For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শহরে পা রাখলেন ব্রাজিল এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া জনি অ্যাকোস্টা, কী বললেন তিনি, জেনে নিন

কলকাতায় চলে এলেন কোস্টারিকার ডিফেন্ডার জনি অ্যাকোস্টা। ২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ এবং ২০১৮ ফিফা ওয়ার্ল্ড কাপে কোস্টারিকার জার্সিতে প্রতিনিধিত্ব করেন তিনি।

Google Oneindia Bengali News

শহরে চলে এলেন ইস্টবেঙ্গলের নতুন বিদেশী, কোস্টারিকার বিশ্বকাপার জনি অ্যাকোস্টা জামোরা। গোটা শহর যখন গভীর ঘুমে আচ্ছন্ন, তখন সোমবার ভোররাতে কলকাতায় পা রাখলেন লাল-হলুদের হাই প্রোফাইল এই বিদেশী।

শহরে পা রাখলেন ব্রাজিল এবং রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া জনি অ্যাকোস্টা, কী বললেন তিনি, জেনে নিন

ভোর ২:১৫ মিনিটে কলকাতা বিমানবন্দরে পা রাখলেও, ইমিগ্রেশন চেক করিয়ে বিমানবন্দরের বাইরে যখন অ্যাকোস্টা পা রাখলেন, তখন ঘড়ির কাটায় ৩:২০। বিমানবন্দরে জনিকে স্বাগত জানান ক্লাবের ফুটবল সচিব রজত গুহ এবং দেবরাজ চৌধুরী।

বিশ্বকাপের পর পরই জনিকে সই করিয়ে ভারতীয় ফুটবল সার্কিটে সব থেকে বড় চমক দিয়েছিল ইস্টবেঙ্গল। তবে, মাঝে শোনা যাচ্ছিল এই মরসুমে লাল-হলুদের আইএসএল ভাগ্য অনিশ্চিত হওয়ায় ভারতে আসার বিষয়ে অনীহা দেখিয়েছেন অ্যাকোস্টা।

তবে, সব জল্পনাকে উড়িয়ে শহরে পা রাখলেন ২০১৪ এবং ২০১৮ বিশ্বকাপে ধারাবাহিক ভাবে সফল হওয়া ডিফেন্ডার জনি অ্যাকোস্টা। অ্যাকোস্টার সইকে ভারতীয় ফুটবল সার্কিটে 'গ্রেটেস্ট সাইনিং অফ অল টাইম' আখ্যা দেওয়া হয়েছে।

শহরে পা রেখে নেইমারকে আটকে দেওয়া বিদেশী বলেন, 'ভারতীয় ফুটবলের উন্নতি সাহায্য করতে চাই। নতুন ক্লাব ইস্টবেঙ্গলকে সাফল্য দিতেই ভারতে পা রাখা আমার। পরিবেশ এবং পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে তাই যতটা সম্ভব তাড়াতাড়ি চলে এলাম। পেশাদার ফুটবলার হিসেবে এটা আমার দায়িত্বের মধ্যেই পরে।'

পাশাপাশি ডার্বির প্রসঙ্গও শোনা যায় অ্যাকোস্টার মুখে। নিজের নতুন ক্লাবের সম্পর্কে অ্যাকোস্টা বলেন, 'ভারতীয় ফুটবলে যথেষ্ট সুনাম রয়েছে ইস্টবেঙ্গলের। শুধু ভারতেই নয়, ভারতের বাইরেও বিশাল ফ্যান বেস রয়েছে ইস্টবেঙ্গলের। এশিয়ার ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গলের অন্য জায়গা রয়েছে। আমার নতুন ক্লাবকে শুভেচ্ছা জানাই। দলের উন্নতিতে এবং ভারতীয় ফুটবলের উন্নতিতে অবদান রাখার জন্য আমি তৈরি।'

English summary
Costa Rican defender Jhonny Acosta comes to Kolkata. He played for Costa Rica in 2014 Fifa World cup and 2018 Fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X