For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে ফের কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

  • |
Google Oneindia Bengali News

লিভারপুল এফসি-কে টাইব্রেকারে হারিয়ে ১১১ বছরের পুরনো কমিউনিটি শিল্ড ঘরে তুলল ম্যাঞ্চেস্টার সিটি। নির্ধারিত সময়ে ১-১ ফলে ম্যাচ অমীমাংসিত থাকে। পেনাল্টি শ্যুট আউটে ৫-৪ গোলে ম্যাচ জিতে নেয় সিটি। এই নিয়ে সর্বাধিক কমিউনিটি শিল্ডের খেতাবও জিতল পেপ গুয়ার্দিওলার দল। গত বছরও এই খেতাব জিতেছিল তারা।

লিভারপুলকে টাইব্রেকারে হারিয়ে কমিউনিটি শিল্ড চ্যাম্পিয়ন ম্যাঞ্চেস্টার সিটি

ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণে ঝাঁঝ বাড়ায় ম্যাঞ্চেস্টার সিটি। লিভারপুলের ডি-বক্সে একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ম্যান সিটির খেলোয়াড়েরা। ম্যাচের ১২ মিনিটের মাথায় গোল করে গুয়ার্দিওলার দলকে এগিয়ে দেন ইংল্যান্ড স্ট্রাইকার রাহিম স্টারলিং। প্রথমার্ধে আর ম্যাচে ফিরতে পারেনি লিভারপুল।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই ম্যাচে ফেরার মরিয়া চেষ্টা করেন লাল জার্সিধারীরা। কাউন্টার অ্যাটাকে বেশ কয়েকটি দুর্দান্ত মুভ তৈরি করে ইয়ুর্গান ক্লপের দল। জোয়েল মাটিপের ৭৭ মিনিটের গোলে ম্যাচে সমতায় ফেরে লিভারপুল। নির্ধারিত সময়ে কোনও দলই আর কোনও গোল পায়নি। গোল আসেনি ম্যাচের অতিরিক্ত সময়েও।

টাইব্রেকারের মাধ্যমে ম্যাচের ফলাফল বের করা হয়। ম্যাঞ্চেস্টার সিটির হয়ে বল জালে জড়ান গ্যাব্রিয়াল জেসুস, ওল্কজান্ডার জিঙ্কচেঙ্কো, ফিল ফোডেন, বার্নার্ডো সিলভা ও ইকে গুন্ডোগান। লিভারপুলের হয়ে মহম্মদ শালাহ, অ্যালেক্স ওক্সলেড-চেম্বারলেইন, অ্যাডাম লাল্লানা ও জার্ডান শাকিরি টাইব্রেকারে গোল করেন। শট মিস করেন জিওর্জিনো উইজনালডাম।

English summary
Manchester City beat Liverpool on penalties to lift Community shield
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X