For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বছরের শেষ লগ্নে রোনাল্ডোকে টেক্কা মেসি-র, আবার হলেন এক নম্বর

দুই দেশ, দুই ক্লাব, দুই মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

বছর শেষে আবার শীর্ষে লিওনেল মেসি। গার্ডিয়ান পত্রিকার বর্ষসেরা- ১০০ তালিকার এক নম্বরে জায়গা পেয়ে গেলেন লিওনেল মেসি। দু নম্বরে রয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

বছরের শেষ লগ্নে রোনাল্ডোকে টেক্কা মেসি-র, আবার হলেন এক নম্বর

[আরও পড়ুন:মহিলা ক্রিকেটকে সম্মান জানাতে নজির বিহীণ পদক্ষেপ আইসিসি-র, ইতিহাসে মিতালী-একতারা]

৬৩ টি দেশের ১৬৯ জন বিচারকের চুলচেরা বিচারের পর এক নম্বরে জায়গা করে নিয়েছেন লিও মেসি। রোনাল্ডো ও মেসি-র সঙ্গে রোনাল্ডোর এখানেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। রোনাল্ডো যেখানে পেয়েছেন ৬৫৪০ পয়েন্ট , সেখানে মেসির পয়েন্ট ৬৫৮২। দুজনের মধ্যে পয়েন্টের ব্যবধান মাত্র ৪২ পয়েন্ট।

এর পিছনে যাঁরা রয়েছেন তাঁদের সঙ্গে পয়েন্টের ব্যবধান বিস্তর। তিন নম্বরে শেষ করেছেন নেইমার। তাঁর স্কোর ৫৯৩৪। চার নম্বরে শেষ করেছেন কেভিন ডি ব্রুয়েন।

৬ বছর ধরে মেসি আর রোনাল্ডোই এই বিখ্যাত সংবাদপত্রের সেরা একশো-র এক নম্বরে জায়গা করে নিচ্ছেন। মেসি এটা জিতেছেন চারবার। ২০১৭ -র আগে ২০১২, ১৩, ও ১৫ -তে এই সেরা হয়েছেন। এদিকে ২০১৪ ও ২০১৬ সালে সেরা হয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

দু'জনেই যেবার সেরা হননি দ্বিতীয় স্থানে শেষ করেছেন। এই ছ বছরে মেসি ও রোনাল্ডোর মৌরুসিপাট্টা ভাঙতে পারেননি।

[আরও পড়ুন:ভারতীয় ফুটবলে ইতিহাস, বিশ্বকাপে নাম লিখিয়ে ফেলল ভারত, অনন্য নজির কোমল , জিকসনদের][আরও পড়ুন:ভারতীয় ফুটবলে ইতিহাস, বিশ্বকাপে নাম লিখিয়ে ফেলল ভারত, অনন্য নজির কোমল , জিকসনদের]

English summary
Lionel Messi beats Cristiano Ronaldo at the year end table
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X