For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টেটেনহ্যাম হটস্পারের নতুন কোচের দায়িত্ব পেলেন মোরিনহো

প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস হোসে মোরিনহোকে কোচ করল টটেনহ্যাম হটস্পার

  • |
Google Oneindia Bengali News

প্রাক্তন ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস হোসে মোরিনহোকে কোচ করল টটেনহ্যাম হটস্পার। ২০২৩ সাল পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন দ্য স্পেশাল ওয়ান। কোচ মাওরিসিও পোচেত্তিনোকে সরিয়ে মোরিনহোকে কোচ করা হয়েছে। দলের সঙ্গে পোচেত্তিনো শেষ পাঁচ বছর যুক্ত ছিলেন।

টেটেনহ্যাম হটস্পারের নতুন কোচের দায়িত্ব পেলেন মোরিনহো

গত মরশুমে পোচেত্তিনোর কোচিংয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছিল টটেনহ্যাম। এরপর চলতি মরসুমে অবশ্য একেবারেই খারাপ পারফর্ম্যান্স। পোচেত্তিনোর কোচিংয়ে ১২ ম্যাচ খেলে মাত্র ৩টিতে জয়, ৫টা ড্র ও ৪টিতে হারে টটেনহ্যাম। যার ফলে ১২ ম্যাচে লিগের পয়েন্ট টেবিলে এখন ১৪ নম্বরে রয়েছে টটেনহ্যাম। এই খারাপ পারফর্ম্যান্সের পরেই কোচের পদ থেকে তাঁকে ছাঁটাই করল দল। পরিবর্তে অভিজ্ঞ মোরিনহোকে করল তারা।

পরিসংখ্যানে মোরিনহো বনাম মাওরিসিও পোচেত্তিনো

ম্যানেজার হিসেবে ৯০৯ টি ম্যাচ খেলিয়েছেন মোরিনহো। যার মধ্যে তিনি ৫৮৯টি ম্যাচ জিতিয়েছেন। সেই সঙ্গে ১৮৬ গুলি ম্যাচ ড্র ও ১৩৪ ম্যাচ হেরেছেন। কোচ হিসেবে ২০টি ট্রফি জিতেছেন মোরিহো। চেলসির কোচ হিসেবে তিনবার প্রিমিয়র লিগ চ্যাম্পিয়ন হয়েছেন মোরিনহো। পোর্তো ও ইন্টার মিলানের হয়ে ২০১০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতান দ্য স্পেশাল ওয়ান।

অন্যদিকে পোচেত্তিনো কোচ হিসেবে ৫১৪টি ম্যাচ খেলিয়েছেন। যার মধ্যে তিনি ২৩৫টি ম্যাচ জেতান। ১১৮টি ড্র ও ১৬১টি ম্যাচ হেরেছেন তিনি। এখনও পর্যন্ত তিনি কোনও বড় ট্রফি জিততে পারেননি।

English summary
Jose Mourinho appointed Tottenham head coach after Mauricio Pochettino sacked
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X