For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনাল্টি মিসেও মেসির মাশে মারাদোনা! তবে আর্জেন্তিনার কোচকে বিঁধলেন কটাক্ষে

মেসির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে আর্জেন্তিনার শেষ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা জানিয়ে দিলেন, মেসির পেনাল্টি মিসে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি।

Google Oneindia Bengali News

আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচে পেনাল্টি নষ্টের পর মেসি পাশে গেলেন ফুটবল রাজপুত্র মারাদানোকে। মেসির দিকে সমর্থনের হাত বাড়িয়ে দিয়ে আর্জেন্তিনার শেষ বিশ্বকাপ জয়ের নায়ক মারাদোনা জানিয়ে দিলেন, মেসির পেনাল্টি মিসে মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি। স্বাভাবিক নিয়মেই মিস হয়েছে। এটা একেবারেই খেলার অঙ্গ। আমিও আমার খেলোয়াড়ি জীবনে পাঁচটি পেনাল্টি মিস করেছি।

মেসির মাশে মারাদোনা!

বিশ্বকাপের প্রথম ম্যাচেই আইসল্যান্ডের বিপক্ষে পেনাল্টি মিস করে জয় হাতছাড়া করায় মেসির সমালোচনায় মুখর হয়ে ওঠে ফুটবল বিশ্ব। তবু তাঁদের মধ্যে মেসি এমন একজনকে পাশে পেয়ে গেলেন যার সান্ত্বনায় হতাশা ভুলতে পারবেন স্বয়ং মেসিও। তিনি আর কেউ নন, স্বয়ং মারাদোনা, শতাব্দীর সেরা ফুটবলার।
মারাদোনা বলেন, আমি পেনাল্টি মিস করেছি, তাতে আমার গরিমা এতটুকু ক্ষুণ্ণ হয়নি। মেসিরও হবে না।

মেসি এমন কীর্তি গড়েছে, তাতে একটা পেনাল্টি মিসে তা চাপা পড়ে যাবে না। পেনাল্টি মিস হয়ই। সেটা বিশ্বকাপের আসরে হয়েছে বলেই এত সমালোচনা হচ্ছে। আমার বিশ্বাস, শীঘ্রই মেসি ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। আর্জেন্তিনাকে আবার দয়ের সরণিতে নিয়ে যেতে পারবে।

তবে মেসির পাশে দাঁড়ালেও এদিন আর্জেন্তিনার কোচ সাম্পাওলির সমালোচনা করেন মারাদোনা। তিনি বলেন, আর্জেন্তিনা যেভাবে খেলছে, তাতে কোনও আশা তিনি দেখতে পাচ্ছেন না। তাঁর পরিকল্পনায় কিছু পরিবর্তন ঘটাতে হবে। আমার বিশ্বাস এই আর্জেন্তিনা দলের মধ্যে বিশ্বজয়ের ক্ষমতা রয়েছে। শুধু সঠিকভাবে পরিচালনার দরকার। সেখানেই গাফিলতি রয়ে যাচ্ছে। তার ফল ভুগতে হচ্ছে মেসির মতো ফুটবলারদের।

মারাদোনা বলেন, আমার বিশ্বাস আর্জেন্তিনা এই বিশ্বকাপেই ঘুরে দাঁড়াবে। মেসির মতো ফুটবলার রয়েছে দলে। ফলে অনেক কিছুই ঘটতে পারে। উল্লেখ্য, মেসি আর্জেন্তিনার হয়ে ১৬টি পেনাল্টি নিয়েছেন। ১৩টি গোল করেছেন। মিস করেছেন তিনটি। শুধু বিশ্বকাপ বলেই এই পেনাল্টি মিসটা মানুসের মনে রয়ে যাবে দীর্ঘদিন। আমার ক্ষেত্রেও তা হয়ে হয়েছিল। যুগোস্লেভিয়ার বিরুদ্ধে আমি পেনাল্টি মিস করেছিলাম। সেই ম্যাচ জেতা সত্ত্বেও সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। বারের উপর দিয়ে তুল দেওয়া সেই মিস এখনও সবার মনে আছে হয়তো।

English summary
Diego Maradona stands for Lionel Messi after his soft dismissal of penalty against Iceland in Fifa World Cup 2018. Maradona attacks to Sampaoli the coach of Argentina,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X