For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তবে কি বার্সা ছেড়ে ইন্টারে লিওনেল মেসি? কী জানালেন ফুটবলার নিজে

তবে কি বার্সা ছেড়ে ইন্টারে লিওনেল মেসি? কী জানালেন ফুটবলার নিজে

  • |
Google Oneindia Bengali News

বার্সালোনা ছেড়ে ইন্টার মিলানে যাচ্ছেন লিওনেল মেসি, এই খবর ফুটবল মহলে ঘুরছে বেশি কিছুদিন ধরে। খবর রটে, করোনা ভাইরাসের জেরে লকডাউনের মধ্যেই ইতালিয় ক্লাব কর্তাদের সঙ্গে মেসির এই ইস্যুতে কথা হয়েছে। যদিও সেসব দাবি সরাসরি উড়িয়ে দিয়েছেন আর্জেন্টাইন তারকা নিজে। প্রাক্তন ক্লাব সতীর্থ তথা ব্রাজিলিয় কিংবদন্তি রোনাল্ডিনহোর জামিনের জন্য অর্থ দেওয়ার জল্পনাও উড়িয়ে দিয়েছেন এলএম টেন।

জল্পনা এক

জল্পনা এক

এক টুইট বার্তাকে ঘিরে যত জল্পনার সূত্রপাত। ওই বার্তায় এক সংস্থার তরফে দাবি করা হয়, বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির এত বছরের সম্পর্কে বিচ্ছেদ ঘটতে চলেছে। কারণ আর্জেন্টাইন ফুটবল তারকা স্প্যানিশ ক্লাব ছেড়ে ইতালিয় লিগ সিরি এ-র ক্লাব ইন্টার মিলানে যোগ দিচ্ছেন বলে খবর রটে যায়।

জল্পনা দুই

জল্পনা দুই

একই টুইট বার্তায় দাবি করা হয়, প্রাক্তন ক্লাব সতীর্থ তথা ব্রাজিলিয় কিংবদন্তি রোনাল্ডিনহো-কে জেল থেকে ছাড়াতে টাকা দিয়েছেন লিওনেল মেসি। বার্সেলোনায় একসঙ্গে খেলাকালীন দুই ফুটবল তারকার মধ্যে বন্ধুত্ব নিবিড় হয়। সেই সম্পর্কের জায়গা থেকেই ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের অন্যতম সদস্য রোনাল্ডিনহো-কে সাহায্যের হাত বাড়িয়েছেন মেসি, এমনই খবর নিয়ে আলোড়ন পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

মিথ্যা এক

মিথ্যা এক

তিনি বার্সেলোনা ছেড়ে ইন্টার মিলানে যাচ্ছেন বলে যে জল্পনার উদয় হয়েছে, তা সরাসারি উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। সাফ জানিয়েছেন, বিষয়টি পুরোপুরি ভুয়ো এবং মিথ্যা। এই খবর বিশ্বাস না করার জন্য ভক্তদের ধন্যবাদও জানিয়েছেন এলএম টেন।

মিথ্যা দুই

মিথ্যা দুই

রোনাল্ডিনহো-কে সাহায্য করার বিষয়টিও সাফ উড়িয়ে দিয়েছেন লিওনেল মেসি। উল্লেখ্য, নকল পাসপোর্ট সহ গ্রেফতার হওয়া প্রাক্তন ব্রাজিলিয় তারকাকে সম্প্রতি প্যারাগুয়ের জেল থেকে মুক্তি দেওয়া হলেও, ঘরবন্দি করে রাখা হয়েছে। প্রশাসনের অনুমতি ব্যতিরেকে কোথাও বেরোতে পারবেন রোনাল্ডিনহো ও তাঁর ভাই।

English summary
Lionel Messi turned down the report to join Inter Milan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X