For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দল বাছবেন মেসি! নাইজেরিয়ার বিরুদ্ধে মরণবাঁচন ম্যাচে কার উপর ভরসা মহাতারকার

অনেক হয়েছে, আর নয়। এবার তিনিই দল বাছবেন। তিনি মানে লিওনেল মেসি। দেখে নিন কেমন হল মেসির দল।

Google Oneindia Bengali News

অনেক হয়েছে, আর নয়। এবার তিনিই দল বাছবেন। তিনি মানে লিওনেল মেসি। রোমেরোর চোট ডুবিয়ে ছেড়েছে আর্জেন্টিনাকে। যেভাবে ক্রোয়েশিয়া ম্যাচে ডুবেছে নীল-সাদা আর্জেন্টিনা, তাতে আর কাবোয়েরোর উপর ভরসা রাখা সম্ভব হচ্ছে না। কাবোয়োরোকে প্রথম গোলরক্ষক হিসেবে বেছে নেওয়া যে সাম্পাওলির মহাভুল, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ক্রোয়েশিয়া ম্যাচ।

দল বাছবেন মেসি! কার উপর ভরসা মহাতারকার

শুধু গোলরক্ষকের পজিশনেই নয়, অন্য পজিশনের কম্বিনেশনও দানা বাঁধেনি। নানা ম্যাচে নানা ছকে ঘেঁটে গিয়েছে আর্জেন্টিনা। সেই যে যোগ্যতা নির্ধারণ পর্ব থেকে শুরু হয়েছে আর্জেন্টিনার পদস্খলন, সেই রোগ সারেনি বিশ্বকাপেও। যে ম্যাচে মেসি ম্যাজিক চলেছে, সেই ম্যাচে ভালো লেগেছে আর্জন্টিনাকে, তারপর বাকিটা জঘন্য।

এই অবস্থায় রাশিয়া বিশ্বকাপে সব থেকে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামছেন মেসিরা। এবার আর সাম্পাওলি নিজের মতো দল করতে পারবেন না। বরং এবার দল গড়তে প্রধান ভূমিকা নেবেন মেসি। সঙ্গে থাকবেন মাসচেরানো ও ম্যানেজার বুরুচাগাও। থাকবেন সাম্পাওলিও, তবে আগের মতো একক সিদ্ধান্ত নিতে পারবেন না তিনি।

স্থির হয়েছে নাইজেরিয়ার বিরুদ্ধে গোলে খেলানো হবে আরমানিকে। কাবোয়েরোর উপর ভরসা রাখছেন না কেউই, তা স্পষ্ট হয়ে গিয়েছিল আগেই। তবে আরমানি নাকি গুজম্যান কে খলেবন গোলে, তা নিয়ে একটি সমীক্ষাও হয়েছে, তাতে ১০ জনের ৯ জনই জানিয়েছেন আরমানির নাম। মেসিদের ভোটও পেয়েছেন আরমানি।

প্রথম একাদশে আগুয়েরোর জায়গায় শুরু করতে পারেন হিগুয়েন। মেসি-মাসচেরানো, বুরুচাগা-সাম্পাওলিরা একটা দল ইতিমধ্যেই বেছে নিয়েছেন। সেই দলে রয়েছেন- আরমানি, তাগলিয়াফিকো, ওটামেন্ডি, মার্কেডো, সালভিও, পেরেজ, মাসচেরানো, বানেগা, ডি'মারিয়া, হিগুয়েন ও মেসি। আক্রমণভাগে পুরনো এই কম্বিনেশন আর্জেন্টিনাকে আলো দেখাতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে বিশ্ববাসী।

এত কিছুর পরও যদি মেসিদের আকাশ আলোকিত না হয়, তবে মেসির মতো উজ্জ্বল নক্ষত্র ঝরে পড়বে অচিরেই। শুধু মেসিই নন, আর্জেন্টিনা দলটাই ভেঙে যেতে পারে এই বিশ্বকাপের ব্যর্থতায়। সেই নিরিখে আর্জেন্টিনা ফুটবল আসন্ন নাইজেরিয়া ম্যাচে দাঁড়িয়ে রয়েছে ঐতিহাসিক সন্ধিক্ষণে।

English summary
Lionel Messi form the first eleven against Nigeria for their most vital match of Fifa World cup 2018. Know, about the combination of Messi’s team Argentina
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X