For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রুজ বা রিউজ যিনিই নায়ক হন, জার্মানরা বোঝালেন এভাবেও ফিরে আসা যায়

তর্ক থাকবেই ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে। জার্মানির কামব্যাক ম্যাচের নায়ক কে? এই প্রশ্নের উত্তকে প্রথমেই নাম চলে আসবে টনি ক্রুজের। রিয়াল তারকার অসাধারণ গোলেই তো আশার প্রদীপ জ্বলল জার্মান শিবিরে।

Google Oneindia Bengali News

তর্ক থাকবেই ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে। জার্মানির কামব্যাক ম্যাচের নায়ক কে? এই প্রশ্নের উত্তকে প্রথমেই নাম চলে আসবে টনি ক্রুজের। রিয়াল তারকার অসাধারণ গোলেই তো আশার প্রদীপ জ্বলল জার্মান শিবিরে। তারপর অমন গোল। জাস্ট ভাবা যায় না। হয়তো সুইডেন গোলকিপারের ওয়াল তৈরি করাটা ভুল ছিল। তবু ক্রুজের ওই শটের তুলনা হয় না। একেবারে মোক্ষম সময়ে মোক্ষম অস্ত্র প্রয়োগ করে ম্যাচ নিজেদের অনুকুলে নিয়ে গেলেন তিনি।

জার্মানরা বোঝালেন এভাবেও ফিরে আসা যায়

তবু ম্যাচের সেরা তিনি হননি। সুইডেনের বিরুদ্ধে যে গোলে সমতা ফিরেছিল, সেই গোলদাতা রিউজকেই বেছে নেওয়া হয়েছে ম্যাচের নায়ক হিসেবে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ওই গোমেজের পাস থেকে যে গোল করে গেলেন রিউজ, তাতেই প্রাণ ফিরে এল জার্মানদের। তারপরই তো বাঁধন ছাড়া আক্রমণ। যে ঝড়ে শেষ পর্যন্ত খাঁড়া থাকতে পারলেন না সুইডিশরা একেবারে শেষমূহূর্তে জার্মান-ঝড়ে নুইয়ে পড়ল সুইডেন।

তখন আর কিছু করার ছিল না সুইডেনের পক্ষে। ম্যাচে ফিরে আসার সময় ছিল না। গোল হওয়ার কয়েক সেকেন্ড পরেই শেষ বাঁশি বেজে গেল। খেলা শেষ। জার্মানি ভেন্টিলেশন থেকে ফিরে এলে ময়দানে। আর এই ফিরে আসার নায়ক কিন্তু ক্রুজ বা রিউজ কেউ-ই নন। জার্মান দলের হার না মানা মানসিকতাই এই জয়ের মূল কারিগর।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="und" dir="ltr">WOW. <a href="https://twitter.com/hashtag/GERSWE?src=hash&ref_src=twsrc%5Etfw">#GERSWE</a> <a href="https://t.co/DCcKSk1fIq">pic.twitter.com/DCcKSk1fIq</a></p>— FIFA World Cup 🏆 (@FIFAWorldCup) <a href="https://twitter.com/FIFAWorldCup/status/1010612563141423106?ref_src=twsrc%5Etfw">June 23, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

জার্মানরা বুঝিয়ে দিল, আমরা হারার আগে হারিনা। তাই তো মরণ-বাঁচন ম্যাচে আক্রমণের ঝড় তুলে, শেষ ১০ মিনিট ১০ জনে খেলেও শেষ হাসি হাসলেন জার্মানরা। একেবারের জন্যও বুঝতে দিলেন না তাঁরা ১০ জন হয়ে গিয়েছেন ম্যাচের ৮১ মিনিটে। তখনও প্রায় ১৫ মিনিটের মতো লড়াই বাকি। শেষ পর্যন্ত জয় হল সেই মানসিকতারই।

English summary
Marco Reus of Germany selects man of the match against Sweden. Germany wins the most vital match by Reus and Croos’s goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X