For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাতীয় দল থেকে অবসর নাও! মেসির জন্য এ কী বার্তা দিলেন মারাদোনা

আর্জেন্টিনার ফুটবলে সবকিছুর জন্যই তাকে দোষারোপ করা হয়। তাই আন্তর্জাতিক দায়িত্ব থেকে মেসি-র অবসর নেওয়া উচিত বলে মনে করেন মারাদোনা।

Google Oneindia Bengali News

মেসিকে আর জাতীয় দলে দেখতে চাইছেন না কিংবদন্তি আর্জেন্টাইন ফুটবলার দিয়েগো আর্মান্ডো মারাদোনা। তিনি জানিয়েছেন মেসিকে তিনি ইবসর নেওয়ার পরামর্শ দেবেন। তাহলে কী তিনিও অনেকের মতো মেসি বিরোধী হয়ে গেলেন?

জাতীয় দল থেকে অবসর নাও! মেসির জন্য এ কী বার্তা দিলেন মারাদোনা

৩১ বছরের লিওনেল মেসিকে জাতীয় দলের শেষ দেখা গিয়েছিল ফিফা বিশ্বকাপে। শেষ ষোলয় ফ্রান্সের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ জেতার দৌড় থেকে আর্জেন্টিনা ছিটকে গিয়েছিল সেই ম্যাচে। তারপর সেপ্টেম্বরে জাতীয় দলের হয়ে ফিফা ফ্রেন্ডলি ম্যাচে খেলেননি তিনি। আসন্ন ইরাক ও ব্রাজিলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচেও তিনি খেলবেন না।

এরপরই, ১৯৮৬ সালে একক দক্ষতায় আর্জেন্টিনা বিশ্বকাপ দেওয়া মারাদোনা বলে দিলেন, মেসির জাতীয় দল থেকে অবসর নিয়ে নেওয়া উচিত। সাংবাদিকরা মারাদোনাকে প্রশ্ন করেন, মেসিকে তিনি কী বার্তা দিতে চান? ফুটবলের রাজপুত্র বলেন, 'ওকে বলবো, আর (জাতীয় দলে) ফিরে যেও না।'

তিনি অবশ্য মেসির উপর বিরক্ত নন, তিনি বিরক্ত আর্জেন্টাইন ফেডারেশন ও তাদের সমর্থকদের উপর। তিনি বলেন, 'আর্জেন্টিনার অনুর্ধ ১৫ দল হারলেও সেটা মেসির দোষ হয়।আর্জেন্টিনার ক্লাব ম্যাচে যদি রেসিং বোকা জুনিয়র্সের কাছে হারে তাহলেও মেসিকেই দোষ দেওয়া হয়। সবসময়ই যেন ওরই ভুল।' এরপরই তিনি বলেন, 'আমি বলব আর জাতীয় দলে যেও না। দেখি ওরা কীভাবে সামলায়।'

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে চিলির বিরুদ্ধে পেনাল্টি মিস করেছিলেন মেসি। তারপর হতাশায় জাতীয় দল থেকে অবসরও নিয়ে নিয়েছিলেন। এরপর যখন রাশিয়া বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে একের পর এক ম্যাচ হেরে বিপদে পড়েছিল আর্জেন্টিনা, তখন আবার তিনি অবসর ভেঙে দলে ফিরে আসেন।

প্রায় একক দক্ষতায় দলকে বিশ্বকাপের মূল পর্বে তুলেছিলেন। কিন্তু তারপরেও বিশ্বকাপের শেষ ষোল থেকে বিদায় নেওয়ার পর তাঁর সমালোটনা হয়েছে। মেসি কিন্তু বিশ্বকাপের পর থেকে জাতীয় দলে খেলার ব্যাপারে মুখে রা-টি কাড়েননি। তবে তিনি ফের একবার অবসর নিয়ে নিতে পারেন বলে জল্পনা রয়েছে।

English summary
Messi was constantly blamed for everything in Argentina football. Therefore, Maradona thinks that he should retire from the international duty.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X