For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্পেনের বিরুদ্ধে স্বপ্নের ফুটবলের পর রোনাল্ডোরা আত্মবিশ্বাসী মরক্কোর বিরুদ্ধে জয় পেতে

স্পেনের বিরুদ্ধে স্বপ্নের ফুটবল উপহার দেওয়ার পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচে আত্মবিশ্বাসী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছেন হ্যাটট্রিক দিয়ে।

Google Oneindia Bengali News

স্পেনের বিরুদ্ধে স্বপ্নের ফুটবল উপহার দেওয়ার পর মরক্কোর বিরুদ্ধে ম্যাচে আত্মবিশ্বাসী ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এবার বিশ্বকাপ অভিযান শুরু করেছেন হ্যাটট্রিক দিয়ে। তাঁর হ্যাটট্রিকে হারা ম্যাচ থেকে এক পয়েন্ট সংগ্রহ করেছে পর্তুগাল। মরক্কোর বিরুদ্ধে তাই জয় ছাড়া কিছুই ভাবছেন না পর্তুগাল কোচ-ফুটবলাররা।

রোনাল্ডোরা আত্মবিশ্বাসী মরক্কোর বিরুদ্ধে জয় পেতে

রোনাল্ডো থেকে শুরু করে স্ট্রাইকার ডি সিলভা বিশ্বাস করেন মরক্কোকে হারানোর মতো সমস্ত রশদ বর্তমানে রয়েছে তাঁদের। শুধু ঠিকঠাক প্রয়োগের অপেক্ষা। তবে রোনাল্ডো যে ফর্ম দেখিয়েছেন প্রথম ম্যাচেই তাতে পর্তুগাল আশাবাদী মরক্কোকে হারিয়ে নক আউট পর্বের জায়গা নিশ্চিত করতে। রোনাল্ডো গ্রুপ বি-র দ্বিতীয় ম্যাচ মস্কোর লুজনিকি স্টেডিয়ামে কী ম্যাজিক দেখান, তার অপেক্ষাতেই ফুটবল অনুরাগীরা।

মরক্কো তাদের প্রথম খেলায় ইরানের কাছে এক গোলে হেরেছে। মরক্কো এবার পর্তুগালের সামনে। এই ম্যাচ থেকে জয় না তুলতে পারলে একপ্রকার বিদায় ঘণ্টা বেজে যাবে মরক্কোর। পরবর্তী স্টেজে যেতে গেলে জয় পাওয়া জরুরি। তবে ড্র করলেও সম্ভাবনা থাকবে। সেক্ষেত্রে জিততে হবে স্পেনের বিরুদ্ধে পরবর্তী ম্যাচে।

পর্তুগাল ও মরক্কোর এর আগে একবারই মুখোমুখি হয়েছিল। ১৯৮৬ সালের সেই ম্যাচে পর্তুগালকে ৩-১ গোল হারিয়েছিল মরক্কো। বিশ্বকাপের গ্রুপ পর্যায়ে সেই ম্যাচ জয়ের পর আর কখনও দেখা হয়নি দুই দেশের। তবে ১৯৮৬-র পর্তুগাল ও ২০১৮-র পর্তুগাল অনেক ফারাক। এখন পর্তুগাল বিশ্বকাপে ফেভারিট না হলেও ইউরো চ্যাম্পিয়ন। রোনাল্ডোর উপস্থিতিতে যে কোনও ম্যাচে অঘটন ঘটানোর ক্ষমতা রয়েছে এই দলের। বর্তমান সময়ের পরিপ্রেক্ষিতে মরক্কোর থেকে অনেক গুণ এগিয়ে আছে পর্তুগাল, এমনটা মনে করেন সিলভাও।

মরক্কো যোগ্যতা অর্জন পর্বের কোনও গোল হজম না করেই রাশিয়া বিশ্বকাপের টিকিট অর্জন করেছে এবার। ২০ বছর পর তারা বিশ্বকাপের আসরে। তবে ইরানের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্তে তাদের গোল খেতে হয়। ফলে এক পয়েন্ট হাতছাড়া হয় ইরানের বিরুদ্ধে।

English summary
Match preview of Portugal vs Morocco in their second match of Fifa World cup 2018. Ronaldo are ready to get victory against Morocco.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X