For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফুটবলপ্রেমীদের আশ্বস্ত করে মিশরের অনুশীলনে যোগ দিলেন মহম্মদ সালাহ

লিভারপুলের তারকা ফুটবলার মিশরের মহম্মদ সালাহ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে ফুটবলপ্রেমী জনতার উৎসাহের শেষ ছিল না। তবে কায়রোয় দলের অনুশীলনে যোগ দিলেন সালাহ।

  • |
Google Oneindia Bengali News

লিভারপুলের তারকা ফুটবলার মিশরের মহম্মদ সালাহ বিশ্বকাপে খেলতে পারবেন কিনা তা নিয়ে ফুটবলপ্রেমী জনতার উৎসাহের শেষ ছিল না। তবে কায়রোয় দলের অনুশীলনে যোগ দিলেন সালাহ। তবে তিনি এখনও অনুশীলন শুরু করেননি। রাশিয়া উড়ে যাওয়ার আগে রাতে মিশরের অনুশীলন দেখতে বহু সমর্থক স্টেডিয়ামে ভিড় করেন।

মিশরের অনুশীলনে যোগ দিলেন মহম্মদ সালাহ

রাত দশটায় ট্রেনিং শুরু হয়। সালাহ দলের সঙ্গে মাঠে ঢোকেন। গোটা দল অনুশীলন করলেও তিনি সাপোর্ট স্টাফদের সঙ্গে দাঁড়িয়ে কথা বলেছেন। অনুশীলন করেননি। সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়ন মিশর এই নিয়ে তৃতীয়বার বিশ্বকাপে অংশ নিচ্ছে। ১৯৯০ সালের পর এই প্রথমবার। আর তার অনেকটা কৃতিত্বই সালাহ-র।

১৫ জুন মিশরের প্রথম ম্যাচ দুবারের বিশ্বকাপজয়ী উরুগুয়ের বিরুদ্ধে। চ্য়াম্পিয়ন্স লিগ ফাইনালে ৩-১ হেরে যায় লিভারপুল। রিয়াল মাদ্রিদ জিতলেও সালাহ-র স্তুতি থামেনি। চোট পেলেও তাঁকে ২৩ জনের দলে রেখেছে মিশর। তিনি খেলবেন, এমনটা আশা করছেন সকলে।

গত মরশুমে লিভারপুলের হয়ে ৪৪টি গোল করেন সালাহ। গোলের মধ্যে থাকা সালাহ-ই এই বিশ্বকাপে মিশরের সবচেয়ে বড় ভরসা। যা অবস্থা তাতে উরুগুয়ের বিরুদ্ধে প্রথম ম্যাচে না খেলতে পারলেও পরের দুটি ম্যাচে রাশিয়া ও সৌদি আরবের বিরুদ্ধে সালাহকে পাওয়া যাবে।

English summary
FIFA World Cup Russia 2018 : Mohamed Salah joins Egypt training, but doesn't take part
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X