For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়ার উত্তরণের মাঝে বাধা শুধু সালাহ, লড়াই জমিয়ে দিতে জয় চাইছে মিশর

প্রথম ম্যাচেই ধামাকা। ঘরের মাঠে সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। এবার সামনে মিশর। রাশিয়া চাইছে এই ম্যাচ জিতে নক আউট পর্বের টিকিট পাকা করে নিতে।

Google Oneindia Bengali News

প্রথম ম্যাচেই ধামাকা। ঘরের মাঠে সৌদি আরবকে উড়িয়ে দিয়েছে রাশিয়া। এবার সামনে মিশর। রাশিয়া চাইছে এই ম্যাচ জিতে নক আউট পর্বের টিকিট পাকা করে নিতে। উরুগুয়ে ম্যাচের আগেই এ গ্রুপ থেকে নিজেদের নাম পাকা করে নেওয়াই যখন রাশির লক্ষ্য, মিশর চাইছে রাশিয়াকে হারিয়ে লড়াইয়ে ফিরতে। সেই জন্য তারা তাকিয়ে সালাহ-র দিকে।

রাশিয়ার উত্তরণের মাঝে বাধা শুধু সালাহ

সালাহ রাশিয়া-ম্যাচ খেলতে পারবে কি না, সেটাই এখন লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মিশরের আশা-ভরসা সবই সালাহকে কেন্দ্র করে। মিশরবাসীর বিশ্বাস সালাহ ফিরলেই তাঁরা ফের ঘুরে দাঁড়াতি পারবে। উল্লেখ্য, উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে সালাহকে ছাড়াই দারুন খেলেছিল মিশর। প্রায় রুখে দিয়েছিল উরুগুয়েকে। ম্যাচের একেবারে শেষ পর্যায়ে গোল করে ম্যাচ জেতে উরুগুয়ে।

বর্তমান পরিস্থিতিতে এ গ্রুপে সুবিধাজনক জায়গায় রয়েছে রাশিয়া ও উরুগুয়ে। উভয়েই প্রথম ম্যাচ জিতেছে। গোল পার্থক্যে রাশিয়া এক নম্বরে। উরুগুয়ে দু-নম্বরে। মিশর ও সৌদি আরব নিজেদের ম্যাচ হেরে পিছিয়ে রয়েছে। এই অবস্থায় মিশর রাশিয়া ম্যাচ জিতলে আশা জিইয়ে রাখতে পারবে।

মিশরের সব কিছুই নির্ভর করছে লিভারপুল স্ট্রাইকার সালাহর ফিটনেসের উপর। সালাহ খলেত না পারলে ম্যাচে নামার আগেই হেরে থাকবে মানসিকতায়। মিশর সাতবারের আফ্রিকা চ্যাম্পিয়ন। কিন্তু এক জনের অনুপস্থিতিই অনেক ফারাক গড়ে দিয়েছে তাদের খেলায়।

তিন সপ্তাহ আগে চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে যে চোট পেয়েছিলেন তা থেকে এখনও পুরোপুরি মুক্ত নন সালাহ। তাঁর অনিশ্চয়তাই মিশরকে অনিশ্চিত করে তুলেছে বিশ্বকাপেল লড়াইয়ে। যদিও বিশ্বস্ত সূত্রে জানা গিয়েছে, সালাহ একশো শতাংশ ফিট হয়ে গিয়েছেন। এবং তিনি প্র্যাকটিসও শুরু করে দিয়েছেন।

English summary
Match preview of Russia vs Egypt of Fifa World cup 2018. Host country Russia wants to qualify next round to defeat Egypt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X