For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিরোপার দিকে ছুটছে লিভারপুল, জয়ে ফিরল টটেনহ্যাম

প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার দিকে ছুটে চলেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচেও বড় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল লিভারপুল।

Google Oneindia Bengali News

প্রথম প্রিমিয়ার লিগ শিরোপার দিকে ছুটে চলেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে শনিবারের ম্যাচেও বড় জয় তুলে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থান আরও পাকাপোক্ত করল লিভারপুল। বোর্নমাউথকে ৩-০ গোলে হারিয়ে নিজেদের ইতিহাসে প্রথম প্রিমিয়ার লিগ শিরপার আরও কাছে চলে গেল জুর্গেন ক্লপের দল।

৩৫ মিনিটে এগিয়ে যায় লিভারপুল

এবারের প্রিমিয়ার লিগে শনিবার নিজেদের ১৬তম ম্যাচে নেমেছিল লিভারপুল। দাপুটে শুরুর পরেও গোল পেতে প্রথমার্ধের অনেকটা সময় লেগেছে ক্লপের শিষ্যদের। প্রথম সফলতা আসে খেলার ৩৫ মিনিটে। হেন্ডারসন বল ডিবক্সের কাছে চেম্বারলিনের কাছে পাঠালে জালে জড়াতে ভুল করেননি তিনি। প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগ মুহুর্তে ব্যবধান দ্বিগুণ করেন কেইটা। ডি-বক্সের ভিতর তিনজনকে কাটিয়ে বল কেইটাকে পাস করেন সালাহ। বল পেয়ে লক্ষ্যভেদ করেন তিনি।

১৬ ম্যাচ অপরাজিত রইল লিভারপুল

দ্বিতীয়ার্ধে খেলতে নেমে শুরুতেই গোল করে ব্যবধান বাড়ান সালাহ। খেলার ৫৪ মিনিটে নিশ্চিত গোলের সুযোগ পান কেইটা। কিন্তু তিনি নিজে শট না নিয়ে বল বাড়িয়ে দেন সালাহর জন্য। বল পেয়ে ভুল করেননি তিনি। বাকি সময় আর গোল না হওয়ায় ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিভারপুল। টানা ১৬ ম্যাচ অপরাজিত আছে লিভারপুল। শুধু মাত্র একটি ম্যাচ ড্র করে লিভারপুলের পয়েন্ট ৪৬।

জয়ে ফিরেছে টটেনহ্যাম হটস্পারও

এদিকে জয়ে ফিরেছে আগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হারের স্বাদ পাওয়া টটেনহ্যাম হটস্পারও। নিজেদের মাঠে বার্নলির বিপক্ষে প্রথমার্ধেই বড় জয় নিশ্চিত হয়ে যায় টটেনহ্যামের। ৯ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় কেন-সনরা। এরপর ৩২ মিনিটে চলতি মরশুমের অন্যতম সেরা গোলটি করেন হিউন-মিন সন। প্রথমার্ধের আগেই প্রতিপক্ষের জালে ৩ বার বল জড়িয়ে বিরতিতে যায় নর্থ লন্ডনের ক্লাব। এরপর ৫৪ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন হ্যারি কেন। ৭৪ মিনিটে মুসা সিসিকে গোল পেলে ৫-০ ব্যবধানের বড় জয় নিশ্চিত হয় স্পারদের।

চেলসির হার

দুই জায়ান্ট নিজ নিজ ম্যাচে বড় জয় পেলেও এভারটনের কাছে হেরে বসে চেলসি। এভারটনের মাঠে রিচার্লিসনের গোলে পঞ্চম মিনিটে পিছিয়ে পড়ে চেলসি। পরে ডমিনিক কাল্ভার্ট-লেউইন গোল করলে বিপদ হয় দ্বিগুণ। ৫২ মিনিটে মাতেও কোভাচিচ এক গোল শোধ দিলেও ৮৪ মিনিটে ডমিনিক নিজের দ্বিতীয় গোলটি করে বসলে ৩-১ ব্যবধানে হেরে যায় চেলসি। শেষ চার ম্যাচে এটি ব্লুজদের তৃতীয় হার।

লিগে কে কোথায়

১৬ ম্যাচে ৪৬ পয়েন্টে যথারীতি শীর্ষে লিভারপুল। সমান ম্যাচে ২৯ পয়েন্টে চারে চেলসি। ২৩ পয়েন্টে টেবিলের পাঁচে আছে টটেনহ্যাম।

English summary
liverpool and tottenham win their matches in premier league but chelsea loses
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X