For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যালারিতে ৫২ হাজার দর্শক! করোনা কেড়ে নিল ৪১ প্রাণ! ফুটবল দুনিয়ায় জোর বিতর্ক

গ্যালারিতে ৫২ হাজার দর্শক! করোনা কেড়ে নিল ৪১ প্রাণ! ফুটবল দুনিয়ায় জোর বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

মারণ করোনায় বলি ৪১ জন! যা নিয়ে আফসোস করছে ইংল্যান্ড ফুটবল সংস্থা ও লিভারপুল শহরের প্রশাসন। করোনা পরবর্তী ফুটবলে ঢাকে কাঠি পড়ার আগে ইংল্যান্ড জুড়ে এখন সমালোচনা শুরু।

অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ

এনএইচএসের নতুন গবেষণায় বিস্ফোরক তথ্য উঠে এসেছে। ১১ মার্চ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর দ্বিতীয় দফার ম্যাচ ছিল। সেই ম্যাচে লিভারপুল ঘরের মাঠে অ্যাটলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়।

গ্যালারি ৫২ হাজার দর্শক

গ্যালারি ৫২ হাজার দর্শক

যে ম্যাচে ৫২ হাজার দর্শক মাঠে এসে ম্যাচ দেখেছিলেন। তার মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪১ জন মারা গিয়েছেন বলে রিপোর্টে উঠে আসছে। যা নিয়ে এখন আফসোস করছে ইংল্যান্ড ফুটবল সংস্থা।

মাদ্রিদ থেকে সমর্থক এসেছিলেন

মাদ্রিদ থেকে সমর্থক এসেছিলেন

মার্চে দ্বিতীয় সপ্তাহে স্পেনে করোনা পুরোদমে ছড়িয়ে পড়লেও ইংল্যান্ড সেই সময় সতর্ক হয়নি। যেকারণে সামাজিক দূরত্ব বজার রাখা নিয়ে নির্দেশিকা জারি ছিল না। রিপোর্ট বলছে, এই ম্যাচে মাদ্রিদ থেকে তিন হাজার সমর্থক এসেছিলেন।

স্পেনীয় দর্শক থেকেই কী করোনা সংক্রমণ?

স্পেনীয় দর্শক থেকেই কী করোনা সংক্রমণ?

স্পেনীয় দর্শক থেকে করোনা ছড়িয়েছে বলে অনুমান। কিছুদিন আগে, মাদ্রিদের মেয়র জোস লুইস মার্তিনো স্পেন থেকে করোনা আবহে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ দেখতে সমর্থকদের পাঠানো উচিত হয়নি বলে মন্তব্য করেছেন।

কেন দর্শকশূন্য নয় উঠছে প্রশ্ন

কেন দর্শকশূন্য নয় উঠছে প্রশ্ন

ইংল্যান্ড ফুটবল মহলে প্রশ্ন উঠছে মার্চের দ্বিতীয় সপ্তাহে করোনা আবহে যখন পাব, হোটেল বন্ধ করে দেওয়া হচ্ছিল, ইংল্যান্ডের খেলার মাঠে তখন কেন দর্শক ঢুকতে দেওয়া বন্ধ করা হয়নি? করোনা ছড়িয়ে পড়ার আশঙ্কার মাঝেও কেন অ্যানফিল্ডের ঐ ম্যাচটি দর্শকশূন্য রাখা হল না সেই নিয়ে সমালোচনা শুরু হয়েছে। গ্যালারি সেদিন দর্শকশূন্য হলে, এই ৪১ জনের মৃত্যু হত না বলেই রিপোর্টে উঠে এসেছে।

চরম শত্রু হলেও আমাদের বন্ধুত্ব উদাহরণ হত, বিরাটকে নিয়ে কেন এমন বললেন শোয়েবচরম শত্রু হলেও আমাদের বন্ধুত্ব উদাহরণ হত, বিরাটকে নিয়ে কেন এমন বললেন শোয়েব

English summary
Liverpool vs Atletico Madrid in Champions League at Anfield on March 11, cause 41 death by Corona spread
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X