For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আই লিগের চার দলের খেতাবি লড়াইয়ে তপ্ত ফুটবল ময়দান, এরমধ্যে ফের ফিক্সিং বোমা

ময়দান ফুটছে। বৃহস্পতিবার চার দল নামবে একসঙ্গে আই লিগের খেতাবি লড়াইয়ের জন্য। এরই মধ্যে ফের ফিক্সিং বোমা। 

  • By Debalina Dutta
  • |
Google Oneindia Bengali News

আই লিগে ফের বিস্ফোরক অভিযোগ। আবার অভিযোগ করল মিনার্ভা পাঞ্জাব। আগেরবার মিনার্ভা পাঞ্জাবের কর্ণধার রঞ্জিত বাজাজ জানিয়েছিলেন তাঁর দলের ফুটবলারদের ৩০ লক্ষ টাকার টোপ দেওয়া হয়েছিল, ম্যাচ ফিক্সিং করার জন্য।

আই লিগের চার দলের খেতাবি লড়াইয়ে তপ্ত ফুটবল ময়দান, এরমধ্যে ফের ফিক্সিং বোমা

[আরও পড়ুন: রোনাল্ডোকে লক্ষ্য করে বোতল, গ্যালারিতে আগুন, বিশ্ব ফুটবল মঞ্চে লজ্জার বার্তা পিএসজি-র ][আরও পড়ুন: রোনাল্ডোকে লক্ষ্য করে বোতল, গ্যালারিতে আগুন, বিশ্ব ফুটবল মঞ্চে লজ্জার বার্তা পিএসজি-র ]

এবার আর কোনও রাখঢাক নয়, একেবারে ইস্টবেঙ্গলের নাম করে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ তুলল মিনার্ভা পাঞ্জাব। তাদের দাবি শেষ ম্যাচ হারার জন্য মিনার্ভা কোচ খগেন সিংকে অর্থের প্রলোভন দেখিয়েছে ইস্টবেঙ্গল। শুধু তাই নয়, চেন্নাই বনাম মিনার্ভা ম্যাচেও চেন্নাই কোচকে টাকার টোপ দেওয়ার অভিযোগ করেছেন মিনার্ভার কর্ণধার রঞ্জিত বাজাজ।
মিনার্ভা পাঞ্জাবের পক্ষ থেকে এআইএফএফ ইন্টেগ্রিটি অফিসারের কাছে এই অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগে বলা হয়েছে সিসিএফসি-র কোচ ভি সৌন্দরারাজন এবং অন্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেছিলেন লাল-হলুদ কর্তা অ্যালভিটো ডি কুনহা। সেখানেই সৌন্দরারাজনকে ১০ লাখ টাকার প্রস্তাব দেওয়া হয়। বলা হয়, যদি মিনার্ভাকে তারা হারাতে পারে এবং ইস্টবেঙ্গলের লিগ জয় নিশ্চিত করতে পারে, তাহলে তাদের এই টাকা দেওয়া হবে।

[আরও পড়ুন: স্ত্রী -র বাউন্সারে ঘায়েল শামি, প্রত্যুত্তর দিলেন টুইটে ][আরও পড়ুন: স্ত্রী -র বাউন্সারে ঘায়েল শামি, প্রত্যুত্তর দিলেন টুইটে ]

অভিযোগ আরও রয়েছে। ইস্টবেঙ্গলের গোলকিপিং কোচ আবদুল আজ়িম সিদ্দিকি নাকি মিনার্ভার প্রধান কোচ খগেন সিংকে আলোচনায় ডেকেছিলেন। সেখানে খগেনকে এই প্রস্তাব দেওয়া হয় তাঁকে বলা হয়েছিল আগামী মরশুমের জন্য সন্তোষ কাশ্যপকে ইতিমধ্যেই ঠিক করে ফেলেছে মিনার্ভা। সেক্ষেত্রে মিনার্ভায় খগেনের আর কোনও ভবিষ্যৎ নেই। এই অবস্থায় যদি ইস্টবেঙ্গলের কথামতো তিনি চলেন, তাহলে আগামী মরশুমে খগেনের জন্য নাকি লাল-হলুদ শিবিরের দরজা খোলা থাকবে।

তবে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেছেন, 'মিনার্ভা পাঞ্জাব দলের মালিক রঞ্জিত বাজাজ একেবারে ভিত্তিহীন অভিযোগ করেছেন। তিনি এমন অভিযোগ করার জন্যই প্রসিদ্ধ। যদি এই অভিযোগ প্রমাণিত হয়, তাহলে অবশ্যই যথাযত পদক্ষেপ গ্রহণ করা উচিত।' এদিকে ময়দান তোলপাড় করা এই অভিযোগের পরও এআইএফএফের পক্ষ থেকে কোনও মুখ খোলা হয়নি।

