For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চাপমুক্ত ফ্রান্স শেষ ম্যাচেও জয় চায়, নক-আউটে যেতে এক পয়েন্ট লক্ষ্য ডেনমার্কের

ইতিমধ্যেই সি গ্রুপ থেকে নক আউট পর্বে উঠে গিয়েছে ফ্রান্স। ডেনমার্কের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। মাত্র এর পয়েন্ট দরকার ডেনমার্কের কোয়ালিফাইয়ের জন্য।

Google Oneindia Bengali News

ইতিমধ্যেই সি গ্রুপ থেকে নক আউট পর্বে উঠে গিয়েছে ফ্রান্স। ডেনমার্কের ভাগ্য এখনও ঝুলে রয়েছে। মাত্র এর পয়েন্ট দরকার ডেনমার্কের কোয়ালিফাইয়ের জন্য। অর্থাৎ ফ্রান্সকে রুখে দিলেই ডেনমার্ক চলে যাবে নক আউট পর্বে। তা না হলে গ্রুপের অপর ম্যাচ অস্ট্রেলিয়া বনাম পেরুর ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

চাপমুক্ত ফ্রান্স শেষ ম্যাচেও জয় চায়, নক-আউটে যেতে এক পয়েন্ট লক্ষ্য ডেনমার্কের

তবে ডেনমার্ক অনেক সুবিধাজনক জায়গায় রয়েছে। তার কারণ ইতিমধ্যেই একটি ম্যাচে জয় ও একটি ড্রয়ের ফলে চার পয়েন্ট রয়েছে ডেনমার্কের ঝুলিতে। সেখানে অস্ট্রেলিয়ার মাত্র এক পয়েন্ট। ডেনমার্কের সঙ্গে শুধু ড্র করেছে তারা। ফ্রান্সের কাছে হেরে গিয়েছে। সেদিক দিয়ে পেরুর সঙ্গে পয়েন্ট নষ্ট করলেই ডেনমার্ক নক আউটে চলে যাবে।

আগেই বিদায় নিয়েছে পেরু। পয়েন্ট নষ্ট করলেই অস্ট্রেলিয়ার বিদায় হয়ে যাবে। কিংবা ডেনমার্ক ফ্রান্সের বিরুদ্ধে পয়েন্ট পেলেই অস্ট্রেলিয়াকে পিছনে ফেলে দেবে। এই অবস্থায় ফ্রান্সের বিরুদ্ধে খেলতে নামছে ডেনমার্ক। ফ্রান্স কোচ দিদিয়ের দেঁশ জানিয়েছেন, তিনি গ্রুপ পর্যায়ে হান্ড্রেড পার্সেন্ট জয়ের রেকর্ড রাখতে বদ্ধপরিকর। জেতার ধারা বজায় রেখেই নক আউটে নামতে চলেছে ফ্রান্স।

সেইসঙ্গে ফ্রান্স চাইছে না কোনওভাবে হেরে গ্রুপ রানার্স হয়ে বিশ্বকাপের পরবর্তী স্তরে যেতে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই তাদের লক্ষ্য। ১৯৯৮ সালেও এমন পরিস্থিতির তৈরি হয়েছিল। সেবারও ফ্রান্স ও ডেনমার্ক মুখোমুখি হয়েছিল গ্রুপের শেষ খেলায়। সেবার ডেনমার্ক ফ্রান্সের কাছে হেরেও নক আউটে পর্বে পৌঁছেছিল।

ডেনমার্ক কোচ এই ম্যাচে প্রথম একাদশে বদল আনতে চাইছেন। তার কারণ ইউসুফ পলসেন সাসপেন্ড এবং পিওন সিস্টো বিশ্বকাপের বাইরে চলে গিয়েছেন। এই অবস্থায় এজ হেয়ার্ড এক পয়েন্টের লক্ষ্যেই খেলবেন। তিনি বল দখল বেশি রেখে ফ্রান্সের মতো শক্তিশালী টিমের বিরুদ্ধে বাজিমাত করার চেষ্টা করবেন।

এর আগে পাঁচজন যুব ফুটবলার বিশ্বকাপে একাধিক গোল করতে পেরেছেন। এবার সেই সুযোগ ফ্রান্সের এমবাপের সামনে। তিনি পেরুর বিরুদ্ধে গোল করেছেন। এবার ডেনমার্কের বিরুদ্ধে গোল করে দেশকে গর্বিত করতে পারেন কি না, তাই দেখার।

ডেনমার্কের সম্ভাব্য একাদশ : কাসপার স্মেইচেল, হেনরিক ডাল্সগার্ড, সিমন কায়ের, আন্দ্রেস ক্রিস্টেনসেন, জেন্স স্ট্রাইগার লারসেন, ল্যাস চোন, টমাস ডেলানি, ক্রিশ্চিয়ান এরিকসন,আন্দ্রেস করনেলিয়াস, মার্টিন ব্রেথওয়েট, লিকোলাই জর্গেনসন

ফ্রান্সের সম্ভাব্য একাদশ : হুগো লরিয়াস, বেঞ্জামিন পাভার্ড, রাফায়েল ভারানে, প্রেসনেল কিমপেমবে, লুকাস হার্নান্ডেজ, পল পোগবা, গোলো কন্তে, করেনটিন তোলিসো, নাবিল ফেকির, অ্যান্তোইনে গ্রিজম্যান, টমাস লেমার

English summary
Match preview of France vs Denmark of Fifa World cup 2018. France wants to win but Denmark’s target draw to enter in knock-out stage,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X