For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপে কী দেখা যাবে সালাহকে, জেনে নিন কী বলছেন মিশরের জাতীয় দলের চিকিৎসক

২০১৮ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তির হাওয়া মিশরের শিবিরে। স্বস্তির হাওয়া যে শুধু মিশরের শিবিরে এমটা কিন্তু নয়, বলা ভাল মিশরের পাশাপাশি সুখবর লিভারপুল সমর্থক এবং মহম্মদ সালাহ-এর ভক্তদের

Google Oneindia Bengali News

২০১৮ ফুটবল বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিছুটা স্বস্তির হাওয়া মিশরের শিবিরে। স্বস্তির হাওয়া যে শুধু মিশরের শিবিরে এমটা কিন্তু নয়, বলা ভাল মিশরের পাশাপাশি সুখবর লিভারপুল সমর্থক এবং মহম্মদ সালাহ-এর ভক্তদের জন্য। রাশিয়া বিশ্বকাপে সালাহ-এর সার্ভিস পাবে মিশর, জানিয়ে দেওয়া হল মিশর ফুটবল অ্যাসোসিয়েশানের পক্ষ থেকে। মিশর ফুটবলের নিয়ামক সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে তিন সপ্তাহ পর মাঠে ফিরতে পারবেন মহম্মদ সালাহ।

বিশ্বকাপে কী দেখা যাবে সালাহকে, জেনে নিন কী বলছেন মিশরের জাতীয় দলের চিকিৎসক

ফলে প্রথম দুই ম্যাচে মিশরের জার্সি গায়ে মাঠে নামতে না পারলেও তৃতীয় ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে গ্রুপ লিগের শেষ ম্যাচে খেলতে পারেন তিনি। বৃহস্পতিবার চোটের জায়গা পরীক্ষা করা হয় সালাহ-র। তাঁর সঙ্গে স্পেনে গিয়ে দেখা করেন মিশরের জাতীয় দলের ডাক্তার। তাঁর সঙ্গে ছিলেন মিশর অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা। চোট পরীক্ষা করে সালাহ-এর খেলার সম্ভবনার কথা জানান মিশরের জাতীয় দলের চিকিৎসক।

বিশ্বকাপ শুরুর আগেই রিয়াল মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ান্স লিগের ফাইনালে চোট পেয়ে মাঠ ছড়েছিলেন সালাহ। রিয়াল অধিনায়ক সার্জিও রামোসের কড়া ট্যাকেলে কাঁধে চোট পান তিনি।

১৫ জুন উরুগুয়ের বিরুদ্ধে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করছে মিশর। ১৯ জুন গ্রুপের দ্বিতীয় ম্যাচে তাঁদের প্রতিপক্ষ আয়োজক দেশ রাশিয়া। ২৫ জুন গ্রুপের শেষ ম্যাচে সৌদি আরবের বিরুদ্ধে মাঠে নামবে মিশর।

English summary
Egyptian Football Association confirms that Mohamed Salah can play in 2018 fifa world cup. But he can only play from third game of Egypt. Because he have to take rest for three weeks because of injury.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X