For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আইএসএলে হার দিয়ে অভিযান শুরু এটিকে-র, ২-১ গোলে কেরল ব্লাস্টার্সের জয়

আইএসএলে হার দিয়ে অভিযান শুরু এটিকে-র, ২-১ গোলে কেরল ব্লাস্টার্সের জয়

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে হার দিয়ে অভিযান শুরু করল দুই বারের চ্যাম্পিয়ন এটিকে। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে তাদের মাঠে ২-১ গোলের হার হজম করতে হল আন্টোনিয়ো লোপেজ হাবাসের দলকে। অসংখ্য সুযোগ নষ্টের খেসারত দিলেন প্রীতম কোটাল, মনজিৎ সিং-রা।

আইএসএলে হার দিয়ে অভিযান শুরু এটিকে-র, ২-১ গোলে কেরল ব্লাস্টার্সের জয়

রবিবার কেরলের কোচিতে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হয় এবছর তথা ষষ্ঠ এডিশনের ইন্ডিয়ান সুপার লিগ। ততধিক উন্মাদনা ছিল হোম টিম কেরল ব্লাস্টার্সের বিরুদ্ধে এটিকে-র উদ্বোধনী ম্যাচকে ঘিরে। প্রায় চল্লিশ হাজার দর্শকের গর্জনে যখন ম্যাচ শুরু হয়, তাতে আবেগতাড়িত হয়ে পড়েন ভিআইপি গ্যালারিতে বসা ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা বিসিসিআই-র ভাবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় ও আইএসএলের মধ্যমণি নীতা আম্বানি।

খেলার জড়তা ভাঙার আগেই ম্যাচের ৬ মিনিটের মাথায় কেরল ব্লাস্টার্সকে ধাক্কা দেয় এটিকে। দুর্দান্ত গোল করে হাবাসের দলকে এগিয়ে দেন কার্ল ম্যাকহুগ। ম্যাচের ৩০ মিনিটের মাথায় খেলার গতির বিরুদ্ধে গিয়ে পেনাল্টি পায় হোম টিম। গোল করে ম্যাচে সমতা ফেরান কেরলের ব্রাথোলোমিউ ওগবেছে। এটিকে ডিফেন্সের ভুলে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে কেরলের হয়ে আরও একটি গোল দেন একই বিদেশি। ম্যাচে আর ফিরতে পারেনি এটিকে। বলা ভাল, প্রচুর সুযোগ নষ্টের খেসারত দিতে হয় কলকাতার ফুটবল দলকে।

উল্লেখ্য ২০১৪ অর্থাৎ প্রথম মরশুমে এই আন্তোনিয়ো হাবাসের হাত ধরে আইএসএল চ্যাম্পিয়ন হয়েছিল এটিকে (তৎকালীন অ্যাটলোটিকো ডে কলকাতা)। ২০১৬ সালে আরও একবার ট্রফি ওঠে কলকাতার সাজঘরে। তবে এই মরশুমের শুরুটা ভাল না হওয়ায় কিছুটা হলেও চিন্তায় এটিকে ফ্যানরা। তবে হাবাসের রণনীতির ওপর আস্থা রাখছেন ফুটবল প্রেমীরা।

English summary
Kerala Blasters beat ATK in the opening game of Indian Super League
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X