি যেন খেলেন কারণ কিছুক্ষণের মধ্যেই তিনি আগুয়েরোকে মাঠে নামাবেন। যাতে খেলার জন্য কিছু ফাঁকা জমি পায় মানচেস্টার সিটির ওই তারকা।

ম্যাচ শেষে সাংবাদিক সম্মেলনেও বোঝা গিয়েছে আর্জেন্তিনা দলটার উপর নিজের কর্তৃত্ব ঠিক মতোই ধরে রেখেছেন সাম্পাওলি। ফলে নাইজেরিয়ার বিরুদ্ধে দল সাজানো নিয়ে এবং পরিবর্তন নিয়ে যে কোচ এবং মেসির সম্পর্ক কেন্দ্র করে যে উড়ো খবর আসছিল তা ভিত্তিহীন বলেই উড়িয়ে দেয় ওই পত্রিকা।

ওই পত্রিকাকে সমর্থন জানিয়ে ওই একই কথা বলেন বিশ্বকাপে আর্জেন্তিনা দলের সঙ্গে যুক্ত থাকা এক অফিসিয়াল। তিনি জানিয়ে দেন, দলে কোনও ভাঙন ধরেনি। কোচই দল গঠন করছেন এবং মাঠে নেমে সেই দলকে পরিচালনা করে দলকে সাফল্য এনে দিতে সাহায্য করছেন মেসি।

English summary
A spanish sports outlet clarify the misunderstanding, regarding Lionel Messi and Jorge Sampaoli. According to a official of Argentina Team all everything is fine between mesii and sampaoli.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X