For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কনমেবলের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগ এনে শাস্তির মুখে মেসি

পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম বারের জন্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।

  • |
Google Oneindia Bengali News

পেরুকে ৩-১ গোলে হারিয়ে নবম বারের জন্য কোপা আমেরিকা চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ঠিক তখনই দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ামক সংস্থা কনমেবলের বিরুদ্ধে টুর্নামেন্ট ফিক্সিংয়ের অভিযোগ এনে কড়া শাস্তির মুখে পড়তে চলেছেন আর্জেন্টাইন লিওনেল মেসি।

রেফারিং নিয়ে মেসি

রেফারিং নিয়ে মেসি

এবছরের কোপা আমেরিকার আসর বসে ব্রাজিলে। টুর্নামেন্টের সেমি ফাইনালে চির প্রতিদ্বন্দ্বী তথা আয়োজক দেশের কাছে ২-০ গোলে হারে আর্জেন্টিনা। ম্যাচ শেষে রেফারিং নিয়ে তীব্র প্রতিক্রিয়া দেন এলএম টেন। অভিযোগ আনেন যে ব্রাজিলের বিরুদ্ধে আর্জেন্টিনাকে দুটি নিশ্চিত পেনাল্টি থেকে বঞ্চিত করেছেন রেফারি। ওই দুটি সুযোগ পেলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত বলেও দাবি করেন মেসি।

নিশানায় কনমেবল

নিশানায় কনমেবল

কোপা আমেরিকার তৃতীয় স্থান নির্ধারক ম্যাচে চিলিকে ২-১ গোলে হারানোর পর সংবাদমাধ্যমে রীতিমতো বোমা ফাটান লিওনেল মেসি। অভিযোগ আনেন যে কনমেবলই নাকি ফিক্সিং করে ব্রাজিলকে কাপ পাইয়ে দিয়েছে। এমনকী পেরুও নাকি দুর্নীতি করেই কোপা আমেরিকার ফাইনালে পৌঁছেছে বলে অভিযোগ আনেন এলএম টেন।

শাস্তি

শাস্তি

আর্জেন্টাইন অধিনায়কের এমন আচরণ যে তারা হালকা ভাবে নিচ্ছে না, তা জানিয়ে দিয়েছে কনমেবল। ফেডারেশনের রুল বুকের আর্টিকেল সাতের পয়েন্ট টু-বি ধারা অনুযায়ী ফুটবল থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ হতে পারেন লিওনেল মেসি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ক্লাদিও তাপিয়া এমন আশঙ্কার কথাই শুনিয়েছেন।

English summary
Lio Messi may faces a 2 years ban for accusing CONMEBOL of fixing Copa America fro Brazil
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X