For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আম্ফান বিপর্যস্ত পশ্চিমবঙ্গের পাশে সবুজ তোতা ব্যারেটো, ফ্যানেদের জন্যে ভিডিওতে বার্তা

আম্ফানে পশ্চিমবঙ্গের পাশে সবুজ তোতা ব্যারেটো, ফ্যানেদের জন্যে দিলেন বিশেষ বার্তা

  • |
Google Oneindia Bengali News

ফুটবলার থেকে ক্লাব-ফুটবল ফোরাম, আম্ফান ঝড়ে বিধ্বস্ত পশ্চিমবঙ্গের জন্যে সবাই হাত খুলে সাহায্যে এগিয়ে আসছে। এবার ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যাওয়া বাংলাকে সাহায্য করার জন্য বার্তা দিলেন সবুজ তোতা ব্যারেটো।

বাংলার পাশে ফুটবলাররা

বাংলার পাশে ফুটবলাররা

আম্ফানে দুর্গতদের পাশে দাঁড়াতে ফুটবলারদের ফোরাম প্লেয়ার্স ফর হিউম্যানিটি এগিয়ে এসেছে। সংস্থায় রাজ্যের গণ্ডি ছাড়িয়ে দেশের প্রাক্তন-বর্তমান ফুটবলাররা অনেকেই রয়েছেন। মোট ৩৮ জন ফুটবলারদের নিয়ে এই ফোরাম তৈরি হয়েছে। অতীতে একাধিক সামাজিক কাজে এই ফোরাস সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। এবার আম্ফানে বিধ্বংস্ত অঞ্চলে সাহায্য করতে চলেছে প্লেয়ার্স ফর হিউম্যানিটি।

ব্যারোটোর বার্তা

ময়দান তথা ভারতীয় ফুটবল ফ্যানেদের কাছে এই ফোরামের মাধ্যমে আম্ফান দুর্গতদের সাহায্যের জন্য অনুরোধ করেন ব্যারোটো। মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ভিডিও বার্তায় বলেছেন, 'সামর্থ্য মতো আম্ফান ত্রাণে সাহায্য করুন। আপনাদের সাহায্য আমরা দুর্গতদের কাছে পৌঁছে দেব। স্বল্প সাহায্যও দিনের শেষ বড় পার্থক্য গড়ে দিতে পারে। করোনা পরিস্থিতিতে সাবধানে থাকুন এবং অবশ্যই আম্ফান বিপর্যস্তদের পাশে দাঁড়ান।'

আম্ফান দুর্গতদের কীভাবে সাহায্য

আম্ফান দুর্গতদের কীভাবে সাহায্য

সামাজিক কাজের জন্য তৈরি ফুটবলারদের নিয়ে তৈরি ফোরাম প্লেয়ার্স ফর হিউম্যানিটি সংকটের সময় অনেকেই দুর্গতদের পাশে দাঁড়াচ্ছে। ঝড়ের তাণ্ডবে দুর্গতদের ভেঙে যাওয়া ঘরবাড়ি মেতামতি করে দেওয়ার পূর্ণ দায়িত্ব ও খরচ বহন করা নিয়ে ভাবছে এই ফোরাম। আম্ফানে যাদের বাড়ি ভেঙেছে তাঁদের সাহায্য করতে চায় প্লেয়ার্স ফর হিউম্যানিটি।

আম্ফানে রাজ্যে বিরাট ক্ষতি

আম্ফানে রাজ্যে বিরাট ক্ষতি

বুধবারের আম্ফান ঝড়ে লণ্ডখণ্ড পশ্চিমবঙ্গ। রাজ্যে প্রতিটিতে জেলাতে ঝড়ের তাণ্ডবে ক্ষয়ক্ষতি হয়েছে। রাজ্যে মৃত্যুর সংখ্যা ৭২। কলকাতায় সংখ্যা ১৯। তিন দশকে এমন ঝড় দেখেনি পশ্চিমবঙ্গ। উত্তরের জেলায় আম চাষে বিশাল ক্ষতি। দক্ষিণে সুন্দরবন, দুই পরগণা আম্ফানে কারণে ধুঁকছে।

আম্ফানে তিলোত্তমার পাশে ভিকুনার স্ত্রী

আম্ফানে তিলোত্তমার পাশে ভিকুনার স্ত্রী

আম্ফান ঝড়ের কারণে ধুঁকতে থাকা পশ্চিমবঙ্গে পাশে থেকে মোহনবাগানকে আই লিগ চ্যাম্পিয়ন করা কিবু ভিকুনা সহমর্মিতা জানিয়েছিলেন। মোহনবাগানের ফুটবলার বেইতিয়াও এই পথে হাঁটেন। রবিবার ভিকুনার স্ত্রী কিয়াসা বেল সোস্যাল মিডিয়ায় আম্ফানের তাণ্ডবের ছবি পোস্ট করে 'প্রে ফর বেঙ্গল' লেখেন।আম্ফান ত্রাণে মোহনবাগানের আই লিগ জয়ী হেডস্যারের স্ত্রী সাহায্যও করেছেন। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় পশ্চিমঙ্গের পাশে থাকার জন্য সুদূর স্পেন থেকে বন্ধুদের থেকেও সাহায্য চেয়েছেন।

স্ত্রীয়ের ডাকে সারা দিয়ে সাহায্য কিবুর

স্ত্রীয়ের ডাকে সারা দিয়ে সাহায্য কিবুর

স্ত্রী কিয়াসা বেল আবেদনকে ভিকুনা এগিয়ে নিয়ে গিয়েছেন। সোমবার একটি কুঁড়েঘরের ছবি তা পোস্ট করে দুই বন্ধুকে নমিনেট করেন। সেই সঙ্গে একটি লিঙ্ক পোস্ট করে পশ্চিমবঙ্গে আম্ফান বিপর্যয়ে দুঃস্থদের পাশে দাঁড়াতে সাধ্যমতো সাহায্যের অনুরোধ করেছেন ভিকুনা।

মোহনবাগানীদের সাহায্য

মোহনবাগানীদের সাহায্য

আম্ফানে ত্রাণে মোহন-ইস্ট সমর্থকরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। পূর্ব বর্ধমান মেরিনার্স গ্রুপের বেশ কিছু ফুটবল সমর্থক অর্থ সংগ্রহ করে করোনা ও আম্ফান জোড়া বিপর্যয়ের মাঝে সুন্দরবন অঞ্চলের ক্ষতিগ্রস্থ মানুষদের পাশে দাঁড়ায়।

ওয়ান ডে ক্রিকেট হ্যাটট্রিক করা ৪ ভারতীয় ক্রিকেটারের তালিকা দেখে নেওয়া যাকওয়ান ডে ক্রিকেট হ্যাটট্রিক করা ৪ ভারতীয় ক্রিকেটারের তালিকা দেখে নেওয়া যাক

English summary
Jose Ramirez Barreto asks fans to help needy people hit by amphan cyclone by Players For Humanity forum
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X