For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অতীতের তিন দুঃস্বপ্ন ভুলে ‘দ্য গোট’ হয়ে ওঠার চ্যালেঞ্জ, প্রত্যয়ী মেসির চোখ বিশ্বকাপে

প্রশ্ন উঠতে শুরু করেছে রোনাল্ডোর তিনের পাল্টা মেসি কীভাবে দেবেন? তিনি কি দ্য গ্রেটেস্ট থেকে দ্য গোট হয়ে উঠতে পারবেন এবার।

Google Oneindia Bengali News

অতীত ভুলে নতুন স্বপ্ন নিয়ে বিশ্বকাপের আসরে নামছেন লিওনেল মেসি। আর প্রথম ম্যাচে নামার আগেই তাঁকে 'দ্য গোট' চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন রোনাল্ডো। প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে একার দক্ষতায় স্পেনকে আটক দিয়েছেন। স্বভাবতই প্রশ্ন উঠতে শুরু করেছে রোনাল্ডোর তিনের পাল্টা মেসি কীভাবে দেবেন? তিনি কি দ্য গ্রেটেস্ট থেকে দ্য গোট হয়ে উঠতে পারবেন এবার।

অতীতের তিন দুঃস্বপ্ন ভুলে ‘দ্য গোট’ হয়ে ওঠার চ্যালেঞ্জ মেসির

মেসি কিন্তু সেভাবে ভাবছেন না? তাঁর কাছে রাশিয়া বিশ্বকাপ একেবারে অন্য মাত্রার। দলকে চূড়ান্ত সাফল্য এনে দেওয়াই তাঁর এক একমাত্র লক্ষ্য। ব্যক্তিগত পারফরম্যান্স নয়, তাঁর চোখ দলগত সাফল্যে। বিশ্বকাপ প্রাপ্তির মাইলস্টোন তিনি এবার ছুঁতে চান, তাই দৃঢ় প্রত্যয়ী আর্জেন্তিনার মেসি।

গতবার একেবারে অন্তিম মুহূর্তে জার্মানির কাছে স্বপ্ন ভঙ্গ হল মেসিদের। তারপর কোপায় চিলির কাছে টাইব্রেকারে হারের পর কাঁদতে কাঁদতে মাঠ ছেড়েছিলেন মেসি। তারপরেই বিশ্বের ফুটবলপ্রেমীদের হৃদয় ভেঙে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলেন।

কিন্তু তিনি ফিরে এসেছেন আবার। এবার চোখে একরাশ স্বপ্ন। সেইসঙ্গে চাপও। যদিও তিনি যে চাপে তা বুঝতে দিচ্ছেন আদৌ। নিজেদের আন্ডারডগ করে ফেবারিটের তালিকা থেকে সরিয়ে নিয়েছেন। তবে মনেপ্রাণে তিনি যে একাগ্র তা ফুটে উঠছে তাঁর চোখে-মুখে। বিশ্বকাপের আসরে চাপ থাকবে, থাকবে চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে দিয়েছেন রোনাল্ডো।

এবার কিছু করে দেখাতেই হবে। তিনবার ট্রফির কাছে পৌঁছেও ছুঁয়ে দেখা সম্ভব হয়নি। চতুর্থবার আর সুযোদ হাতছাড়া করতে চান না মেসি। তিনবার ট্রফি হাতছাড়ার দুঃস্বপ্ন এখন অতীত। তা ভুলে লিও-র কেরিয়ারে অঘোষিত শেষ বিশ্বকাপ তাই স্বপ্নপূরণের অভিযান। শনিবার সন্ধ্যা সাড়ে ছটায় মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে যুদ্ধ শুরু আর্জেন্তিনার।

ফিফার ক্রম তালিকায় আর্জেন্তিনা এগিয়ে থাকলেও মেসিরা সমীহ করছেন আইসল্যান্ডকে। আইসল্যান্ড যেখানে বিশ্বক্রম তালিকায় ২০ নম্বরে, সেখানে আর্জেন্তিনা পাঁচে। এইসব হিসাব মনে রাখতে চাইছেন না মেসি। তিনি শুধু চাইছেন ম্যাচ জিততে। হয়ে উঠতে প্রকৃত অর্থেই 'দ্য গোট'। 'দ্য গ্রেটেস্ট অফ অল টাইম'।

English summary
Lionel Messi of Argentina starts fifa world cup 2018 journey with a big dream. Messi takes the challenge to be the GOAT.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X