এদিকে বৃহস্পতিবার আই লিগের মহারণ। একেবারে আই লিগের খেতাবি লড়াইতে নামতে চলেছে চারটি দল। এই মুহূর্তে লিগ টেবলের এক নম্বরে রয়েছে মিনার্ভা পাঞ্জাব, দুই -তিন ও চারে যথাক্রমে নেরোকা, মোহনবাগান ও ইস্টবেঙ্গল। ১৭ ম্যাচ খেলে মিনার্ভা পাঞ্জাবের পয়েন্ট ৩২। ১৭ ম্যাচের ১০ টিতে জয় ২টি ড্র ও ৫ টি হার হয়েছে তাদের। এই অবস্থায় বৃহস্পতিবার তাদের প্রতিপক্ষ লিগ টেবলের একদম তলানিতে থাকা চার্চিল ব্রাদার্স। পাঞ্জাবের দলটি যদি তাদের হারাতে পারে তাহলে সরাসরি লিগ চ্যাম্পিয়ন তারাই। তাদের আর অন্য কোনও দলের জেতা -হারা- ড্র করার দিকে মুখাপেক্ষী হয়ে থাকতে হবে না। তাই প্রস্তুতি চূড়ান্ত সারছে মিনার্ভা পাঞ্জাব। ফিক্সিংয়ে অভিযোগ তুলে অন্য প্রতিদ্বন্দ্বীদের ঘেঁটে দিলেও নিজেদের ফোকাস ঠিক রাখার চেষ্টায় চেঞ্চোরা।

<blockquote class="twitter-tweet blockquote" data-lang="en"><p lang="en" dir="ltr">With just a day to go ✊🏽 We’re all geared up for the clash for the clash tomorrow at the fortress 🏟⚽️ <a href="https://twitter.com/hashtag/chaldephatte?src=hash&ref_src=twsrc%5Etfw">#chaldephatte</a> <a href="https://twitter.com/hashtag/MPFCvCB?src=hash&ref_src=twsrc%5Etfw">#MPFCvCB</a> <a href="https://t.co/yjpcpfoAeo">pic.twitter.com/yjpcpfoAeo</a></p>— MINERVA PUNJAB FC (@Minerva_AFC) <a href="https://twitter.com/Minerva_AFC/status/971258552747724801?ref_src=twsrc%5Etfw">March 7, 2018</a></blockquote> <script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

এদিকে ইস্টবেঙ্গেলর প্রতিপক্ষ চ্যাম্পিয়নশিপের লড়াইতে থাকা নেরোকা এফসি। একে লাজংয়ের সঙ্গে ড্র করে নিজেদের খেতাব জয়ের রাস্তা নিজেরাই কঠিন করেছে খালিদ জামিলের ছেলেরা। তারওপর আবার তাঁদের কর্তাদের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ। কিন্তু তাও খালিদ চাইছেন দু বার দুটি ক্লাবের হয়ে আই লিগ জয়ের কারিগর হতে।

আই লিগের চার দলের খেতাবি লড়াইয়ে তপ্ত ফুটবল ময়দান, এরমধ্যে ফের ফিক্সিং বোমা

এদিকে নেরোকাও চাইছে প্রথম বার আই লিগ খেলতে এসেই আই লিগ খেতাব ঘরে তুলতে। ফলে তারাও কাঁপিয়ে পারফরম্যান্স দিতে তৈরি।

আই লিগের চার দলের খেতাবি লড়াইয়ে তপ্ত ফুটবল ময়দান, এরমধ্যে ফের ফিক্সিং বোমা

আই লিগের চার দলের খেতাবি লড়াইয়ে তপ্ত ফুটবল ময়দান, এরমধ্যে ফের ফিক্সিং বোমা

এদিকে মোহনবাগান খেলবে গোকুলাম এফসি বিরুদ্ধে। শংকরলালের ছেলেরা নিজেদের করা ভুলে যে জায়গাটা হারিয়েছিলেন। সেটাই অন্যদের ভুলে ফের একবার উন্মুক্ত। তাই আই লিগে জেতার এই সুযোগ তারাও কাজে লাগাতে মরিয়া।

[আরও পড়ুন: একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর সামির! অভিযোগ আইনজীবীর ][আরও পড়ুন: একাধিক নারী সম্পর্কের বিরুদ্ধে প্রতিবাদ করায় স্ত্রীকে মারধর সামির! অভিযোগ আইনজীবীর ]

English summary
Minerva Punjab claims East Bengal has tried to fix match before I League's mega day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X