For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ধাক্কায় এই টুর্নামেন্ট স্থগিত নিয়ে মেসির মন খারাপ, আগামী বছর লিওর সামনে সেরা সুযোগ!

করোনা ধাক্কায় এই টুর্নামেন্ট স্থগিত নিয়ে মেসির মন খারাপ, আগামী বছর লিওর সামনে সেরা সুযোগ!

  • |
Google Oneindia Bengali News

করোনায় কাঁপছে বিশ্ব। ভাইরাস সংক্রমিত বিশ্বে এখন সর্বত্র খেলার দুনিয়ায় বিভিন্ন টুর্নামেন্ট দীর্ঘ সময়ের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে। অলিম্পিক থেকে ইউরো কাপ কোপা আমেরিকার মেগা আসর এক বছর করে পিছিয়েছে। ফলে ২০২০ সালের একধিক টুর্নামেন্ট এবার ২০২১ সালে হবে। ভেস্তে যাওয়া টুর্নামেন্ট নিয়ে এবার মুখ খুললেন মেসি।

কোন টুর্নামেন্ট ভেস্তে যাওয়ায় মেসির মন খারাপ

কোন টুর্নামেন্ট ভেস্তে যাওয়ায় মেসির মন খারাপ

স্প্যানিশ মিডিয়ায় প্রকাশিত খবর অনুযায়ী, কোপা আমেরিকার আসর ভেস্তে যাওয়ার কারণে মেসির মন খারাপ। ২০২০ সালে জুন-জুলাইয়ে ফুটবল দুনিয়ায় অন্যতম সেরা টুর্নামেন্ট কোপা আমেরিকা হওয়ার কথা ছিল। সেই টুর্নামেন্ট এখন ১ বছর পিছিয়ে ২০২১ সালের ১১ জুন থেকে শুরু হবে। ২০২১ সালের ১১ জুলাই পর্যন্ত টুর্নামেন্ট চলবে।

কততম কোপা

কততম কোপা

এবছর ৪৭ তম কোপা আমেরিকার আসর আর্জেন্তিনা ও কলম্বিয়ায় বসার কথা ছিল। করোনা ধাক্কায় টুর্নামেন্ট ১ বছর পিছিয়ে গেলেও ভেন্যুতে কোনও পরিবর্তন হচ্ছে না। ২০২১ সালে এই দুই ভেন্যুতেই টুর্নামেন্ট আয়োজিত হবে।

মেসির সামনে সেরা সুযোগ

মেসির সামনে সেরা সুযোগ

আগামী বছর ঘরের মাঠে কোপা খেলতে নামবে আর্জেন্তিনা। সেই আসরে কোপার ট্রফি খরা কাটানোর সেরা সুযোগের সামনে মেসি।

শেষ তিনবারের কোপায় মেসিদের পারফর্ম্যান্স

শেষ তিনবারের কোপায় মেসিদের পারফর্ম্যান্স

কোপা আমেরিকায় শেষ তিনবারের মধ্যে গতবার ২০২৯ সালে মেসির আর্জেন্তিনা তৃতীয় স্থান অধিকার করেছিল। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে চিলির কাছে পেনাল্টি শুট আউটে আর্জেন্তিনা ফাইনাল হারে।

ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি

ফুটবল থেকে অবসর নিয়েছিলেন মেসি

২০১৬ আমেরিকার মেটলাইফ স্টেডিয়ামে চিলির কাছে হেরে কান্নায় ভেঙে পড়া অবস্থায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন মেসি। পরবর্তীকালে ফ্যানেদের আবেদনে দেশের জার্সিতে ফিরে এসে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ ও ২০১৯ কোপা আমেরিকার আসরে খেলেছেন লিও।

English summary
Lionel Messi opens up on Copa America postponement due to coronavirus pandemic
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X