For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভাইরাল ভিডিও! স্থূল চেহারায় বল নাচানো ইনি কি সত্যিই সৌরভের ফেভারিট মারাদোনা

স্থূল চেহারায় টেনিস কোর্টে পায়ে বল নিয়ে ড্রিবলিং ! ইনি সত্যিই কি মারাদোনা?

  • |
Google Oneindia Bengali News

স্থূল চেহারায় টেনিস কোর্টে পায়ে বল নিয়ে ড্রিবলিং দেখাচ্ছেন! ইন্টারনেট ঘাটতে ঘাটতে এই ভিডিও আপনার চোখেও পড়েছে। আর পাঁচটা ফুটবল ফ্যানের মতো আপনিও ভিডিও ক্লিক করে বল পায়ে স্থূল চোহারার মানুষটির ম্যাজিক দেখে মুগ্ধ। পরমূহর্তে নোটিশ করলে মনে হচ্ছে হ্যাঁ, ইনিই তো আর্জেন্তাইন ফুটবলের রাজপুত্র, ইনি তো দিয়েগো আর্মান্ডো মারাদোনা। ফুটবল ছাড়ার পর মারাদোনা লাগামছাডা় জীবনযাপন করেন সবার জানা। সেই প্রভাবেই কী এমন লাগামছাড়া স্থূল হয়েছেন দিয়েগো?

হুবহু মারাদোনা

হুবহু মারাদোনা

একনজর দেখলে মনে হতেই পারে ইনি দিয়েগো মারাদোনা! হাঁটা চলা থেকে মাথার চুল, কথা বলার স্টাইল সবেতেই মারাদোনার ছাপ রয়েছে। কিন্তু আদৌতে ইনি একজন অভিনেতা!

সত্যিই কি ইনি মারাদোনা

সত্যিই কি ইনি মারাদোনা

ভিডিওতে মারাদোনার মতো দেখতে লোকটি আসলে মারাদোনার চেহারার লুক-এলাইক। ইনি আর্জেন্টিনার অভিনেতা রলি সেরানো।

কোনটা সত্যি

হাঁটা চলা থেকে অভিব্যক্তি সবেতেই কিংবদন্তির ছাপ থাকলেও ইনি আসলে ইনি মারাদোনা নন, মারাদোনার চরিত্রে রলি সেরানোর অভিনয় করেছেন। ২০১৫ সালে ইতালিয়ান ছবি 'ইয়ুথ' এ ইনি মারাদোনার ভূমিকাতেই অভিনয় করেছিলেন। সেই ছবিরই একটি অংশ সম্প্রতি ভাইরাল হয়। ফুটবল রাজপুত্রের এই ভূমিকাতেই অভিনয়ের সময়ে রলি সেরানোর বল পায়ে টেনিস কোর্ট মাতানোর ভিডিও ছড়িয়ে পড়তে সবাই তাঁকে মারাদোনা বলে গুলিয়ে ফেলা হয়েছে।

মারাদোনা এখন কোথায়?

মারাদানো এই মুহূর্তে আর্জেন্তিনার ক্লাব দে জিমনেসিয়ামে কোচিং করান। সত্যি বলতে ভিডিও দেখে ফ্যানেরা মারাদোনাকে যতটা আনফিট ভেবেছিলেন, চেহারা অবনতি হলেও দিয়েগো এখনও কিন্তু এতটাও স্থূল নন!

ইস্টবেঙ্গলের মতো ভুল করেনি মোহনবাগান,ফুটবলারদের সঙ্গে চুক্তি নিয়ে নেই কোনও সমস্যা ইস্টবেঙ্গলের মতো ভুল করেনি মোহনবাগান,ফুটবলারদের সঙ্গে চুক্তি নিয়ে নেই কোনও সমস্যা

English summary
Maradona lookalike has gone viral,spotted hitting tennis balls up in the air using his feet
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X