For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কলকাতায় পা রেখেই ডার্বির ভাবনা কাসিমের মাথায়

অবশেষে কলকাতায় এলেন কাসিম আয়ইদার। দীর্ঘ টালবাহানার পর কলকাতায় পা রাখলেন আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের সেন্ট্রাল মিডফিল্ডার কাসিম।

Google Oneindia Bengali News

অবশেষে কলকাতায় এলেন কাসিম আয়দারা। দীর্ঘ টালবাহানার পর কলকাতায় পা রাখলেন আই লিগ জয়ী মিনার্ভা পঞ্জাবের সেন্ট্রাল মিডফিল্ডার কাসিম।

কলকাতায় পা রেখেই ডার্বির ভাবনা কাসিমের মাথায়

গতম মরসুমের শেষ দিকে ইস্টবেঙ্গলের চুক্তিপত্রে সই করলেও, বিভিন্ন জটিলতা থাকায় কলকাতায় বেশ দেড়িতে পৌঁছলেন তিনি। তবে, কাসিমের দেড়িতে কলকাতায় আসার নেপথ্যেও রয়েছে মিনার্ভকে ইস্টবেঙ্গলের ট্রান্সফার ফি না দিতে পারা। অবশেষে নতুন বিনিয়োগকারী সংস্থা আসার পর কাসিমকে কলকাতায় নিয়ে এল লাল-হলুদ।

কাসিমের সঙ্গে যোগাযোগক করা হলে তিনি বলেন, 'ভিসা সংক্রান্ত সমস্যার কারণেই কলকাতায় আসতে দেড়ি হল। তবে, কলকাতায় নিজের সেরাটা ফুটবলটা খেলেই ফুটবলপ্রেমীদের আনন্দ দিতে চাই।'

তাঁর আরও সংযোজন, 'ভারতে আসার পর থেকেই কলকাতা ফুটবলের সঙ্গে শুনেছি। মিনার্ভায় থাকাকালীন ক্লাবেরই এক জন আমায় বলেছিল ভারতে ফুটবল খেলতে এসে যদি কলকাতায় ফুটবল খেলতে পারো তাহলে, ভারতে ফুটবল কেরিয়ার অসম্পূর্ণই রয়ে যাবে। তাই কলকাতা ফুটবলের আঁচ নিতেই এখানে আস আমার। সকলে এখানে খেলতে তায়। আমিও ব্যতিক্রম নই। পাশাপাশি দেশের অন্যতম সেরা ক্লাব ইস্টবেঙ্গল। লাল-হলুদ জার্সিতে ডার্বি জিততে চাই। ডার্বিতে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি।'

English summary
Former East Bengal player Kasim Aidara reached Kolkata to play for East Bengal. He wants to win derby with East Bengal. কলকাতায় পৌঁছলেন ইস্টবেঙ্গলের নয়া বিদেশি কাসিম আয়দারা।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X