For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনাল্টি মিসের পর বর্ণবৈষম্যের শিকার পোগবা, পাশে ম্যান ইউ


 উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে তিনি পেনাল্টি মিস না করলে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচ জিততে পারত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড।

  • |
Google Oneindia Bengali News

উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে তিনি পেনাল্টি মিস না করলে হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগের ওই ম্যাচ জিততে পারত ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। প্রথম ম্যাচে লিভারপুলের বিরুদ্ধে বড় ব্য়বধান জয়ের পর দলের এই পরিণতি মেনে নিতে পারেননি ম্যান ইউ-র সমর্থকরা। তাঁদের মধ্যে কয়েক জন সেই পেনাল্টি মিস করা ফুটবলার পল পোগবাকে এমন কিছু বলেছেন যে তা শালীনতার মাত্রা ছাড়িয়েছে। এর তীব্র নিন্দা করেছেন ওল্ড ট্রাফোর্ডের ক্লাব।

কী হয়েছিল

কী হয়েছিল

ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচে উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে খেলতে নেমেছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। খেলার ফল ১-১ গোলে আটকে যায়। ম্য়াচের গুরুত্বপূর্ণ মুহূর্তে পেনাল্টি মিস করেন ম্য়ান ইউ-র ফরাসি তারকা পল পোগবা। ওই গোলটি পেলে ম্যাচ জিততে পারত ওল্ড ট্রাফোর্ডের দল।

প্রতিক্রিয়া

প্রতিক্রিয়া

অভিযোগ, উলভারহ্যাম্পটনের বিরুদ্ধে পেনাল্টি মিসের জন্য সোশ্যাল মিডিয়ায় পল পোগবাকে বর্ণবৈষম্য মূলক মন্তব্য করেন কিছু ম্যাঞ্চেস্টার ইউনাইটেড সমর্থক।

 পাশে ম্যান ইউ

পাশে ম্যান ইউ

ঘটনার তীব্র নিন্দায় সরব হয়ে দলের মিড ফিল্ডার পল পোগবার পাশে দাঁড়িয়েছে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। এক বিবৃতিতে তারা জানিয়েছে, ক্লাবের লড়াই বর্ণবৈষম্যের বিরুদ্ধে। কিছু মানুষের জন্য ক্লাবের ইমেজ খারাপ করতে দেওয়া যায় না বলে জানিয়েছে ম্যান ইউ কর্তৃপক্ষ।

সতীর্থদের মন্তব্য

সতীর্থদের মন্তব্য

পল পোগবার ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সতীর্থ মার্কাস রাশফোর্ড এবং হ্যারি মাগুইরে ফরাসি তারকার সঙ্গে এমন আচরণের তীব্র নিন্দা করেছেন। তাদের বক্তব্য, ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি পরিবারের মতো। পল পোগবা সেই পরিবারের অবিচ্ছেদ্য অঙ্গ।

English summary
Manchester United stands beside Paul Pogba on racial abuse
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X