চ্যাম্পিয়ন্স লিগে দুরন্ত ফর্মে আর্নেস্তো ভালভার্দের ছেলেরা। গ্রুপ ডি-তে অলিম্পিয়াকোসের বিরুদ্ধে ৩-১ গোলে। তবে ম্যাচে অপ্রয়োজনীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হল জেরার পিকে -কে।
এদিন প্রথম থেকেই আক্রমণ শানাচ্ছিল বার্সেলোনা। তবে প্রথম গোলটা অলিম্পিয়াকোসের পা থেকেই আসে। ১৮ মিনিটে বার্সা স্কোরশিটের পাশে প্রথম গোল। গোলদাতা অলিম্পিয়াকোসের নিকোলাউ। ৪২ মিনিটে ডবল হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় জেরার পিকে। দশজনে হয়ে যায় ক্যাটালন জায়ন্টরা। ১-০ গোলে এগিয়েই শেষ প্রথমার্ধের খেলা।
দ্বিতীয়ার্ধের খেলা শুরুর পরই ফের গোল। ৫১ মিনিটে গোল করেন লিও মেসি। এদিনের এই গোল করে ইউরোপিয়ান ফুটবলে শততম গোলের নজির গড়ে ফেললেন এলএম টেন।
👑 Leo Messi 👑 pic.twitter.com/FkLWaRVUFQ
— FC Barcelona (@FCBarcelona) October 19, 2017
৬৪ মিনিটে দিগনার গোলে ৩-০ তে এগিয়ে যায় বার্সেলোনা। ৮৯ মিনিটে নিকালাউ আত্মঘাতী গোলের পাপের প্রায়শ্চিত্ত হিসেবে ৮৯ মিনিটে অলিম্পিয়াকোসের হয়ে ব্যবধান কমান। কিন্তু ম্যাচে ফেরার জন্য তা যথেষ্ট ছিল না।
Have you seen #BarçaOlympiacos match highlights?
— FC Barcelona (@FCBarcelona) October 19, 2017
👇Enjoy it! 👇https://t.co/l5ejEPldPy pic.twitter.com/KssBaAymEG
এদিকে দিওয়ালি উপলক্ষ্যে ভারতীয় ফ্যানদের শুভেচ্ছা জানিয়েছে বার্সা।
👏 To all those celebrating today, #HappyDiwali! 👏 pic.twitter.com/PhY4oT7wMW
— FC Barcelona (@FCBarcelona) October 19, 2017