For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও খারাপ খবর! এশিয়ান স্বপ্নভঙ্গের পর দুই 'ব্লু টাইগার্স' আবার ফিরে গেল তিন অঙ্কে

বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত সর্বশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে প্রথম ১০০ থেকে পিছলে গেল ভারতীয় ফুটবল দল।
 

  • |
Google Oneindia Bengali News

গত চার-পাঁচ বছরে অনেক পথ পার করে এসেছে ভারতের জাতীয় ফুটবল দল, সমর্থকরা যাকে আদর করে ডাকে 'ব্লু টাইগার্স' বা নীল ব্যাঘ্রবাহিনী বলে। একের পর এক ফিফা ফ্রেন্ডলি ম্য়াচে ফুটবলের মানে এগিয়ে থাকা দেশগুলির বিরুদ্ধে তাক লাগানো পারফরম্যান্স দেখা গিয়েছে ভারতের। একের পর এক সুসংবাদই এসেছে ভারতের জন্য।

এশিয়ান কাপ ২০১৯-এর গ্রুপ স্তরের প্রথম ম্যাচে হংকং-কে ৪-০ ফলে হারানো পর্যন্ত এই সুসময় জারি ছিল। কিন্তু তারপর মুহূর্তের ভুলে এশিয় স্বপ্নভঙ্গ হয়। প্রথমে আরব আমিরশাহির বিরুদ্ধে ও পরে বাহারিনের বিরুদ্ধে হেরে বিদায় নিতে হয় ভারতকে। আর এতেই সাম্প্রতিক ফিফা ক্রমতালিকায় প্রথম একশ' জনের তালিকা থেকে ছিটকে গেল ব্লু টাইগার্স।

সুলতান

সুলতান

সুলতান সিনেমার জন্য কুস্তি ও মার্শাল আর্টের অনুশীলন শুরু করেছেন সলমন। আগামী দুইমাস এই অনুশীলন চলবে বলে জানিয়েছেন পরিচালক আলি আব্বাস জাফর।

দুই অঙ্ক থেকে ফের তিন অঙ্কে

দুই অঙ্ক থেকে ফের তিন অঙ্কে

ফিফা র‌্যাঙ্কিং-এ অধিকাংশ সময়ই ভারত তিন অঙ্কের স্থানে অর্থাত ১০০-এর পরের স্থানে থেকেছে। সেই ভারতই এশিয়ান কাপে অংশ নিয়েছিল ফিফা র‌্যাঙ্কিং-এ ৯৭তম দেশ হিসেবে। বৃহস্পতিবার সর্বশেষ প্রকাশিত ফিফা ক্রমতালিকায় ভারত ৬ ধাপ পিছিয়ে ফের তিন অঙ্কের ক্রমে ফিরে গিয়েছে। ১২১৯ পয়েন্ট নিয়ে সুনীল ছেত্রিরা আপাতত ১০৩ নম্বরে রয়েছেন।

আলিয়া-বিকাশ

আলিয়া-বিকাশ

ঘুমন্ত আলিয়ার ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন শাহিদ কাপুর।

পতনের মূল কারণ

পতনের মূল কারণ

এশিয়ান কাপে প্রথম ম্যাচে ৪-১ ফলে বিরাট জয় পেলেও পরের দুই ম্য়াচের পর পর হারেই এতটা পিছিয়ে গেল ভারত। এই পতনে ভারত এশিয়ায় প্রথম ১৬টি দেশের তালিকা থেকেও ছিটকে গেল। বর্তমানে এশিয়াতে ভারতের স্থান ফুটবল খেলিয়ে দেশ গুলির মধ্যে ১৮তম।

করিনার জন্মদিন

করিনার জন্মদিন

করিনার প্রিয় বন্ধু অমৃতা অরোরা এই ছবিটি পোস্ট করেছেন বেবোর জন্মদিন উপলক্ষ্যে।

এক বছরও থাকল না

এক বছরও থাকল না

২০১৮ সালের মার্চ মাসে ভারত ফিফা র‌্যাঙ্কিং-এ প্রথম একশ' দনের তালিকায় ঢুকে পড়েছিল। কিন্তু সেখানে এক বছরও টিকতে পারল না। এর আগে ২০১৭ সালে ২১ বছর পর প্রথমবার ১০০ জনের তালিকায় এলেও বেশিদিন স্থান ধরে রাখতে পারেনি।

করিশ্মা কাপুর

করিশ্মা কাপুর

কাপুর পরিবারের এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন করিশ্মা কাপুর।

ভারতের সেরা র‌্যাঙ্ক

ভারতের সেরা র‌্যাঙ্ক

১৯৯৬ সালে ভারত ফিফা ক্রমতালিকায় ৯৪তম স্থানে ছিল। এটিই এখনও পর্যন্ত ভারতের সেরা ফিফা র‌্যাঙ্ক।

শাহিদ কাপুর

শাহিদ কাপুর

বাবা পঙ্কজ কাপুর ও স্ত্রী মীরা রাজপুতের সঙ্গে তোলা এই ছবিটি পোস্ট করেছেন শাহিদ।

এরপর কি?

এরপর কি?

এশিয়ান কাপের পর ভারতের প্রধান কোচের পদ থেকে অব্যাহতি নিয়েছেন স্টিভেন কনস্টানটাইন। এরপর ভারতের জাতীয় দরলের খেলা বলতে রয়েছে ২০২২ বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব। তার আগে প্রস্তুতির জন্য ভারতকে ঠিক এশিয়ান কাপের আগের মতোই ক্রমতালিকায় এগিয়ে থাকা দলগুলির সঙ্গে বেশি বেশি করে ফ্রেন্ডলি ম্যাচ খেলে তৈরি হতে হবে। এতে করে ফিফা র‌্যাঙ্কিং-এও উপরে ওঠার সুযোগ হবে।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

পরিবারের সদস্যদের সঙ্গে তোলা এই ছবিটি পোস্ট করেছেন বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়া।

অর্জুন কাপুর

অর্জুন কাপুর

অভিনেত্রী ফ্রিডা পিন্টোর সঙ্গে তোলা ছবিটি পোস্ট করেছেন অর্জুন কাপুর।

জ্যাকলিন ফার্নান্ডেজ

জ্যাকলিন ফার্নান্ডেজ

বিমানবন্দরে নিজের তোলা এই ছবিটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন জ্যাকলিন।

রণবীর সিং

রণবীর সিং

সবসময় হাসিখুশি রণবীর নিজের মজাদার সেলফিটি পোস্ট করেছেন।

অক্ষয় কুমার

অক্ষয় কুমার

ফ্যানের দেওয়া এই গণেশের মূর্তিটির ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন অক্ষয় কুমার।

English summary

 The Indian football team slipped out of the top 100 in the latest FIFA rankings published on Thursday (7 Feb). 
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X