For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবল ফিরেছে স্পেনে, প্রতিদিন ম্যাচের ভাবনা! সপ্তাহে মেসিরা কটি ম্যাচ খেলবেন জেনে নিন

ফুটবল ফিরেছে স্পেনে, প্রতিদিন ম্যাচের ভাবনা! সপ্তাহে মেসিরা কটি ম্যাচ খেলবেন জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

অবশেষে ফুটবল ফিরছে স্পেনে। করোনা উদ্বেগের কারণে মার্চ থেকে স্পেনে ফুটবল স্থগিত ছিল। একে একে ইউরোপের বিভিন্ন দেশে এখন ফুটবল শুরুর দামামা বেজে গিয়েছে। এর মাঝে সবকিছু ছাপিয়ে গিয়েছে স্প্যানিশ ফুটবলের এক সিদ্ধান্ত।

করোনার মাঝে ইতিমধ্যে ফুটবল শুরু

করোনার মাঝে ইতিমধ্যে ফুটবল শুরু

উল্লেখ্য ইতিমধ্যে করোনা উদ্বেগ কাটিয়ে দক্ষিণ কোরিয়ার কে লিগে বল গড়িয়েছে। মাঠে ফুটবলাররা মাস্ক পরে ও যাবতীয় স্বাস্থ্যপরীক্ষার পর ম্যাচ খেলেছেন। গোল করে ফুটবলাররা কনুইয়ে কনুই ঠেকিয়ে সেলিব্রেশন করেন।

ইউরোপে কবে বল গড়াচ্ছে

ইউরোপে কবে বল গড়াচ্ছে

১৬ মে ইউরোপে করোনা পরবর্তী সময়ে প্রথম বল গড়াতে চলেছে। জার্মানির বুন্দেসলিগা দিয়ে ইউরোপীয় ফুটবল পুনরায় শুরু হতে চলেছে।

স্পেনে কবে ফুটবলে ঢাকে কাঠি

স্পেনে কবে ফুটবলে ঢাকে কাঠি

ইউরোপের আরও একটা বড় লিগ এবার শুরু হওয়ার জন্যে প্রস্তুত। মাঠে নামার জন্য মেসিরা তৈরি আছেন। স্বাস্থ্য দপ্তরের সবুজ সংকেত পাওয়া গেলে ১২ জুন থেকে লা লিগা শুরু হতে পারে।

প্রতিদিন লা-লিগার ম্যাচ

প্রতিদিন লা-লিগার ম্যাচ

সব কিছু ঠিকঠাক থাকলে ১২ জুন থেকে লিগের ঢাকে কাঠি পড়া নিয়ে বিতর্ক না থাকলেও লিগ আয়োজন করার সূচি নিয়ে ইতিমধ্যেই মতপার্থক্য তৈরি হতে শুরু হয়েছে। লিগ শুরু হলে এবার আর সপ্তাহে একদিন কিংবা দুই দিন নয়, পুরো মাস জুড়ে প্রতিদিন লা লিগার উত্তাপ নেওয়ার সুযোগ পাওয়া যাবে বলে লা লিগা প্রেসিডেন্ট জানিয়েছেন।

সাধারণ লা-লিগার সূচি কেমন থাকে

সাধারণ লা-লিগার সূচি কেমন থাকে

ইউরোপের লিগগুলো সাধারণত ছুটির দিনগুলোকে টার্গেট করে ম্যাচ অনুষ্ঠিত হয়। সেক্ষেত্রে শনিবার ও রবিবার ম্যাচ থাকে। কিন্তু করোনা ভাইরাসের কারণে লম্বা সময় নষ্ট হওয়ায় লা লিগা কর্তৃপক্ষ টানা ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে।

এক সপ্তাহে মেসিদের কটি ম্যাচ খেলতে হবে

এক সপ্তাহে মেসিদের কটি ম্যাচ খেলতে হবে

প্রতিদিন খেলা থাকলেও প্রতিটি দলকে লা-লিগা শুরু হলে সপ্তাহে দুটি করে ম্যাচ খেলতে হবে।

তিনটি করে ম্যাচ করার পক্ষে মত ছিল

তিনটি করে ম্যাচ করার পক্ষে মত ছিল

যদিও লা লিগা কর্তৃপক্ষ প্রতি দলকে সপ্তাহে তিনটি করে ম্যাচ খেলানোর পক্ষে থাকলেও স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিরোধীতা করায় মেসি-সুয়ারেজ-বেল-বেঞ্জামারা সপ্তাহে দুটি করে ম্যাচ খেলবেন।

করোনা উদ্বেগ কাটাতে মেসিদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে

করোনা উদ্বেগ কাটাতে মেসিদের কোভিড-১৯ পরীক্ষা হয়েছে

বার্সেলোনার জোয়ান গাম্পার ট্রেনিং গ্রাউন্ডে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদ সহ একাধিক দলকে ডেকে ইতিমধ্যে করোনা পরীক্ষা করা হয়েছে। বার্সা ও রিয়াল মাদ্রিদ দলের করোনা রিপোর্ট নেগেটিভ রয়েছে। লিগ শুরুর আগে আবার সব ফুটবলার-কোচ-সাপোস্ট স্টাফদের করোনা পরীক্ষা করা হবে বলে জানানো হয়েছে।

আজব চুলের ছাঁট! চাহালকে দলের সেরা জোকার বলেই ফেললেন বিরাটআজব চুলের ছাঁট! চাহালকে দলের সেরা জোকার বলেই ফেললেন বিরাট

English summary
La Liga plans for every day match schedule amid coronavirus crisis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X