For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসির বার্সেলোনা কি লা-লিগা জিততে পারবে? অঙ্ক কী বলছে জেনে নিন

মেসির বার্সেলোনা কি লা-লিগা জিততে পারবে? অঙ্ক কী বলছে জেনে নিন

  • |
Google Oneindia Bengali News

করোনা পরবর্তী সময় ফুটবল শুরু হওয়ার পর স্প্যানিশ ফুটবলে লিগের লডা়ই জমে গিয়েছে। লিগে মেসিরা টানা দুই ম্যাচ ড্র করার কারণে রিয়াল মাদ্রিদের লিগ জয়ের দারুণ সুযোগ তৈরি হয়। সেখানে ফের ভিলারিয়ালের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়নশিপের খেতাবি লড়াইয়ে কিছুটা স্বস্তিতে ফিরল মেসিরা। নতুন করে লিগের লড়াই জমজমাট।

বার্সার জয় কত গোলে

বার্সার জয় কত গোলে

রবিবার রাতের ম্যাচে ভিলারিয়ালের বিরুদ্ধে মেসির বার্সেলোনা ৪-১ গোলে ম্যাচ জিতেছে। টানা দুই ম্যাচে পয়েন্ট নষ্টের পর ছন্দে ফিরল বার্সলোনা। ফলে লিগ জেতার বিষয়ে খানিকটা অক্সিজেন পেল কাতালান ক্লাব।

কারা গোল করলেন

কারা গোল করলেন

বহুদিন বড় বার্সোলোনা দল বড় ব্যবধানে ম্যাচ জিতেছে। ৩ মিনিটের মধ্যে ভিলারিয়ালের পাউ তোরেসের আত্মঘাতী গোলে বার্সা এগিয়ে যায়। এরপর ১৪ মিনিটে জেরার মোরেনো দলকে সমতায় ফেরায়। এরপর ২০ মিনিট থেকে কাতালান ক্লাবের আক্রমণ শুরু। ২০ মিনিটে সুয়ারেজ, ৪৫ মিনিটে গ্রিজম্যান গোল করে স্কোরলাইন ৩-১ করে দেন। দুটি গোলের ক্ষেত্রেই মেসি গোলে অবদান রাখেন। দ্বিতীয়ার্ধের শেষদিকে পরিবর্ত ফুটবলার হিসেবে নামা আনসু ফাতি বার্সার হয়ে শেষ গোলটি করে ভিলারিয়ালের কফিনে শেষ পেরেক পুঁতে দেন।

সুবিধেজনক জায়গায় রিয়াল মাদ্রিদ

সুবিধেজনক জায়গায় রিয়াল মাদ্রিদ

অন্যদিকে রবিবার রাতে অন্য ম্যাচে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো বিলবাওকে ১-০ গোলে হারিয়েছে। ফলে এই মুহূর্তে ৩৪ ম্যাচ শেষে ৭৭ পয়েন্ট নিয়ে লিগের শীর্ষস্থানে রয়েছে।

লা-লিগা জিততে পারবে কি বার্সেলোনা?

লা-লিগা জিততে পারবে কি বার্সেলোনা?

রবিবারের ম্যাচ জয়ের পর ৩৪ ম্যাচ শেষে বার্সেলোনা ৭৩ পয়েন্টে রয়েছে। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ দুই দলই এখনও লিগে এখনও চারটি করে ম্যাচ খেলবে। শেষ চার ম্যাচ থেকে ১২ পয়েন্ট সংগ্রহ করলে বার্সলোনা ৮৫ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে রিয়াল মাদ্রিদ পয়েন্ট তালিকায় এখন ৪ পয়েন্টে এগিয়ে। নিজেদের বাকি সব ম্যাচ জিতলে তারাই লা-লিগা চ্যাম্পিয়ন হতে চলেছে। এর মধ্যে চার ম্যাচে থেকে ৮ পয়েন্টে পেলে রিয়াল ৮৫ পয়েন্টে পৌঁছবে। সেক্ষেত্রে বার্সা সব ম্যাচ জিতে ৮৫ পয়েন্টে পৌঁছলেও মুখোমুখি লড়াইয়ে হারায় মাদ্রিদের দলই চ্যাম্পিয়ন হবে। একমাত্র রিয়াল ৩ টি ম্যাচ ড্র করলে ও একটি জিতলে শেষ চার ম্যাচ থেকে জিদানের দল ৬ পয়েন্ট পেতে পারে, তখন নিজেদের সব ম্যাচ জিতলে বার্সা চ্যাম্পয়িন হবে।

বার্সেলোনা ছাড়ছেন মেসি! গুজব নাকি সত্যি? মুখ খুললেন ক্লাব প্রেডিসেন্ট বার্সেলোনা ছাড়ছেন মেসি! গুজব নাকি সত্যি? মুখ খুললেন ক্লাব প্রেডিসেন্ট

English summary
Messi's Barcelona beat Villarreal by 4-1,keep La Liga title hopes alive
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X