For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেকর্ড অক্ষতই রয়ে গেল মেসির! প্রি-কোয়ার্টারেই মহাতারকার মহাপতন রাশিয়া বিশ্বকাপে

শেষ রক্ষা হল না ২-১ গোলে এগিয়ে গিয়েও ৩-৪ ফলে ফ্রান্সের কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেল মেসির। নকআউটের প্রথম ম্যাচেই মহাতারকার মহাপতন হয়ে গেল।

Google Oneindia Bengali News

আজ পর্যন্ত কোনও বিশ্বকাপের নক আউট পর্বে গোল করেত পারেননি মেসি। ফুটবল বিশ্ব আশায় ছিল, এবার বুঝি সেই বদনাম ঘোচাবেন মেসি এবং দলকে কোয়ার্টার ফাইনালে তুলবেন। কিন্তু শেষ রক্ষা হল না ২-১ গোলে এগিয়ে গিয়েও ৩-৪ ফলে ফ্রান্সের কাছে বিশ্বকাপ শেষ হয়ে গেল মেসির। নকআউটের প্রথম ম্যাচেই মহাতারকার মহাপতন হয়ে গেল।

রেকর্ড অক্ষতই রয়ে গেল মেসির! বিদায় আর্জেন্তিনার

এবার বিশ্বকাপের শুরু থেকেই খোঁড়াতে শুরু করেছিল আর্জেন্তিনা। আইসল্যান্ডের কাছে ড্র-এর পর ক্রোয়েশিয়ার কাছে লজ্জার হার। তখনই মনে হয়েছিল, এ আর্জেন্তিনা তৈরি নয়। তারপর দেওয়ালে পিঠ থেকে যাওয়া মেসিরা লড়াই করে নাইজেরিয়া হারিয়ে নক আউট পর্বে উন্নীত হয়। কিন্তু নকআউট উঠলেও মেসিরা যে নকআউট হয়ে যেতে পারেন যে কোনও ম্যাচেই এই আতঙ্ক ছিলই।

সেই আতঙ্ককেই সত্যি করে দেখালেন এমবাপেরা। দ্বিতীয়ার্ধে এমবাপে ঝড়ে স্রেফ উড়ে গেল আর্জেন্তিনা। পর পর তিন গোল। তখন আর্জেন্তিনা এগিয়ে রয়েছে ২-১ গোলে। এরপর মাত্র ১৫ মিনিটে সব শেষ। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিট থেকে ৭০মিনিটের মধ্যে তিন গোলেই স্বপ্ন শেষ নীল-সাদা জার্সিধারীদের।

তবু আশায় বুক বেঁধেছিলেন আপামর আর্জেন্তিনা সমর্থকরা। মেসি ম্যাজিক দেখাবেন, খেলায় ফিরে আসবে আর্জেন্তিনা। কিন্তু মাথা কুড়েও গোল করতে ব্যর্থ। মেসি একটি সুযোগও তৈরি করেছিলেন। কিন্তু তা থেকে ফসল তুলতে ব্যর্থ। বল সরাসরি ফ্রান্সের গোলরক্ষকের হাতে চলে যায়। সেইসঙ্গে রেকর্ড অক্ষত থাকে মেসির। তবে একেবারে শেষলগ্নে মেসির পাস থেকে আগুয়েরোর গোলে ব্যবধান কমলেও, তা মুছে ফেলতে পারেনি আর্জেন্তিনা। ফলে বিদায় নিশ্চিত হয়ে যায় মেসিদের।

এদিকে নক আউটে গোল করতে না পারার রেকর্ড অক্ষত থাকলেও, এদিন মেসি চেষ্টার কসুর করেননি। তাঁর পাস থেকে দু-দুটি গোল হয়েছে। উপভোগ্য ম্যাচ হয়েছে দু-দলের। আসল ফারাকটা হয়ে গিয়েছে ফ্রান্সের মাঝমাঠ ও আক্রমণ ভাগের তালমিল, রক্ষণও জমাটি। ফলে আর্জেন্তিনা সুবিধা করতে পারেনি। উল্টোদিকে আর্জেন্তিনার না ছিল কোনও তালমিল, না ছিল কোনও পরিকল্পনা। যার খেসারত দিতে হল রাশিয়া বিশ্বকাপে।

English summary
Lionel Messi still fails to goal in knockout stage in Fifa World Cup. Argentina knocks out from Russia world cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X