For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফেবারিট স্পেনের স্বপ্ন কেড়ে ইতিহাস রচনা করতে মরিয়া রাশিয়া, অপেক্ষায় লুজনিকি

এবার নক আউটে রাশিয়ার সামনে ফেবারিট স্পেন। স্পেনের বিরুদ্ধে ইতিহাস তৈরি করার জন্য নামবে রাশিয়া। লুজনিকি স্টেডিয়াম সেদিকেই তাকিয়ে রয়েছে।

Google Oneindia Bengali News

এবার বিশ্বকাপে স্বপ্নের শুরু করেছিল রাশিয়া। সৌদি আরবকে পাঁচ গোল দিয়ে শুরু। তবে গ্রুপের শেষ ম্যাচে উরুগুয়ের কাছে হার মানতে হয় তাদের। এবার নক আউটে রাশিয়ার সামনে ফেবারিট স্পেন। স্পেনের বিরুদ্ধে ইতিহাস তৈরি করার জন্য নামবে রাশিয়া। লুজনিকি স্টেডিয়াম সেদিকেই তাকিয়ে রয়েছে।

স্পেনের স্বপ্ন কেড়ে ইতিহাস রচনা করতে মরিয়া রাশিয়া

২০১০-এর চ্যাম্পিয়ন স্পেন এবারও বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। তারাই মুখোমুখি রাশিয়ার। এবার রাশিয়ায় হচ্ছে বিশ্বকাপ। তাই পূর্ণ জনসমর্থনও পাবে রাশিয়া। কিন্তু ওসব মাথায় না রেখেই স্পেনের একটাই লক্ষ্য জয়। স্পেনের ফুটবলাররা জয়ের লক্ষ্যে টোটাল ফুটবল উপহার দেবে। গোল আসবে তাতেই এই বিশ্বাস রয়েছে কোচের।

যদিও এবার প্রথম ম্যাচেই একা রোনাল্ডোর কাছে আটকে গিয়েছে পুরো টিম। ৩-৩ গোলে ড্র করেছে তারা। পরের ম্যাচে ইরানের বিরুদ্ধে জয় পেলেও, মরক্কোর বিরুদ্ধে ফের কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল স্পেন। শেষমেশ হারা ম্যাচ ড্র করে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই নকআউটে উঠেছে স্পেন। এবার সামনে রাশিয়া। এই বাধা টপকে সামনের দিকে লক্ষ্য রাখছেন স্পেনের ফুটবলাররা।

রাশিয়াও তৈরি। তাঁরা ছেড়ে কথা বলবে না স্পেনকে। ১১ হাজার ৭০৪ দিন আগে নকআউটে উঠেছিল তৎকালীন সোভিয়েট ইউনিয়ন। ১৯৮৬ সালের ১৫ জুন বেলজিয়ামের বিরুদ্ধে এক থ্রিলার ছিল সেই ম্যাচ। সেভিয়েটের ফুটবলার শেষপর্যন্ত ৩-৪ গোলে হার মেনেছিলেন। এবারও সেই ফুটবলটাই উপহার দিতে চান বর্তমান রাশিয়া টিম।

স্পেনের সম্ভাব্য দল : ডেভিড দি গিয়া, দানি কার্ভাজল, জেরার্ড পিকে, সের্গেই রামোস, জর্দি আলবা, সের্গেই বুসকেটস, কোকে, আন্দ্রেস ইনিয়েস্তা, ইসকো, দিয়েগো কোস্তা, ল্যাগো আসপাস

রাশিয়ার সম্ভাব্য দল : ইগর আকিনভ, মারিও ফার্নান্ডেজ, ইলিয়া কুতেপভ, সের্গেই ইগনাসিভিচ, উরি ঝিরকভ, রোমান জোবনিন, ডালের কুজিয়ায়েভ, আলেকজান্ডার সোমেদভ, আলেকজান্ড়ার গোলোভিন, ডেনিস চেরিসেভ, আর্টেম জিউবা

English summary
Match preview of pre-quarter final of Spain vs Russia of Fifa World cup 2018. Russia wants to build history against Spain.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X