For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোহনবাগানে ভোটের তারিখ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

মোহনবাগানকে নির্বাচনের সম্ভাব্য সময় তারিখ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ।

Google Oneindia Bengali News

মোহনবাগানকে নির্বাচনের জন্য তারিখ বেধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ১৫ই সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বিষয়ে জানিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শেখর ববি শরাফ।
নির্বাচন যাতে ঠিক মতো সম্পন্ন হয়, সেই কারণে তিন সদস্যে বোর্ডও গঠন করে দিয়েছেন বিচারপতি। তিন সদস্যের বোর্ডে রয়েছেন বিচারপতি সুশান্ত চ্যাটার্জী, অসীম রায় এবং দিলীপ শেঠ।

মোহনবাগানে ভোটের তারিখ জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট

মোহনবাগানের রুল বুক অনুযায়ী এবং নির্বাচনের নিয়ম মেনে সুষ্ঠভাবে যাতে নির্বাচন করা হয়, তার পুরো দায়িত্বই রয়েছে এই বোর্ডের উপর। এই বোর্ডকে সহযোগীতা করার জন্য দুই গোষ্ঠীর দুইজন করে সদস্য অর্থাৎ মোট চার জনকে থাকবেন এই প্যানেলে। শাসক গোষ্ঠীর প্যানেলে থাকছেন সচিব অঞ্জন মিত্র এবং তাঁর মেয়ে সোহিনী মিত্র চৌবে। টুটু বসুর পক্ষ থেকে প্যানেলে থাকবেন বাগানের প্রাক্তন সহ-সচিব সৃঞ্জয় বসু এবং বিশ্বব্রত বসু মল্লিক।

পাশাপাশি আজ বিচারপতি ববি শরাফ এ-ও জানিয়ে দিয়েছেন যে, যাঁরা পদত্যাগ করেছে, তাঁরা ক্লাবের পরিচালনার ক্ষেত্রে আর কোনও নাক গলাতে পারেন না। বর্তমান শাষকগোষ্ঠীই ক্লাব পরিচালনা করবে ভোটের ফল না বেড়নো পর্যন্ত এবং নতুন কমিটি তৈরি না হওয়া পর্যন্ত। দৈনন্দিন কার্যকলাপ পুরোটাই নিয়ন্ত্রণ করবে শাষক গোষ্ঠী। তবে, বড় কোনও খরচ যদি এই সময়ের মধ্যে করতে হয় মোহনবাগানের শাষক গোষ্ঠীকে, তাহলে সেটা আগেই জানিয়ে দিতে হবে তিন বিচারপতিকে নিয়ে তৈরি বোর্ডকে।
মোহনবাগানে শেষবার ভোট হয়েছিল ২০১৫ সালের ১৭মে।

English summary
High court wants to vote in Mohun Bagan by September. Two group of Mohun Bagan has lodged a case in High Court. From the hearing of that case high court have expressed its concern.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X