For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসিকে বিশ্রামে পাঠানো হোক, কোপায় খারাপ পারফর্ম্যান্সের পর প্রাক্তনের থেকে এটাই শুনলেন লিও

ক্লাবের জার্সিতে সফল, কিন্তু দেশের জার্সিতে? দেশের জার্সিতে মেসির পারফর্ম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন কিন্তু উঠছেই!

  • |
Google Oneindia Bengali News

ক্লাবের জার্সিতে সফল, কিন্তু দেশের জার্সিতে? দেশের জার্সিতে মেসির পারফর্ম্যান্স নিয়ে সাম্প্রতিক সময়ে প্রশ্ন কিন্তু উঠছেই!

শতাব্দী প্রাচীন কোপা আমেরিকা টুর্নামেন্টে টানা দু'ম্যাচে খারাপ পারফর্ম্যান্স আর্জেন্তিনার। প্রথম ম্যাচে কলম্বিয়ার কাছে হেরেছে মেসিরা। তারপর প্যারাগুয়ের বিরুদ্ধে ড্র। যার জেরে গ্রুপ পর্বেই কোপা থেকে ছিটকে যাওযার আশঙ্কায় আর্জেন্তিনা। সোমবার মেসির জন্মদিনের দিন গ্রুপের শেষ ম্যাচে কাতারের বিরুদ্ধে মাঠে নামছে মেসিরা। সেই ম্যাচ হারলে বা ড্র করলে নিশ্চিত অঘটন! তার আগে নীল জার্সিদের হতশ্রী পারফর্ম্যান্স নিয়ে ক্ষোভ উগড়ে দিলেন প্রাক্তন আর্জেন্তাইন ফুটবলার মারিও কেম্পেস।

মেসিকে বিশ্রামে পাঠানো হোক, কোপায় খারাপ পারফর্ম্যান্সের পর প্রাক্তনের থেকে এটাই শুনলেন লিও

আর্জেন্তিনার খারাপ সময়ে সেদেশের অন্যতম সেরা ফুটবলার মারিও কেম্পেস দাবি তুলেছেন, 'মেসিকে কিছুদিনের জন্য ছুটি দেওয়া হোক। নতুন করে শুরু করুক আর্জেন্তিনা। '

সঙ্গে কেম্পেস আরও বলেছেন,

'মেসি দলের নিউক্লিয়াস। সবাই বল পেলে মেসিকে খোঁজে। এই নির্ভরতা কাটাতে না পারলে কোনও দিনও দলটা ঘুরে দাঁড়াতে পারবে না। অন্যদের মধ্যে তো গোল করার খিদে বা আত্মবিশ্বাস কোনটাই নেই। মেসিকে ছাড়া দলটার খেলতে শেখা উচিত। মেসি না থাকলে তখন ওরা কী করবে!'

কোপায় নীল জার্সিদের ব্যর্থতা দেখে আর্জেন্তিনার বিশ্বকাপজয়ী ফুটবলার(১৯৭৮ বিশ্বকাপ) কটাক্ষ করে বলেন, 'দলের এতটাই খারাপ অবস্থা যে প্রয়াত জোহান ক্রুয়েফ বা পেপ গুয়ার্দিওয়ালা কোচ হয়ে এলেও এই ব্যর্থতার ইতিহাস পাল্টাতে পারবে না।'

আন্তর্জাতিক টুর্নামেন্টে আর্জেন্তিনায় দুর্দশা

১) ফ্রান্সের কাছে ২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল হেরে রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায়
২)২০১৪ বিশ্বকাপে ফাইনালে জার্মানির কাছে হার মেসিদের
৩) ২০১৬ কোপা আমেরিকার শতবর্ষের আসরে ফাইনালে পৌঁছে চিলির কাছে হার
৪)২০১৫ কোপা ফাইনালে চিলির কাছে হার

English summary
Mario Kempes said Messi should take a break from international football for team's interests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X