For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বার্সেলোনা ছাড়লে কোথায় খেলবেন মেসি, স্পষ্ট করলেন স্বয়ং আর্জেন্তাইন কিংবদন্তি

বিশ্বকাপের আগে ফের একবার লিওনেল মেসি জানিয়ে দিলেন ফেভারিট দল হিসেবে ২০১৮ ফিফা ওর্য়ান্ড কাপে অংশ নিচ্ছে না আর্জেন্টিনা। মেসি মনে করেন আর্জেন্তিনার থেকেও একাধিক ভাল দল আছে এই বিশ্বকাপে।

Google Oneindia Bengali News

বিশ্বকাপের আগে ফের একবার লিওনেল মেসি জানিয়ে দিলেন ফেভারিট দল হিসেবে ২০১৮ ফিফা ওর্য়ান্ড কাপে অংশ নিচ্ছে না আর্জেন্টিনা। সমর্থকদের উদ্দেশ্যে মেসির নিজের বার্তায় জানিয়ে দিলেন আর্জেন্তিনার থেকেও ভাল দল আছে যারা এই বিশ্বকাপে অংশ নিতে চলেছে। ফলে সমর্থকদের বাস্তবে পা রেখেই আশা রাখা উচিৎ। পাশাপাশি তিনি আশ্বস্ত করেন বিশ্বকাপ ঘরে তোলার জন্য নিজেদের সবকিছু দিয়ে লড়াই চালাবে আর্জেন্তিনার ফুটবলাররা।

বার্সেলোনা ছাড়লে কোথায় খেলবেন মেসি, স্পষ্ট করলেন স্বয়ং আর্জেন্তাইন কিংবদন্তি

একটি সাক্ষাৎকারে মেসি বলেন, 'সমর্থকদের জানা প্রয়োজন আমরা ফেভারিট হিসেবে রাশিয়ায় যাচ্ছি না। কিন্তু আমাদের দলে এক ঝাঁক ভাল ফুটবলার রয়েছে এবং খেতাবি লড়াইয়ের জন্য আমরা তৈরি।'
এই বিশ্বকাপে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের সম্ভবনার সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ফুটবলের রাজপুত্র বলেন,'আমি বিশ্বাস করি আর্জেন্তিনার এই দল বিশ্বকাপ জিততে সক্ষম। আমার সম্পূর্ণ ভরসা আছে এই দলের উপর। আমাদের একাধিক ভাল ফুটবলার এবং তরুণ প্রতিভাবান প্লেয়ার রয়েছে। কিন্তু সমর্থকদের কখনই বদতে পারি না যে আমরাই সেরা। কারণ আমাদের থেকেও কয়েকটি দল ভাল রয়েছে।'

মাত্র ১৩ বছর বয়সে বার্সেলোনায় আসেন মেসি এবং তিনি চাইলে বিশ্ব ফুটবলে প্রতিনিধিত্ব করতেই পারতেন স্পেনের হয়ে। এই বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি স্পষ্ট জানিয়ে দেন একমাত্র আর্জেন্তিনার হয়েই বিশ্বকাপ জেতার স্বপ্ন দেখেন তিনি।

তিনি বলেন, 'একদিন এক বন্ধুর সঙ্গে আলোচণার সময়ে সে আমাকে বলে যে তুমি যদি স্পেনে থাকতে তাহলে এত দিনে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে যেতে।'

জবাবে মেসি বলেন, 'আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জেতা আর স্পেনের হয়ে বিশ্বকাপ জেতাটা কখনই এক নয়। এবং এটা কখনও আমার মাথায়ও আসেনি।'

বার্সেলোনা ছাড়লে কোথায় খেলবেন মেসি, স্পষ্ট করলেন স্বয়ং আর্জেন্তাইন কিংবদন্তি

শুধু আর্জেন্তিনার হয়েই খেলার স্বপ্নই যে মেসি দেখেন তেমনটা নয়, মেসি স্বপ্ন দেখেন আর্জেন্তিনার মাটিতে তাঁর ছোটবেলার ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজের হয়ে খেলার, যেখানে ফুটবলে হাতেখড়ি হয়েছিল তাঁর। মেসি বলেন, 'ইউরোপে আমরা একটাই ক্লাব এবং সেটা বার্সেলোনা। আমি সব সময়েই বলেছি যে কখনও না কখনও আমি আর্জেন্তিনায় খেলতে চাই এবং সেটা ওল্ড বয়েজের হয়ে। কম করে ছ'মাস হলেও আমি খেলতে চাই ছোট বেলার ক্লাবে।'

বার্সেলোনা ছাড়লে কোথায় খেলবেন মেসি, স্পষ্ট করলেন স্বয়ং আর্জেন্তাইন কিংবদন্তি

English summary
Football legend lionel messi says that they are not the favourite in 2018 fifa world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X